কাক ও কলসির গল্প

কাক ও কলসির গল্প

সেই বছর গ্রীষ্মকালে প্রচণ্ড গরম পড়েছিল। এমন এক দিনের দুপুরে এক কাক বহুদূর থেকে উড়তে উড়তে আসছিল। অনেকক্ষণ ধরে ওড়ার ফলে তার খুব জল পিপাসা পেল। সে আশেপাশে কোথাও জল আছে কিনা দেখতে লাগলো। কিন্তু সে কোথাও জল পেল না। হঠাৎ একটা কলসি তার চোখে পড়ল। সে তক্ষুনি জল পাওয়ার আশায় নিচে নামল এবং কলসির ওপরে গিয়ে বসলো।

কিন্তু জল কলসীর একদম নিচে পড়েছিল। এই দেখে কাক বিষন্ন হয়ে গেল। কিন্তু আশেপাশে আর কোথাও জলের সন্ধান না পাওয়ায় সে বুদ্ধি খাটাতে লাগলো, যে কিভাবে ওই কলসি থেকে জল বার করা যায়।

প্রথমে ভাবলো সে ওই কলসী কে ধাক্কা মেরে ফেলে দেবে, তাহলে জল কলসির মুখের কাছে চলে আসবে এবং সে খেতে পারবে। আসল কথা হল কলসীটা ছিল খুবই ভারী। তাই কাক, কলসীকে কোনভাবেই ধাক্কা মেরে ফেলতে পারতো না। যাইহোক কাক অনেক চেষ্টা করেও কলসী নড়াতে পারল না।

তাই আরো একবার চিন্তা ভাবনা করল,  সে যদি তার ঠোঁট দিয়ে কলসীটাকে ফুটো করে দিতে পারে তাহলে সে অনায়াসে ওই জল খেতে পারবে। রীতিমতো সে চেষ্টাও করল কিন্তু সেটা এতই শক্ত ছিল যে অনেকবার চেষ্টা করার পরেও সে কলসি ফুটো করতে পারল না বরং সে ফুটো করার চেষ্টা করতে গিয়ে ঠোঁটে আঘাত পেল।

তখন কাক জল খাওয়ার আশা প্রায় ত্যাগ করেই দিয়েছিল, এমন সময়ে সে আর একবার শেষ চেষ্টা করার সিদ্ধান্ত নিল। সে ঠিক করল যে যদি এইবারেও সে অসফল হয় তাহলে সে উড়ে চলে যাবে এবং অন্যত্র জলের খোঁজ করবে। তাই এবার সে একটু অন্যরকম ভাবে বুদ্ধি কাজে লাগাল। সে ঠিক করল যে জলে যদি ছোট ছোট অনেকগুলো পাথর ফেলা যায় তাহলে জল উপরে উঠে আসবে এবং সে ওই জল খেয়ে তার তৃষ্ণা মেটাতে পারবে।

তাই সে ছোট ছোট পাথরের খোঁজ করতে লাগল। আশে পাশে থেকে অনেকগুলো ছোট ছোট পাথর সে একে একে জোগাড় করে কলসির ভিতরে ফেলতে লাগল। কিছুক্ষন পর দেখা গেল কলসির জল সত্যি সত্যি ওপরে উঠে এসেছে। তখন কাক মন ভরে কলসির ভেতরের ঠান্ডা জল পান করলো ও তার গন্তব্য স্থল এর উদ্দেশ্যে রওনা দিল।

 

উপদেশ: সময় যতই খারাপ হোক না কেন হাল ছাড়া উচিত নয়।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *