বৃষ্টি বিলাস (পর্ব-২১)- হুমায়ূন আহমেদ

তুই এত রাগ করছিস কেন? জানি না কেন রাগ করছিআমার ভাল লাগছে নাবাবা আমি উঠলাম। 

বৃষ্টি বিলাসআবদুর রহমান সাহেব চাপা গলায় বললেন, ছেলে যােগাযােগ করার চেষ্টা করতে পারেউল্টাপাল্টা বােঝানাের চেষ্টা করতে পারেএকেবারেই পাত্তা দিবি নাকী সর্বনাশ! আমার মেয়েটাকে আরেকটু হলে একটা পাগলের হাতে তুলে দিচ্ছিলাম

শামা বাবার সামনে থেকে উঠে চলে এল। 

হ্যালাে আমি এশা। 

বুঝতে পারছিতুমি কেমন আছ

আমি ভাল আছিআপনার গলাটা এমন লাগছে কেন ? মনে হচ্ছে আপনি , অন্য কেউ কথা বলছে। 

আমার মন ভাল নেইমন ভাল না থাকলে আমার গলার স্বর বদলে যায়মন ভাল নেই কেন ? বিয়ে ভেঙে গেছে বলে

আতাউর জবাব দিল নাশামা কিছুক্ষণ জবাবের জন্যে অপেক্ষা করলজবাবের জন্যে অপেক্ষা করে ভালই হলােপরের প্রশ্নটা কী করা যায় ভাবার সময় পাওয়া যাচ্ছে কঠিন কঠিন কিছু প্রশ্ন করা উচিতকঠিন প্রশ্নগুলি মাথায় আসছে নাবরং উল্টোটা হচ্ছে, শামার গলা ভার ভার হয়ে আসছে। 

বৃষ্টি বিলাস (পর্ব-২১)- হুমায়ূন আহমেদ

এশা! জিতােমরা সবাই আমাকে খুব খারাপ ভাবছ তাই না? আমি ভাবছি না, তবে অন্যরা ভাবছেতুমি ভাবছ না কেন

কারণ আমি আপনাকে খুব ভাল কখনাে মনে করি নিবাবা মনে করেছেন, এই জন্যেই বাবা মনে কষ্ট পাচ্ছেনআর আপা খুব কষ্ট পেয়েছে। 

সে অবশ্যি কষ্টের কথাটা কাউকে বলে নি, কিন্তু আমি বুঝতে পারি। 

আচ্ছা। 

আমি বয়সে অনেক ছােটকিন্তু আমি কি আপনাকে একটা উপদেশ দেব

দাওআপনার বিয়ে করা উচিত হবে নাআপনিতাে মােটামুটি ধরনের অসুস্থ বেশ অসুস্থআমার কথা কি ভুল

ভুল না আমি যখন অসুস্থ হই, বেশ ভালই অসুস্থ হইআমাকে তালাবন্ধ করে রাখতে হয়অসুখটা সেরে গেলে পুরনাে অনেক কিছু ভুলে যাই। 

এই অসুখ সারবে ডাক্তাররা কি এমন কথা বলেছেন ? | না বলেন নিবরং উল্টোটা বলেছেনবলেছেনবয়সের সঙ্গে সঙ্গে অসুখটা বাড়বে। 

অসুখের ব্যাপারটা গােপন করাটা কি আপনার ঠিক হয়েছে

ঠিক হয় নিখুব অন্যায় হয়েছেঅন্যায়টা করলেন কেন? তােমার আপাকে দেখে মনে হলাে আমার অসুখটা সেরে গেছেআর 

কোনােদিন হবে নাযে অসুখ হবে না আগ বাড়িয়ে সে অসুখের কথা বলতে ইচ্ছা করল না। 

আপার আগে আপনার আরাে একটি মেয়ের সঙ্গে বিয়ের কথা হয়েছিলতাদেরকেও আপনার অসুখের কথা জানান নিমেয়েটিকে দেখেও কি মনে হয়েছিল আপনার অসুখ সেরে গেছে

আতাউর চুপ করে রইলএশা বলল, আচ্ছা থাক, এই প্রশ্নের জবাব দিতে হবে নাআপনি কিছু বলতে চাইলে বলুন, আমি টেলিফোন রেখে দেব। 

আমি তােমার আপার সঙ্গে একটু কথা বলতে চাইতুমি কি ব্যবস্থা করে দেবে ? তাকে দুএকটা কথা বলতে চাই। 

কী কথা ? এটা তােমার আপাকে বলবতােমাকে না। 

আপার সঙ্গে কথা বলার সুযােগ পাবেন নাকারণ আপা আপনার সঙ্গে কখনাে কথা বলবে বলে মনে হয় নাতাছাড়া আপার অন্য জায়গায় বিয়ের কথাবার্তা হচ্ছে ছেলের নাম আশফাকুর রহমানছেলে মেরীলেন্ড ইউনিভার্সিটির টিচারমনে হচ্ছে বিয়েটা হয়ে যাবেএই অবস্থায় কি আপার উচিত আপনার সঙ্গে যােগাযােগ রাখা

বৃষ্টি বিলাস (পর্ব-২১)- হুমায়ূন আহমেদ

উচিত নাআমি আজ রাখি ? আপনি ভাল হয়ে যান এর বেশি আর কী বলব। 

সেটা সম্ভব নাআমি খুবই অসুস্থশােন এশা, তােমার সঙ্গে সরাসরি আমার কখনাে কথা হয় নি শুধু টেলিফোনে কথা হয়েছেশুধুমাত্র তােমার কথা শুনে আমি তােমাকে যে কী পরিমাণ পছন্দ করেছি সেটা একমাত্র আমিই জানিতােমাকে আমার মনে হয়েছে খুবই কাছের একজন। 

এখনাে কি মনে হচ্ছে ? হ্যা, এখনাে মনে হচ্ছেবড় আপার বিয়েতে আপনাকে দাওয়াত দিলে আপনি কি আসবেন

আসবআপনার লজ্জা করবে না

করবেতারপরেও আসবতােমার আপার কাছে শুনেছি তুমি একটা ছেলেকে খুব পছন্দ করতােমরা খুব শিগগিরই নাকি বিয়ে করবেতােমার বিয়েতেও আমি আসবদাওয়াত না করলেও আসব। 

শামা টেলিফোন নামিয়ে রাখল সে অবাক হয়ে লক্ষ করল তার চোখ দিয়ে পানি পড়ছেনিজের ওপরই তার রাগ লাগছেএর কোনাে মানে হয় ? কেন তার চোখ দিয়ে পানি পড়বে

মুত্তালিব সাহেবের কপালে বিন্দু বিন্দু ঘামহাঁটতে তার খুব কষ্ট হচ্ছেতিনি কয়েকবার বলেছেন, শামা ছেড়ে দেআর সম্ভব নাশামা বলেছে, আধঘণ্টা আপনাকে হটানাের কথাআমি আধঘণ্টা হাটাবমুত্তালিব সাহেব হতাশ গলায় বললেন, হাঁটু যে রকম ছিল সে রকমই আছেহেঁটে লাভ কী

লাভ ক্ষতি দেখবেন আপনিআমার আপনাকে হাঁটানাের কথা, আমি হাঁটাব। 

তাের হাঁটানাের কথা কেন ? তােকেতাে কেউ বলে দেয় নি। 

এই কাজটা আমি ইচ্ছা করে নিয়েছিআপনাকে আধঘণ্টা হাঁটালে আমি আধঘণ্টা টেলিফোনে কথা বলতে পারবআমার লাভ আমি দেখছি। 

কাজটা তাহলে নিঃস্বার্থ না ? নাআজকালতাে তােকে টেলিফোন করতে দেখি না। 

এখন দেখেন না পরে দেখবেনআমি কাগজে কলমে হিসাব রাখছি মােট কত ঘন্টা টেলিফোন পাওনা। 

কত ঘণ্টা ? আজকের আধঘণ্টা ধরলে হবে বারাে ঘণ্টাতাের ধৈর্য আছেআধঘণ্টা পার হতে বাকি কত ? এখনাে দশ মিনিটশামা আজ ছেড়ে দেমনে হচ্ছে পাটা হাঁটু থেকে খুলে পড়ে যাচ্ছে খুলে পড়ে গেলেতাে ভালই

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *