রাবেয়া খাতুন এর জীবনী ও সাহিত্যকর্ম

রাবেয়া  খাতুন ঢাকার বিক্রমপুরে তার মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। তবে, তার পৈতৃক বাড়ি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় অবস্থিত ষোলঘর গ্রামে৷ তার বাবা মৌলভী মোহাম্মদ মুল্লুক চাঁদ এবং মা হামিদা খাতুন। আরমানিটোলা বিদ্যালয় থেকে প্রবেশিকা (বর্তমানে মাধ্যমিক) পাস করেন ১৯৪৮ সালে। রক্ষণশীল মুসলিম পরিবারের মেয়ে হওয়ায় বিদ্যালয়ের গন্ডির পর তার প্রাতিষ্ঠানিক শিক্ষাগ্রহণ বন্ধ হয়ে যায়।তাঁর লেখনীতে পুরান ঢাকার আদি অধিবাসীদের ইতিহাস, জীবনযাত্রা, পেশা, সামাজিক জীবনে সংঘর্ষ, শান্ডি, ইচ্ছা, বিবেচনা, আকর্ষণ প্রভৃতি বিষয় তুলে আনা হয়েছে । রাবেয়া খাতুন রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক জনপ্রিয় উপন্যাস মেঘের পর মেঘ  অবলম্বনে বিখ্যাত চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলাম ২০০৪ সালে নির্মাণ করেন চলচ্চিত্র মেঘের পরে মেঘ। এবং ২০১১ সালে তার আরেকটি জনপ্রিয় উপন্যাস মধুমতি অবলম্বনে পরিচালক শাহজাহান চৌধুরী একই শিরোনামে নির্মাণ করেন চলচ্চিত্র মধুমতি।লেখালেখির পাশাপাশি রাবেয়া খাতুন শিক্ষকতা করেছেন। সাংবাদিকতাও করেছেন। 

রাবেয়া খাতুন

  • তিনি জন্মগ্রহণ করেন – ১৯৩৫ সালে ।
  • ’মধুমতি’ কোন জাতীয় রচনা – উপন্যাস ।
  • ’মধুমতি’ উপন্যাসের রচয়িতা কে – রাবেয়া খাতুন ।
  • ১৯৬৫ সালে -’মধুমতি’ উপন্যাসটি প্রকাশিত হয়  ।
  • ’বায়ান্ন গলির এক গলি’ কোন জাতীয় রচনা – উপন্যাস ।
  • তাঁর রচিত ‘সাহেব রাজার’ (১৯৬৯) কোন জাতীয় রচনা – উপন্যাস ।
  • ’অনেক জনের একজন’ কোন ধরনের রচনা – উপন্যাস ।
  • ’অনেক জনের একজন’ উপন্যাসের রচয়িতা – রাবেয়া খাতুন ।
  • ’মন এক শ্বেত কপোতী’ (১০৬৭) কোন জাতীয় রচনা – উপন্যাস ।
  • তাঁর রচিত ‘রাজাবাগ সালিমারবাগ’ (১৯৫৯) একটি – উপন্যাস 
  • ’অনন্ড অন্বেষণ ‘ (১৯৬৭) কোন জাতীয় রচনা – উপন্যাস ।
  • ’জীবনের আরেক নাম’ উপন্যাসের রচয়িতা  – রাবেয়া খাতুন ।
  • ’হানিফের ঘোড়া’ কোন জাতীয় রচনা – উপন্যাস ।
  • ’মোহর আলী’  একটি – উপন্যাস ।
  • মোহর আলী’ উপন্যাসটির রচয়িতা  কে – রাবেয়া খাতুন ।
  • তাঁর রচিত ‘পাখিসব করে রব’ প্রকাশিত হয় – ১৯৮৭ সালে ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *