রবীন্দ্রনাথ ঠাকুর এর জীবনী ও সাহিত্যকর্ম 

বরপুত্র নোবেল বিজয়ী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর পদচারণে বাংলা সাহিত্যের সকল শাখা ঋদ্ধি লাভ করেছে । কবি, সঙ্গীতঙ্গ, কথাসাহিত্যিক, নাট্যকার, প্রাবন্ধিক, চিত্রশিল্পী, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক ১৯১৩ সালে নবেল পুরস্কারে ভূষিত হন । রবীন্দ্রনাথ ঠাকুর

তিনি শুধু বাংলা ভাষার শ্রেষ্ঠ কবি নন, বাংলা ভাষার শ্রেষ্ঠ বর্ণনামূলক ভাষাবিজ্ঞানীও ।

  • রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন – ৭ মে ১৮৬১ সালে ।
  • রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় জন্মগ্রহণ করেন – কলকাতার জোড়াসাঁকো নামক স্থানের এক সম্ভ্রান্ত পরিবারে।
  • কত বছর বয়সে তাঁর প্রথম কবিতা প্রকাশিত হয় – তেরো বছর ।
  • রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কবিতা কোন পত্রিকায় প্রকাশিত হয় – ‘অমৃতবাজার’ পত্রিকায় ।
  • রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কবিতার নাম – ‘হিন্দুমেলার উপহার’।
  • ‘কবিকাহিনী’– রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম (প্রকাশকাল : ১৮৭৮) ।
  • রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বিতীয় প্রকাশিত কাব্যগ্রন্থের নাম – ‘বনফুল’ (প্রকাশকাল : ১৮৮০)।
  • রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত নাটকের নাম – ‘বাল্মীকি প্রতিভা’ (প্রকাশকাল : ১৮৮১)।
  • ‘বৌ ঠাকুরাণীর হাট ’– রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম (প্রকাশকাল : ১৮৮৩)। 
  • রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত ছোটগল্পের নাম – ’ভিখারীণী’ (প্রকাশকাল : ১৮৭৪)।
  • বাংলা ছোট গল্পের জনক বলা হয় – রবীন্দ্রনাথ ঠাকুরকে ।
  • রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত প্রবন্ধগ্রন্থ – ‘বিবিধপ্রসঙ্গ (১৮৮৩) ।
  • রবীন্দ্রনাথ কোন মহিলা কবিকে বিজয়া নাম দেন – আর্জেন্টিনার ভিক্টোরিয়া ওকাম্পো ।
  • রবীন্দ্রনাথ ঠাকুর আর্জেন্টিনার ভিক্টোরিয়া ওকাম্পেকে উৎসর্গ করেন – ’পূরবী (১৯২৫) কাব্য ।
  • রবীন্দ্রনাথের সর্বশেষ বিদেশ যাত্রা কোন দেশে, কবে – সিংহল, ১৯৩৪ সালে ।
  • প্রথমজীবনে রবীন্দ্রনাথের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য কবিতা – ’নির্ঝরের স্বপ্নভঙ্গ’ (আজ এ প্রভাতে রবির কর/কেমনে পশিল প্রাণের পার) ।

রবীন্দ্রনাথ ঠাকুর এর জীবনী ও সাহিত্যকর্ম 

  • হিন্দু-মুসলিম মিলনের লক্ষ্যে রবীন্দ্রনাথ উৎসবের সূচনা করেন – রাখিবন্ধন ।
  • ভবতারিণী দেবীর তাঁর বিয়ে হয় – ১৯৮৩ সালে ৯ ডিসেম্বর ।
  • রবীন্দ্রনাথের শ্বশুর বাড়ি – বাংলাদেশের খুলনায় ।
  • রবীন্দ্রনাথ ভাবতারিণী দেবীর নাম পাল্টে রাখেন – মৃণালিনী দেবী ।
  • রবীন্দ্রনাথ-মৃণালিনীর সন্তান ছিল – ৫ জন । দুই পুত্র, তিন কন্যা ।
  • রবীন্দ্রনাথের বৌঠান জ্যোতিন্দ্রনাথের পত্নী কাদম্বরী দেবী আত্মহত্যা করেন – ১৯ এপ্রিল ১৮৮৪ সালে ।
  • কবি পত্নি মৃণালিনী দেবীর মৃত্যু হয় – ১৯০২ সালে ।
  • রবী ঠাকুরের ‘রাজর্ষি’ উপন্যাস প্রকাশিত হয় – ‘বালক’ পত্রিকায় ।
  • ’গীতাঞ্জলি’ কাব্য প্রকাশিত হয় – ১৯১০ সালে ।
  • রবী ঠাকুরের গীতাঞ্জলির অনুবাদ ‘Song Offerings’ নামে প্রকাশিত হয় – ১৯২২ সালের নভেম্বরে, ইংলান্ডে ।
  • Song Offerings -এর ভূমিকা লেখেন – ইংরেজ কবি W.B.Yeats. 
  • রবীন্দ্রনাথ কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার লাভ করেন – বাংলা ভাষায় প্রকাশিত গ্রন্থের জন্য নোবেল পুরস্কার দেয়া হয় না । রবীন্দ্রনাথ এই পুরস্কার অর্জন করেন  ‘Song Offerings’ গ্রন্থের জন্য ।
  • রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান –  ১৯১৩ সালের নভেম্বর মাসে ।
  • কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে ডি-লিট উপাধি প্রদান করে – ২৬ ডিসেম্বর ১৯১৩ সালে ।

      রবীন্দ্রনাথ ঠাকুর এর জীবনী ও সাহিত্যকর্ম 

  • শান্তিনিকেতন থেকে রবীন্দ্রনাথের নোবেল পদক চুরি যায় – ২৪ মার্চ ২০০৪ দিবাগত রাতে ।
  • ব্রিটিশ সরকার তাকে নাইটহুড বা ‘স্যার’ উপাধি প্রদান করেন – ৩ জুন ১৯১৫ সালে ।
  • তিনি কেন, কবে তা বর্জন করেন – পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ডের (১৩/৪/১৯১৯) প্রতিবাদে ১৯১৯ সালের এপ্রিলে ।
  • অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তাকে ডি-লিট উপাধি প্রদান করে – ৭ আগস্ট ১৯৪০ সালে ।
  • ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে ডি-লিট উপাধি প্রদান করে – ১৯৩৬ সালে ।
  • কবির ‘শেষলেখা’ – রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পর প্রকাশিত তার শেষলেখা একটি কাব্যগ্রন্থ (১৯৪১) ।
  • রবীন্দ্রনাথ কাজী নজরুলকে উৎসর্গ করেন – ‘বসন্ত’ (প্রকাশ : ফাল্গুন ১৯২৯, ১৯২৩) গীতিনাট্য ।
  • ’মানুষের উপর বিশ্বাস হারানো পাপ’ –কোন প্রবন্ধে রবীন্দ্রনাথ এ কথা বলেছেন – ‘সভ্যতার সংকট’ প্রবন্ধে ।
  • ধ্বনি বিজ্ঞানের উপর লেখা রবীন্দ্রগ্রন্থের নাম – ’শব্দতত্ত্ব’ (১৯০৯) ।

রবীন্দ্রনাথ ঠাকুর এর জীবনী ও সাহিত্যকর্ম 

  • কাজী  নজরুল ইসলাম রবীন্দ্রনাথকে উৎসর্গ করেন – নজরুলের কাব্য রচনার শ্রেষ্ঠ সমাহার ‘সঞ্চিতা’ ।
  • রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ কাব্যসংকলনের নাম – ‘সঞ্চয়িতা’ ।
  • রবীন্দ্রনাথ ঠাকুর সম্পাদিত পত্রিকা – ’সাধনা’ (১৮৯৪), ’ভারতী’ (১৮৯৮), ’বঙ্গদর্শন’ (১৯০১), ’তত্ত্ববোধিনী’ (১৯১১) ।
  • বাংলা সাহিত্যে প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাসের নাম – ’চোখের বালি’ (১৯০৩) ।
  • চোখের বালির প্রদান চরিত্র গুলো – মহেন্দ্র, আশা, বিহারী, বিনোদিনী প্রমুখ ।
  • রবীন্দ্রনাথের কোন গান বাংলাদেশের জাতীয় সঙ্গীত – আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি- গানের প্রথম ১০ পঙক্তি ।
  • এ গানটি রবীন্দ্রনাথের কোন গ্রন্থভুক্ত – গীতবিতানের স্বরবিতান অংশভুক্ত ।
  • এই গানটি রবীন্দ্রনাথের কোন পরযায়ের গান – স্বদেশ পরযায়ের গান ।
  • এই গানের সুরকার – রবীন্দ্রনাথ স্বয়ং । (এই গানে বাউল গগণ হরকরার সুরের প্রভাব পড়েছিল ।
  • বাংলাদেশের কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের কত লাইন বাদ্যযন্ত্রে বাজানো হয় – ৪ লাইন ।
  • এই সঙ্গীত প্রথম প্রকাশিত হয় – বঙ্গদর্শন পত্রিকায় বঙ্গাব্দে ১৩১২ (১৯০৫) ।
  • তিনি মৃত্যুবরণ করেন – ৭ আগস্ট ১৯৪১ অনুসারে ২২ শ্রাবণ ১৩৪৮, দুপুর ১২টা ১০ মিনিট ।
  • রবীন্দ্রনাথ ঠাকুর কতবার ঢাকায় আসেন – ২ বার, প্রথমবার ২১ মে ১৮৯৮ এবং দ্বিতীয়বার ৭ ফেব্রুয়ারি ১৯২৬  ।
  • ঢাকা বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথকে ডিগ্রি প্রদন করে – ডক্টর অব লিটারেচার (ডি.লিট) ।
  • কত তারিখে, কিভাবে এই ডিগ্রি প্রদান করা হয় তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচারয ছিলেন – এ. এফ. রহমান ।
  • ’ফের যদি আসি তবে সিঁধকাঠি সঙ্গে করিয়াই আসিব’। বাক্যটি কোন গল্প হতে নেয়া – ’হৈমন্তী’ ।
  • রবীন্দ্রনাথ ঠাকুর কি ছদ্মনামে পরিচিত – ভানু সিংহ ।
  • কত বছর বয়সে রবীন্দ্রনাথ ‘বনফুল’ কাব্য রচনা করেন – ১৫ বছর ।
  • রবীন্দ্রনাথের ‘হৈমন্তী’ গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় – সবুজপত্র পত্রিকায় ।
  • ’হৈমন্তী’ গল্পের মূল সুর – যৌতুক প্রথার কুফল ।
  • ”যে ধন দিলাম তাহার মূল্য যেন বুঝিতে পার, ইহার বেশি আশীর্বাদ আর নেই।” উক্তিটি কোন গল্পের – ‘হৈমন্তী’ ।
  • ”পটের ছবিটির উপরে সোনার কাঠি লাগিতেই সে আমার জীবনের মধ্যে জাগিয়া উঠিল।” উক্তিটি কোন রচনার – ‘হৈমন্তী’ ।

রবীন্দ্রনাথ ঠাকুর এর জীবনী

  • হৈমন্তীর বয়স – সতেরো ।
  • ”বুকের রক্ত দিয়া আমাকে যে একদিন দ্বিতীয় সীতা-বিসর্জনের কাহিনী লিখিতে হইবে সে কথা কে জানিত।” বাক্যটি কোন রচনার এবং কার – হৈমন্তী, গল্পের নায়ক অপুর ।
  • ”আমি পাইলাম, আমি ইহাকে পাইলাম” এখানে কাকে পাওয়ার কথা বলা হয়েছে – হৈমন্তীকে ।
  • তৎকালীন হিন্দু সমাজে কত বছর বয়সী কন্যাকে গৌরী বলা হতো – আট বছর বয়সী ।
  • ”ফের যদি আসি, তবে সিঁধকাঠি সঙ্গে করিয়াই আসিব।” এটি কোন ধরনের বাক্য – জটিল বাক্য ।
  • ’সোনারতরী’ কবিতাটি কোন ঋতুর কথা উল্লেখ আছে – বর্ষা ।
  • সোনারতরী কবিতাটি কোন ছন্দের লেখা – মাত্রাবৃত্ত ।
  • পাঠ্যবই এ ছাপানো ‘সোনারতরী’ কবিতায় মোট কতটি লাইন আছে – ৪২ টি ।
  • কবির ‘শেষলেখা’ – রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পর প্রকাশিত তার শেষলেখা একটি কাব্যগ্রন্থ (১৯৪১) ।
  • ’চন্দরা’ চরিত্রের স্রষ্টা – রবীন্দ্রনাথ ঠাকুর ।
  • রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদি বসতি ছিল – খুলনার দক্ষিণ ডিহি ।
  • রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন কত সালে – ১৯২৬ সালে ।
  • রবীন্দ্রনাথের কোন কাব্যে ‘একজন কবির সঙ্গে শিল্পীকে’ দেখা যায় – ’মানসী’ ।
  • ’মা’, তোর বদনখানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি’ চরণটির রচয়িতা – রবীন্দ্রনাথ ঠাকুর ।
  • ”মরণ রে তুঁহু মম শ্যাম সমান” চরণটির রচয়িতা – রবীন্দ্রনাথ ঠাকুর ।

    রবীন্দ্রনাথ ঠাকুর এর জীবনী

  • ’শেষের কবিতা’ কি জাতীয় রচনা – উপন্যাস ।
  • ’পোস্টমাস্টার’ ছোট গল্পটির রচয়িতা – রবীন্দ্রনাথ ঠাকুর ।
  • কোন চরিত্র দুটি রবীন্দ্রনাথের ‘ঘরে-বাইরে’ উপন্যাসের – অমিত-লাবণ্য ।
  • ”তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি” –রবীন্দ্রনাথের কোন কাব্যের অন্তর্গত – ’শেষলেখা’ ।
  • রবীন্দ্রনাথের জন্ম কত খ্রিস্টাব্দে – ১৮৬১ ।
  • ’ছবি’ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত – ’বলাকা’ ।
  • ’ভানুসিংহ ঠাকুরের পদাবলি’ এর রচয়িতা – রবীন্দ্রনাথ ঠাকুর ।
  • ’চতুরঙ্গ’ গ্রন্থটির রচয়িতা – রবীন্দ্রনাথ ঠাকুর ।
  • বাংলা সাহিত্যে ‘বিশ্বকবি’ হিসেবে পরিচিত – রবীন্দ্রনাথ ঠাকুর ।
  • ’হিং টিং ছট’ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থ হতে নেয়া হয়েছে – ‘সোনার তরী’ ।
  •  Rabindranath Tagore got Noble Prize for his – ‘Gitanjali’ . 
  • ’ভানুসিংহ ঠাকুরের পদাবলী’র ভাষা – ব্রজবুলি ।
  • কবি রবিঠাকুরের স্মৃতিবিজড়িত শিলাইদহ কোন জেলায় – কুষ্টিয়া ।
  • ”আমি এ কথা, এ ব্যথা, সুখব্যাকুলতা কাহার চরণতলে দিব নিছনি।” রবীন্দ্রনাথের এ গানে ”নিছনি” কী অর্থে ব্যবহৃত হয়েছে – পূজা অর্থে ।
  • গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সম্পাদনা করেছেন – ডব্লিউ. বি. ইয়েটস ।
  • রবীন্দ্রনাথ ঠাকুরের অতিপ্রাকৃত গল্প – ’ক্ষুধিত পাষাণ’ ।
  • রবীন্দ্রনাথ ঠাকুরের ’নির্ঝরের স্বপ্নভঙ্গ’ কবিতায় কবির উপলদ্ধি হচ্ছে – ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময় ।
  • কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম-শতবার্ষিকী পালিত হয় – ১৯৬১ সালে ।
  • বাংলায় টি.এস. এলিয়টের কবিতার প্রথম অনুবাদক – রবীন্দ্রনাথ ঠাকুর ।
  • রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যে গতিতত্ত্বের প্রকাশ ঘটেছে – ‘বলাকা’ ।
  • ’কালান্তর’ শীর্ষক প্রবন্ধ গ্রন্থের রচয়িতা – রবীন্দ্রনাথ ঠাকুর ।
  • ’ঠাকুর’ পরিবারের আসল পদবি ছিল – কুশারী ।
  • কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর-এর জন্মদিন – ২৫ বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দ ।
  • রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম তারিখ ২৫ বৈশাখ ১৮৬১ সালের মে মাসের কোন তারিখ ছিল – ৭ ।
  • ২৫ বৈশাখ কার জন্ম দিন – কবি রবীন্দ্রনাথ ঠাকুর । 

     জীবনী ও সাহিত্যকর্ম 

  • রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু দিবস – ২২ শ্রাবণ ।
  • ২২ শ্রাবণ কেনো স্মরণীয় – কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস ।
  •  Which Bengali poet was awarded the title ‘Knight’? – Rabindra Nath Tagore. 
  • রবীন্দ্রনাথ ’নাইট’ উপাধি ত্যাগ করেন – ১৯১৯ সালে ।
  • বিশ্বকবি রবীন্দ্রনাথ বিশ্ব বিজ্ঞানী এর সাথে দর্শন, মানুষ ও বিজ্ঞান নিয়ে আলাপচারিতা করেছিলেন – আইনস্টাইন ।
  • ’বিশ্বাভারতী’ প্রতিষ্ঠা করেন – রবীন্দ্রনাথ ঠাকুর ।
  • বাংলা গীতিকবিতার পুনর্বিকাষ ঘটে – রবীন্দ্রনাথের হাতে ।
  • ’সবুজের অভিযান’ রবীন্দ্রনাথের কোন কাব্য হতে সংকলিত – ’বলাকা’ ।
  • রবীন্দ্রনাথের বিখ্যাত ‘সাজাহান’ কবিতাটি তার কোন কাব্যে স্থান পেয়েছে – ’বলাকা’ ।
  • ’খেয়া’ রবীন্দ্রনাথের একটি – নাটক ।
  • রবীন্দ্রনাথের ’পুনশ্চ’ কোন ধরনের গ্রন্থ – কাব্যগ্রন্থ ।
  • ’বাংলার মাটি বাংলার জল’ সনেটটি কার রচনা – রবীন্দ্রনাথ ঠাকুর ।
  • বাংলা সাহিত্যের একটি বিখ্যাত কবিতা ’১৪০০ সাল’ এর রচয়িতা – রবীন্দ্রনাথ ঠাকুর ।
  • সাহিত্যে নোবেল পুরস্কার পান প্রথম ভারতীয় – রবীন্দ্রনাথ ঠাকুর ।
  • রবীন্দ্রনাথের শেষের কবিতা – একটি রোমান্টিক উপন্যাস ।
  • ’গোরা’ উপন্যাস কার লেখা – রবীন্দ্রনাথ ঠাকুর ।
  • রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাসে কোন ভাষাবিদের নাম পাওয়া যায় – হরপ্রসাদ শাস্ত্রী ।
  • ’শেষের কবিতা’ উপন্যাসের নায়ক – অমিত রায় ।
  • ’ঘরের বাইরে’ উপন্যাসের মূল উপজীব্য হলো – ব্রিটিশ ভারতের রাজনীতি ।
  • ’চতুরঙ্গ’ গ্রন্থ একটি – উপন্যাস ।

     জীবনী ও সাহিত্যকর্ম 

  • রবীন্দ্রনাথ ঠাকুর  ‘কালের যাত্রা’ নাটকটি উৎসর্গ করেন – শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে ।
  • ’রক্তকবরী’ কি – রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক ।
  • ’রক্তকবরী’ নাটকটি কার লেখা – রবীন্দ্রনাথ ঠাকুর ।
  • কোনটি নাট্যগ্রন্থ – ’রক্তকবরী’ ।
  • ’নৌকাডুবি’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি – উপন্যাস ।
  • রবীন্দ্রনাথ ঠাকুরের ‘উর্বশী’ কবিতাটি কোন কাব্যের অন্তর্গত – ’চিত্রা’ ।
  • ’বিদায় অভিশাপ’ কবিতাট কার লেখা – রবীন্দ্রনাথ ঠাকুর ।
  • কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক উপন্যাস – ‘গোরা’ ।
  • ’তাপসী’ নাটকটি রচনা করেন – রবীন্দ্রনাথ ঠাকুর ।
  • ’তাসের দেশ’ নাটকটির রচয়িতা – রবীন্দ্রনাথ ঠাকুর ।
  • রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কোন রচনাটি নেতাজী সুভাষ চন্দ্র বসুকে উৎসর্গ করেন – ‘তাসের দেশ’ ।
  • রবীন্দ্রনাথের সাংকেতিক নাটক হলো – ’ডাকঘর’ ।
  • ’চিরকুমার সভা’ নাটকটির রচয়িতা – রবীন্দ্রনাথ ঠাকুর ।
  • ’বিসর্জন’ কার রচনা – রবীন্দ্রনাথ ঠাকুর ।
  • বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্পকার হলেন – রবীন্দ্রনাথ ঠাকুর ।
  • ’গল্পগুচ্ছের’ লেখক – রবীন্দ্রনাথ ঠাকুর ।
  • যৌতুক প্রথা প্রাধান্য পেয়েছে কোন গল্পে – ’হৈমন্তী’ ।
  • রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত গদ্যগ্রন্থ – ’য়ুরোপ প্রবাসী পত্র’ ।
  • ’জীবনস্মৃতি’ কার আত্মজীবনী – রবীন্দ্রনাথ ঠাকুর ।
  • ’পঞ্চভূত’ কার লেখা – রবীন্দ্রনাথ ঠাকুর ।
  • ’দেনাপাওনা’ উপন্যাস ও ’দেনাপাওনা’ ছোটগল্পের লেখক যথাক্রমে – শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও রবীন্দ্রনাথ ঠাকুর ।
  • ’রক্তকরবী’ ও ’রক্তাক্ত প্রান্তর’ লিখেছেন যাথাক্রমে – রবীন্দ্রনাথ ঠাকুর ও মুনীর চৌধুরী ।
  • রবীন্দ্রনাথের কোন গল্পটি উপন্যাসধর্মী, কোন উপন্যাসটি ছোট গল্পধর্মী – ’নষ্টনীড়’ উপন্যাসধর্মী ছোটগল্প, ’চতুরঙ্গ’ ছোট গল্পধর্মী উপন্যাস ।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *