কবি-সাহিত্যিকদের প্রকৃত নাম ও ছদ্মনাম Part-2

কবি-সাহিত্যিকদের প্রকৃত নাম ও ছদ্মনাম কবি-সাহিতিকদের প্রকৃত নাম ও ছদ্মনাম

            প্রকৃত  নাম –       ছদ্মনাম 

  • অনন্ত বড়ু – বড়ু চণ্ডীদাস ।
  • অনুরূপা দেবী – অনুপমা দেবী ।
  • অন্নদাশংকর রায় – লীলাময় রায় ।
  • অহিদুর রেজা – হাসন রাজা ।
  • অচিন্ত্যকুমার সেনগুপ্ত – নীহারিকা দেবী ।
  • আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহ – শহীদুল্লাহ কায়সার ।
  • আবুল ফজল – শমসের উল আজাদ ।
  • আবুল হোসেন মিয়া – আবুল হাসান ।
  • আবদুল মান্নান সৈয়দ – অশোক সৈয়দ ।
  • ঈশ্বরচন্দ্র শর্মা – কস্যচিৎ উপযুক্ত ভাইপো ।
  • এম. ওবায়দুল্লাহ – আসকার ইবনে শাইখ ।
  • কাজী নজরুল ইসলাম – কহলন মিশ্র, রূপকার, বনবুলবুল, ধূমকেতু ।
  • কাজেম আল কোরায়েশী – কায়কোবাদ ।
  • কামিনী রায় – জনৈক বঙ্গ মহিলা ।
  • কালিকানন্দ – অবধূত ।
  • কালীপ্রসন্ন সিংহ – হুতোম পেঁচা ।
  • চারুচন্দ্র চক্রবর্তী – জরাসন্ধ ।
  • জসীমউদ্দীন – জমীরউদ্দীন মোল্লা ।
  • ড. মনিরুজ্জামান – হায়াৎ মামুদ ।
  • মধুসূদন মজুমদার – দৃষ্টিহীন ।
  • নীহাররঞ্জন গুপ্ত – বানভট্ট ।
  • প্রমথ চৌধুরী – বীরবল ।
  • প্রেমেন্দ্র মিত্র – কৃত্তিবাস ভদ্র, লেখরাজ সামন্ত ।
  • প্যারীচাঁদ মিত্র – টেকচাঁদ ঠাকুর ।
  • বিমল মিত্র – জাবালি ।
  • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় – কমলাকান্ত ।
  • বলাইচাঁদ মুখোপাধ্যায় – বনফুল ।
  • বিমল ঘোষ – মৌমাছি ।
  • বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায় – যাযাবর ।

কবি-সাহিত্যিকদের প্রকৃত নাম ও ছদ্মনাম

  • মইনুদ্দিন আহমেদ – সেলিম আল দীন ।
  • মণিশঙ্কর মুখোপাধ্যায় – শংকর ।
  • মণীশ ঘটক – যুবনাশ্ব ।
  • মহাশ্বেতা দেবী – সুমিত্রা দেবী ।
  • মোহিতলাল মজুমদার – কৃত্তিবাস ওঝা, সত্যসুন্দর দাস ।
  • মোহাম্মদ জহিরুল্লাহ – জহির রায়হান ।
  • মোঃ শহীদুল হক – শহীদুল জহির ।
  • মীর মশাররফ হোসেন – গাজী মিঁয়া, উদাসীন পথিক ।
  • মধুসূদন দত্ত – এ নেটিভ ।
  • রবীন্দ্রনাথ ঠাকুর – ভানুসিংহ ।
  • রাজশেখর বসু – পরশুরাম ।
  • শম্ভু মিত্র – প্রসাদ দত্ত, শ্রী সঞ্জীব, সুরঞ্জন চট্টোপাধ্যায় ।
  • শরৎচন্দ্র চট্টোপাধ্যায় – অনিলা দেবী ।
  • শেখ আজিজুর রহমান – শওকত ওসমান ।
  • সতীনাথ ভাদুরি – চিত্রগুপ্ত ।
  • সোমেন চন্দ্র – ইন্দ্রকুমার সোম ।
  • সৈয়দ মুজতবা আলী – প্রিয়দর্শী, ওমর খৈয়ম, মুসাফির, সত্যপীর ।
  • সমরেশ বসু – কালকূট ।
  • সুনীল গঙ্গোপাধ্যায় – নীললোহিত, সনাতন পাঠক ।
  • হরিনাথ মজুমদার – কাঙাল হরিনাথ ।

 

Read More

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *