প্যারীচাঁদ মিত্র এর জীবনী ও সাহিত্যকর্ম 

প্যারীচাঁদ-মিত্র-সংক্ষিপ্ত-জীবনী

প্যারীচাঁদ মিত্র  ছিলেন বাংলা সাহিত্যের অনত্যম লেখক, সাংবাদিক, সংস্কৃতিসেবী, ব্যবসায়ী। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের হাতে বাংলা গদ্যের যে সাধুরূপ গড়ে উঠেছিল, তিনি তা অনুকরণ না করে বাংলা গদ্যের ধারায় এক অভিনব লঘু ভঙ্গির প্রবর্তন করেন।

বিদ্যাসাগরের ভাষার পদবিন্যাসে কিছু মন্থরতা ছিল, অসংখ্য উপবাক্য ব্যবহারে গতি ছিল শিথিল এবং সংস্কৃতির অতিপ্রধান্যের ফলে সৃষ্ট গাম্ভীর্য সাধারণ পাঠকরে বোধগম্যের অন্তরায় সৃষ্টি করে। তিনি তাঁর কিছুটা সমাধান করেছেন। তিনি প্রথমবারের মতো তাঁর উপন্যাসে বাংলা সাহিত্যের প্রচলিত গদ্যরীতির নিয়ম ভেঙ্গে চলিত ভাষারীতি প্রয়োগ করেন। ।

  • বিশিষ্ট এই ঔপন্যাসিক জন্মগ্রহণ করেন – ১৮১৪ সালের ২২ জুলাই।
  • অন্যতম এই লেখকের পৈত্রিক নিবাস – কলকাতা, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত।
  • বিশিষ্ট এই লেখরে পিতার নাম – রামনারায়ণ মিত্র। 
  • বিশিষ্ট এই ঔপন্যাসিকের শিক্ষাজীবন – তিনি শৈশবে একজন গুরুমহাশয়ের নিকট বাংলা, পরে একজন মুন্সির নিকট ফারসি শিখেন। ১৮২৭ সালে তিনি হিন্দু কলেজে ভর্তি হন এবং খ্যাতিমান শিক্ষক হেনরি ডিরোজিওর তত্ত্বাবধানে থেকে শিক্ষা সম্পন্না করেন।
  • তিনি মহিলাদের জন্য একটি সম্পাদনা করেন – মাসিক পত্রিকা।
  •  কর্মজীবন শুরু করেন – ১৮৩৬ সালে কলকাতা পাবলিক লাইব্রেরির ডেপুটি হিসেবে।
  • তিনি অন্যতম উদ্যোক্তা ছিলেন – বেথুন সোসাইটি ও ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটির।
  • জ্ঞানান্বেষণ সভার সদস্য হন তিনি – ১৮৩৮ সালে।
  • তাঁর ইংরেজি ভাষায় রচিত লেখাসমূহ ছাপা হত – ইংলিশম্যান, ইন্ডিয়ান ফিল্ড, ক্যালকাটা রিভিউ, হিন্দু প্যাট্রিয়ট, ফ্রেন্ড অফ ইন্ডিয়া প্রভৃতি পত্রিকায়।
  • পশু-ক্লেশ নিবারণী সভার সদস্য ছিলেন – প্যারীচাঁদ।
  • হেনরি ভিভিয়ান ডিরোজিও এর ছাত্র ছিলেন – প্যারীচাঁদ মিত্র
  • বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিক – প্যারীচাঁদ মিত্র।
  • তাঁর ছদ্মনাম ছিল – টেকচাঁদ ঠাকুর।
  • প্যারীচাঁদ মিত্র যে সব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠনের সম্মানসূচক পদে অধিষ্ঠিত ছিলেন – জাস্টিস অব পিস (১৮৬৩), কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফেলো (১৮৬৪), জেল ও কিশোর অপরাধীদের সংশোধন কেন্দ্রের পরিদর্শক (১৮৬৪), কলকাতা হাইকোর্টের গ্র্যান্ড জুরি (১৮৬৮-১৮৭০), বঙ্গীয় আইন পরিষদের সদস্য (১৮৬৮-১৮৭০), কলকাতা মিউনিসিপ্যাল বোর্ডের অবৈতনিক ম্যাজিস্ট্রেট প্রভৃতি।

প্যারীচাঁদ মিত্র এর জীবনী ও সাহিত্যকর্ম

  • ’আলালের ঘরের দুলাল’ কোন জাতীয় রচনা – উপন্যাস।
  • ’আলালের ঘরের দুলাল’ উপন্যাসের রচয়িতা – প্যারীচাঁদ মিত্র
  • প্যারীচাঁদ মিত্রের রচিত প্রথম গ্রন্থ – ’আলালের ঘরে দুলাল’।
  • ১৮৫৮ সালে-’আলালের ঘরের দুলাল’ পুস্তকারে প্রথম প্রকাশিত হয় ।
  • ’আলালের ঘরের দুলাল’ উপন্যাসের মূল প্রতিপাদ্য – বিত্তশালী বাবুরামের পুত্র মতিলাল অসৎ সংস্পর্শে নষ্ট হয়ে যায় এবং পিতার মৃত্যুর পর হারিয়ে ফেলে। পরে তার নিজের ভুল বুঝতে পেরে সৎ ও ধর্মনিষ্ঠ হয়।
  • উপন্যাসের একটি সৎ চরিত্রের নাম – রামলাল (সে নায়ক মতিলালের ভাই, সে সৎ, আদর্শবান ও ন্যায়নিষ্ঠ)।
  • ’আলালের ঘরের দুলাল’ উপন্যাসের খল চরিত্রের নাম – ঠকচাচা (যার প্রকৃত নাম ‍উপন্যাসে উল্লেখছিল মোকাজান মিয়া)।
  • ’মদ খাওয়া বড় দায়, জাত থাকার কি উপায়’ গ্রন্থের রচয়িতা – প্যারীচাঁদ মিত্র
  • তাঁর রচিত দ্বিতীয় গ্রন্থের নাম – ’মদ খাওয়া বড় দায়, জাত থাকার কি উপায়’।
  • তাঁর রচিত ‘মদ খাওয়া বড় দায়, জাত থাকার কি উপায়’ গ্রন্থটি প্রকাশিত হয় – ১৯৫৯ সালে।
  • তৎকালীন গোঁড়া শ্রেণির ব্যক্তিদের চিত্রঙ্কন করা হয়েছে – ‘মদ খাওয়া বড় দায়, জাত থাকার কি উপায়’ গ্রন্থে।
  • তিনি সক্রিয় সদস্য ছিলেন – ইয়ংবেঙ্গলের।
  •  ‘রামারঞ্জিকা’ গ্রন্থের রচয়িতা – প্যারীচাঁদ মিত্র
  • ’রামারঞ্জিকা’ গ্রন্থটি প্রকাশিত হয় – ১৮৬০ সালে।
  • তাঁর রচিত ‘ডেভিড হেয়ারের জীবনচরিত’ গ্রন্থটি প্রকাশিত হয় – ১৮৭৮ সালে।
  • ’কৃষিপাঠ’ গ্রন্থের রচয়িতা – প্যারীচাঁদ মিত্র।
  • তাঁর রচিত ‘অভেদী’ গ্রন্থটি প্রকাশিত হয় – ১৮৭১ সালে।
  • তাঁর রচিত ‘আধ্যাত্মিকা’ গ্রন্থটি প্রকাশিত হয় – ১৮৮০ সালে।
  • ’কৃষিপাঠ’ গ্রন্থটি প্রকাশিত হয় – ১৮৬১ সালে।‘The Zamindar and royats’ প্রবন্ধের রচয়িতা – প্যারীচাঁদ মিত্র।
  • তিনি ‘The Zamindar and royats’ প্রবন্ধে সমালোচনা করেন – চিরস্থায়ী বন্দোবস্তের। 
  • তাঁর ইংরেজি গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে – ‘A Biographical Sketch of David Hare’ (1877), ‘The Spiritual Stray Leaves’ (1879), ‘Stray Thought of Spiritualism’ (1879), ‘Life of Dewan Ramkamal Sen’ (1880) এবং ‘Life of Coles Worthy Grant’ (1881).
  • ’বামাতোষিণী’ গ্রন্থের রচয়িতা – প্যারীচাঁদ মিত্র।
  • ’বামাতোষিণী’ গ্রন্থটি প্রকাশিত হয় – ১৮৮১ সালে।
  • তাঁর রচিত সর্বশেষ গ্রন্থের নাম – ‘বামাতোষিণী’।
  • নারীশিক্ষার উদ্দেশ্যে রচিত তাঁর গ্রন্থের নাম – ‘বামাতোষিণী’।
  • বিশিষ্ট এই লেখক মৃত্যুবরণ করেন – ১৮৮৩ সালের ২৩শে নভেম্বর কলকাতায়

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *