জেনে নিই শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সম্ভব্য একাদশ।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল পাঁচটায় অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। ত্রিদেশীয় ও ওয়ানডে সিরিজে ব্যর্থতার গ্লানী মোছার সূর্বণ সুযোগ টি-টোয়েন্টি সিরিজ। অথচ টি-টোয়েন্টি সিরিজের আগেই টাইগার শিবিরে প্রধান প্রতিবন্ধক ইনজুরি। আগে থেকেই ইনজুরির কারণে দল থেকে ছিটকে পরেছেন অধিনায়ক সাকিব আল হাসান। এখন নতুন করে যুক্ত হয়েছে তামিম এবং মুশফিকুর রহিম। তাই তাদের দু‘জনকে নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। তার পরেও জয়ের লক্ষে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ।

স্কোয়াডে রাখা হয়েছে নতুন ছয় মুখ। নতুনদের মধ্যে দলে সুযোগের অপেক্ষায় জাকির হোসেন, আফিফ, মেহেদী হাসান, নাজমুল হাসান অপু ও আরিফুল হক।

ওপেনার তামিম ইকবালের বাহুর ঊর্ধ্বাংশে চোট আছে। পিঠের পেশিতেও পেয়েছেন হালকা টান। অন্যদিকে অনুশীলনের সময় কবজিতে চোট পাওয়া মুশফিকুর রহিমকে নিয়েও দেখা দিয়েছে সংশয়।

যতদূর জানা গেছে, দুজনার জন্য দুরকম চিন্তা ভাবনা আছে। দুজনই যদি ইনজুরিতে ছিটকে পড়েন তাহলে মোহাম্মদ মিঠুন আর জাকির হাসানের ভাগ্য খুলে যাবে। তখন দুজনই দলে ঢুকে পড়বেন। তামিম ইকবাল খেলতে না পারলে ড্যাশিং জাকির হাসানকে খেলানোর কথা ভাবা হচ্ছে। আর মুশফিক বাইরে চলে গেলে ঢুকবেন মোহাম্মদ মিঠুন।

এই দুজনার ম্যাচ ফিটনেস নিয়ে সংশয় থাকলেও অন্য নয়জনের মনোনয়ন নাকি প্রায় চূড়ান্ত। যেহেতু লঙ্কান স্কোয়াডে পাঁচ পাঁচজন স্বীকৃত বাঁহাতি ব্যাটসম্যান, তাই দলে বাঁহাতি স্পিনার খেলানোর চিন্তা থেকে অনেকটাই সরে এসেছে টিম ম্যানেজমেন্ট।

প্রথম টি-টোয়েন্টি পরীক্ষিত পেসারদের নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। এই সেক্টরে থাকছেন অভিজ্ঞ মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন ও তরুণ পেসার অলরাউন্ডার সাইফুদ্দিন।

চলুন জেনে নিই কেমন হতে পারে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সম্ভব্য একাদশ।

বাংলঅদেশের সম্ভাব্য একাদশ:

তামিম ইকবাল, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আরিফুল হক, মেহেদি হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *