উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ টিপস (পর্ব-২)

উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ টিপসকৃষি  নিয়োগ টিপস -পর্ব-২

উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ টিপস

(পর্ব-২)

টেকনিক্যাল

  • কৃষি পরিবেশ অঞ্চল – ৩০টি ।
  • কৃষি বিষয়ক তথ্যবহুল অ্যাপস্ – কৃষকের জানালা, কৃষকের ডিজিটাল ঠিকানা, বালাইনাশক নির্দেশিকা ।
  • বেলে-দোঁআশ মাটিতে বালিকণার পরিমাণ – ৭০% ।
  • মৃত্তিকা সংযুক্তি গঠনে সাহায্য করে – ক্যালসিয়াম ।
  • যে গাছের পাতা, ফল, বাকল, ডাল, শিকড় সবই ঔষধ হিসেবে ব্যবহৃত হয় – নিম ।
  • লতানো জাতীয় ফল গাছে ট্রেংনিং করার পদ্ধতি – স্পেলিয়ার ।
  • ফসল উৎপাদনের জন্য মৌলিক উপকরণ হচ্ছে – বীজ ।
  • বীজের সাধারণ অঙ্গসমূহকে ভাগ করা যায় – প্রধান দুটি অংশে ।
  • বংশগতির প্রধান বস্তুকে বলে – জিন ।
  • কিউকারবিটেসি গোত্রভুক্ত উদ্ভিদ – মিষ্টি কুমড়া ।
  • বাংলাদেশের তেলবীজের মধ্যে আবাদ ও উৎপাদন সবচেয়ে বেশি – সরিষা ।
  • পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্য দেশের মোট আয়তনের বনভূমি থাকা দরকার শতকরা – ২৫% ।
  • একজন সুস্থ মানুষের দেহের মোট ওজনের শতকরা – ৫৫-৬০ ভাগ পানি ।
  • যে পুষ্টি উপাদানের অভাবে গলগণ্ড রোগ হয় – আয়োডিন ।
  • গলদা চিংড়িরি ডিমের পরিস্ফটন ঘটে – মোহনা অঞ্চলে ।
  • প্রাপ্তবয়স্ক পুরুষ হাঁসকে বলে – ড্রেক ।
  • বাছুরকে যত ডিগ্রি তাপমাত্রায় দুধ খাওয়ানো উচিত – ৯০ফারেনহাট ।
  • যেসব গরুর কাঁধে কুঁজ থাকে তাদেরকে বলা হয় – বস ইন্ডিকাস ।
  • ডিম উৎপাদনের জন্য মুরীর দৈনিক প্রয়োজন কমপক্ষে – ১২ ঘন্টা আলোর ।
  • লাইনে নির্বিচারে বীজ ফেলাকে যে ধরনের বপন পদ্ধতি বলে – ড্রিল বপন ।
  • যে ধরনের বীজতলার চারা অধিক সহনশীল, কুঁশি তাড়াতাড়ি জন্মে ও সংখ্যায় বেশি হয় – শুকনা বীজতলা ।
  • বাংলাদেশে প্রাণিজ আমিষের শতকরা যত ভাগ মাছ হতে আসে – ৮০ ভাগ ।

উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ টিপস (পর্ব-২)

  • Phmologys বলতে বোঝায় – ফলবিজ্ঞান ।
  • নিয়মিত যে সবজি ভক্ষণ করলে রক্তের কোলেস্টেরল কমে – রসুন ।
  • উদ্ভিদ শর্করা তৈরি করে – ক্লোরোফিল, CO2, পানি ও সূর্যালোক দিয়ে ।
  • টুংরো ভাইরাসের বাহকের নাম – পাতা ফড়িং ।
  • কীটপতঙ্গের সর্ববৃহৎ বর্গের নাম – কলিওপটেরা ।
  • লেদা পোকা ফসলের ক্ষতি করে – পাতা খেয়ে ।
  • ধান ক্ষেতে পানি জমে থাকলে – ইউরিয়া অ্যামোনিয়া অবস্থায় থাকে এবং আগাছা দমনে সহায়ক হয় ।
  • দধে এসিড তৈরি করে প্রধানত যে জীবাণু – স্ট্রেপটোকক্কাই ।
  • একজন মানুষের বছরে প্রায় – ৯০ লিটার দুধ পান করা উচিত ।
  • দেবদারু বীজের অঙ্কুরোদগম হার – ৯০% ।
  • মাটির প্রকৃতি অনুযায়ী বাংলাদেশকে যতটি কৃষি অঞ্চলে ভাগ করা হয়েছে – ৩০টি ।
  • জমি প্রস্তুতির প্রথম ধাপ – ভূমি কর্ষণ ।
  • ভূমিক্ষয়ের প্রধান কারণগুলো হচ্ছে – বৃষ্টিপাত, ঘূর্ণিবার্তা নদীর স্রোত, ভূমি উজাড় করে চাষাবাদ ইত্যাদি ।

কৃষি কর্মকর্তা নিয়োগ টিপস (পর্ব-২)

  • মাটিতে আর্দ্রতার তারতম্য ঘটে – আবহাওয়ার প্রভাবে ।
  • FCR – Food Conversion Ratio.
  • মাছ খাদ্য গ্রহণ করে – দিনের বেলায় ।
  • সাধারণ ঘাসের মধ্যে শক্তি উপাদান বেশি থাকে – ভুট্টার সাইলেজে ।
  • পুকুরের পানিতে দ্রবীভূত অক্সিজেন হওয়া উচিত – ৫ মি. গ্রা/লি. ।
  • খননের সময় পুকুরের পাড়ের ঢাল রাখা উচিত – ১.৫: ২ মিটার ।
  • রোটেনন বা মহুয়ার খৈল ব্যবহৃত হয় – রাক্ষুসে মাছ নিধনে ।
  • স্বর্ণা সারের বৈজ্ঞানিক নাম – ফাইটো হরমোন ইনডিউসার ।
  • পাটের ক্রোমোজোমের সংখ্যা – ১৪টি ।
  • দেশি সাদা জাতের পাটের বৈজ্ঞানিক নাম – Corchorus capsularies ।
  • বাংলাদেশে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় – ১৯১৬ সালে ।
  • যে মৌমাছি উদ্ভিদের পরাগায়ন ঘটায় – কর্মী মৌমাছি ।
  • রেশম পোকার ডিম ফুটে লার্ভা বের হতে সময় লাগে – ১০-১১ দিন ।
  • বাংলাদেশে শিলাবৃষ্টি হয় – মার্চ-এপ্রিলে ।
  • আখের লাল পচা রোগ হয় – ছত্রাকের কারণে ।
  • ক্ষতিকর ইউরাসিক এসিড রয়েছে যে তেলে – সরিষার তেল ।
  • বাংলাদেশের জমিতে ধান চাষ হয় – প্রায় ৮০% জমিতে ।
  • জুটনে বিদ্যামান পাটের পরিমাণ শতকরা – ৭০% ।
  • ভিটামিনের মূল উৎস – ফল ও সবজি ।
  • রেশম পোকার বৈজ্ঞানিক নাম – Bombyx mori।
  • রক্তচাপ নিয়ন্ত্রণ করে যে ভেষজ উদ্ভিদ – সর্পগন্ধা ।
  • বিশ্বে প্রথম যে দেশে রেশম চাষ শুরু হয় – চীন ।
  • বাংলাদেশে চাষকৃত একটি সবুজ সারের নাম – ধৈঞ্চা ।
  • প্লাস্টিকের তৈরি একটি আধুনিক বপন যন্ত্রের নাম – ড্রাম সিডর ।
  • বাংলাদেশে রেশম উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠিত হয় – ১৯৭৭ সালে ।

 

Read More

ব্যাংকার্স সিলেকশন কমিটি (BCS) সহ সকল ব্যাংক-বিমা কর্মকর্তা নিয়োগ টিপস

 

 

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *