প্রেমেন্দ্র মিত্র এর জীবনী ও সাহিত্যকর্ম 

প্রেমেন্দ্র মিত্র র জীবনী - Premendra Mitra Biography

প্রেমেন্দ্র মিত্র এর জীবনী 

সাহিত্যিক ও সাংবাদিক প্রেমেন্দ্র মিত্র । প্রেমেন্দ্র মিত্র সাহিত্য জীবনের শুরুতে কল্লোল গোষ্ঠীর সাথে জড়িত ছিলেন । তিনি বাংলার কাথা, বঙ্গবাণী, সাংবাদ প্রভূতি পত্রিকায় কাজ করতেন ।

প্রেমেন্দ্র মিত্র এর জীবনী 

  • তিনি জন্মগ্রহণ করেন – ১৯০৪ সালে ।
  • ’কবি’ কোন ধরনের রচনা – কাবিতা ।
  • বিখ্যাত ’কবি’ কবিতার রচনা করেন – প্রেমেন্দ্র মিত্র
  • ’প্রথমা’ কী ধরনের রচনা – কাব্যগ্রন্থ ।
  • ’প্রথমা’ কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় – ১৯৩২ সালে ।
  • ’কখনো মেঘ’ কোন জাতীয় রচনা – কাব্যগ্রন্থ ।
  • তাঁর রচিত ‘সাগর থেকে ফেরা’ (১৯৫৬) কোন ধরনের রচনা – কাব্যগ্রন্থ ।
  • ’ফেরারী ফৌজ’ কী ধরনের রচনা – কাব্যগ্রন্থ ।
  • তাঁর রচিত ‘হরিণ চিতা চিল’(১৯৫৯) একটি – কাব্যগ্রন্থ ।
  • ’পঞ্চশর’(১৯২৯) কোন ধরনের রচনা – গল্পগ্রন্থ ।
  • তাঁর রচিত ‘বেগমী বন্দর’ (১৯৩০) একটি – গল্পগ্রন্থ ।
  • ’সম্রাট’ (১৯৪০) কাব্যগ্রন্থের রচয়িতা – প্রেমেন্দ্র মিত্র ।
  • তাঁর রচিত ‘পুতুল ও প্রতিমা’ একটি (১৯৩২) – গল্পগ্রন্থ ।

প্রেমেন্দ্র মিত্র এর জীবনী

  • ’প্রতিশোধ’ কী ধরনের রচনা – উপন্যাস ।
  • ’মৃত্তিকা’ (১৯৩২) কোন জাতীয় রচনা – গল্পগ্রন্থ ।
  • ’পাঁক’ (১৯২৬) একটি – উপন্যাস ।
  • তাঁর রচিত ’ধূলিধূসর’ একটি – গল্পগ্রন্থ ।
  • ’মিছিল’ (১৯৩৩) উপন্যাসের রচয়িতা – প্রেমেন্দ্র মিত্র ।
  • তাঁর রচিত ‘উপনয়ন’ (১৯৩৪) একটি – উপন্যাস ।
  • ’অফুরন্ড’ (১৯৩৫) কোন ধরনের রচনা – গল্পগ্রন্থ ।
  • ’মহানগর’ (১৯৪৩) গল্পগ্রন্থটির রচয়িতা – প্রেমেন্দ্র মিত্র
  • তাঁর রচিত ‘মনুদ্বাশ’ কোন জাতীয় রচনা – উপন্যাস ।
  • ’কুয়াশা প্রতিধ্বনি’ গল্পগ্রন্থের রচয়িতা কে – প্রেমেন্দ্র মিত্র ।
  • তাঁর রচিত ’জলপায়রা’ (১৯৭৫) একটি – গল্পগ্রন্থ ।
  • ’আগামীকাল’ কোন শ্রেণীর রচনা – উপন্যাস ।
  • তাঁর ’আগামীকাল’ উপন্যাসটি প্রকাশিত হয় – ১৯৩৪ সালে ।
  • তিনি মৃত্যুবরণ করেন – ১৯৮৮ সালে ।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *