ডা. মোহাম্মদ লুৎফর রহমান এর জীবনী ও সাহিত্যকর্ম

ডা. মোহাম্মদ লুৎফর রহমান  ছিলেন একজন বাঙালি সাহিত্যিক, সম্পাদক ও সমাজকর্মী । তিনি ডাক্তার মোহাম্মদ লুৎফর রহমান হিসেবে সমধিক পরিচিত ।ডা. মোহাম্মদ লুৎফর রহমান

তিনি মুক্তবুদ্ধির অধিকারী ছিলেন যার প্রভাব তাঁর সাহিত্যচর্চায় ফুটে উঠেছে । তাঁর প্রবন্ধ সহজবোধ্য এবং ভাবগম্ভীর । মহান চিন্তাচেতনার প্রতি আকৃষ্ট হতে মানুষকে উদ্বুদ্ধ করেছেন তিনি । নারী সমাজের উন্নতির জন্য নারীতীর্থ নামে একটি সেবা প্রতিষ্ঠান গঠন এবং নারীশক্তি নামে একটি পত্রিকা প্রকাশ করেছিলেন । তিনি একজন চিন্তাশীল ও ‍যুক্তিবাদী প্রাবন্ধিক হিসেবে পরিচিত হয়েছিলেন ।

  • তিনি জন্মগ্রহণ করেন – ১৮৮৯ সালে ব্রিটিশ ভারত যশোর জেলার মাগুরা মহাকুমার (বর্তমান মাগুরা জেলা) পরনান্দুয়ালী গ্রামে ।
  • বিশিষ্ট এই লেখকের পৈত্রিক নিবাস – তৎকালীন যশোর জেলার মাগুরা মহাকুমার হাজীপুর গ্রাম ।
  • লুৎফর রহমানের পিতার নাম – সরদার মইনউদ্দিন আহমদ ও মাতা শামসুন নাহার ।
  • অন্যতম এই লেখকের শিক্ষাজীবন – ১৯১৫ সালে প্রবেশিকা পাস করেন । এরপর উচ্চ শিক্ষার জন্য তিতি কলকাতায় যান, হুগলী মহসিন কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে ভর্তি হন । কলকাতায় টেলর হোস্টেলে থাকাকালীন তিনি সাহিত্যচর্চায় মনোযোগী হয়ে ওঠেন । ফলে প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রতি তাঁর আগ্রহ কমতে থাকে এবং এফএ পরীক্ষায় তিনি উত্তীর্ণ হতে পারেন নি । পরবর্তীকালে ১৯২১ সালে কৃষ্ণনগর হোমিওপ্যাথিক কলেজ থেকে এইচএম-বি ডিগ্রি লাভ করেন ।
  • তাঁর প্রথম উপন্যাস – ‘সরলা’ ।
  • ’সরলা’ উপন্যাসটি প্রকাশিত হয় – ১৯১৮ সালে ।
  • একটি পথভ্রান্ত নারীর জীবনের সমস্যা এবং প্রতিকূল অবস্থার সঙ্গে তাঁর সংগ্রামের বিবরণ তুলে ধরেছেন – ‘সরলা’ উপন্যাসে ।
  • ’রায়হান’ কোন জাতীয় রচনা – উপন্যাস ।
  • ’রায়হান’ উপন্যাসের রচয়িতা – মোহাম্মদ লুৎফর রহমান
  • ১৯১৯ সালে-’রায়হান’ উপন্যাসটি প্রকাশিত হয় ।
  • আদর্শ নারী-সমাজ গড়ে তোলার লক্ষ্যে ভিন্নধর্মী উপন্যাস ১৯২৭ সালে প্রকশিত হয় – ‘প্রীতি উপহার’  ।
  • ’মানব জীবন’ কোন জাতীয় রচনা – প্রবন্ধগ্রন্থ ।
  • ’মানব জীবন’ প্রবন্ধগ্রন্থের রচয়িতা – মোহাম্মদ লুৎফর রহমান
  • ১৯২৭ সালে -’মানব জীবন’ প্রবন্ধগ্রন্থটি প্রকাশিত হয়  ।
  • ’রানী হেলেন’(১৯৩৪) কোন জাতীয় রচনা – শিশুসাহিত্য ।
  • ’রানী হেলেন’ শিশুসাহিত্যটি রচনা করেন – মোহাম্মদ লুৎফর রহমান ।
  • তাঁর রচিত ’সরলা’(১৯২৫) কোন জাতীয় রচনা – উপন্যাস ।

ডা. মোহাম্মদ লুৎফর রহমান এর জীবনী ও সাহিত্যকর্ম

  • ’পথহারা’ কোন জাতীয় রচনা – উপন্যাস ।
  • তাঁর রচিত ‘পথহারা’ উপন্যাসটি প্রকাশিত হয় – ১৯১৯ সালে ।
  • ’বাসর উপহার’(১৯৩৬) কোন জাতীয় রচনা – উপন্যাস ।
  • তাঁর রচিত ‘ছেলেদের মহত্ত্ব কথা’(১৯২৮) কোন ধরনের রচনা – প্রবন্ধগ্রন্থ ।
  • ’প্রকাশ’ কোন জাতীয় রচনা – কাব্যগ্রন্থ ।
  • তাঁর প্রথম কাব্যগ্রন্থ – ‘প্রকাশ’ ।
  • ’প্রকাশ কাব্যগ্রন্থে কতটি কবিতা ছিল – ৪০ টি । 
  • তাঁর রচিত ’প্রকাশ’ কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় – ১৯১৫ সালে ।
  • ’মানব জীবন’, ’উন্নত জীবন’, ’মহৎজীবন’, ’উচ্চজীবন’, ‘সত্য জীবন’ প্রভৃতি প্রবন্ধ গ্রন্থের রচয়িতা – ডা. মোহাম্মদ লুৎফর রহমান ।
  • তাঁর রচিত ’উন্নত জীবন’ প্রবন্ধ গ্রন্থটি প্রকাশিত হয় – ১৯২৭ সালে ।
  • তাঁর রচিত ‘মহৎজীবন’ প্রবন্ধগ্রন্থটি প্রকাশিত হয় – ১৯২৬ সালে ।
  • ’ফিরে যাও-ফিরে যাও’ কোন জাতীয় রচনা – ছোটগল্প ।
  • তাঁর অন্যান্য ছোটগল্প হলো – ‘পলায়ন’, ‘রানী’, ’অহিংসা’, ’রাজপথ’, ’অমাবস্যা’, ’রোমান্টিক বিয়ে’ ।
  • তাঁর সম্পাদিত পত্রিকা – ‘বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা’ ‘সহচর’ ও ‘নারীশক্তি’ ।
  • তিনি মৃত্যুবরণ করেন – ১৯৩৬ সালের ৩ মার্চ।
  • তিনি কত বছর বয়সে মারা যান – চরম দারিদ্রের মুখোমুখি যক্ষায় আক্রান্ত হয়ে মানবতাবাদী সাহিত্যিক মাত্র ৪৭ বছর রয়সে বিনা চিকিৎসায় নিজ গ্রাম মাগুরার হাজিপুর গ্রামে মৃত্যুবরণ করেন ।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *