শহীদ কাদরী এর জীবনী ও সাহিত্যকর্ম

শহীদ কাদরী এর জীবনী

তিনি ছিলেন বাংলা ভাষার গুরুত্বপূর্ণ কবি ও লেখক। জীবনযাপন ও কবিতাকে তিনি এক সূত্রে গ্রথিত করেছিলেন। মানুষ হিসেবে এবং কবিতায় ছিলেন চৌকস কিন্তু বাউন্ডলে, বুদ্ধিদীপ্ত কিন্তু খামখেয়ালি। তিনি পরবর্তীকালের বাঙালি কবিদের মধ্যে উল্লেখযোগ্য যিনি নাগরিক-জীবন সম্পর্কিত শব্দ চয়নের মাধ্যমে বাংলা কবিতায় নাগরিকতা ও আধুনিকতাবোধের সূচনা করেছিলেন।শহীদ কাদরী এর জীবনী ও সাহিত্যকর্ম

তিনি আধুনিক নাগরিক জীবনের প্রাত্যহিক অভিব্যক্তির অভিজ্ঞতাকে কবিতায় রূপ দিয়েছেন। ‍দেশপ্রেম, অসাম্প্রদায়িকতা, বিশ্ববোধ এবং প্রকৃতি ও নগর জীবনের অভিব্যক্তি তাঁর কবিতার ভাষা, ভঙ্গি ও বক্তব্যেকে বৈশিষ্ট্যায়িত করেছে। শহর এবং তাঁর সভ্যতার বিকারকে তিনি ব্যবহার করেছেন তাঁর কাব্যে। তাঁর অনুভূতির গভীরতা, চিন্তার সুক্ষ্ণতা ও রূপগত পরিচর্যর পরিচয় সুস্পষ্ট।

  • বিশিষ্ট এই কবি জন্মগ্রহণ করেন – ১৪ আগস্ট, ১৯৪২ সালে।
  • অন্যতম এই লেখকের জন্ম – তিনি ব্রিটিশ ভারতের (বর্তমানে ভারত) রাজধানী কলিকাতা শহরের পার্ক সার্কাসে জন্ম নেন।
  • তাঁর শৈশব কাটান – কলিকাতা শহরে।
  • তিনি ঢাকায় চলে আসেন – ১৯৫২ সালের দিকে দশ বছর বয়সে।
  • ১৯৭৮ সালে – তিনি প্রবাসজীবন শুরু করেন।
  • তিনি প্রবাসি ছিলেন – আমেরিকার।
  • ’নাগরিক কবি’ হিসেবে খ্যাত – শহীদ কাদরী
  • তাঁর কাব্যগ্রন্থের সংখ্যা – ৪টি।
  • ১২৬টি – তাঁর কবিতার সংখ্যা ।
  • তাঁর প্রথম কবিতা – পরিক্রমা’।
  • ‘পরিক্রমা’ শিরোনামে তাঁর প্রথম কবিতা রচনা করেন – ১৯৫৩ সালে।
  • তাঁর প্রথম কবিতা ‘পরিক্রমা’ রচনা করেন – এগারো বছর বয়সে।
  • ’পরিক্রমা’ কবিতাটি প্রকাশিত হয় – মহিউদ্দিন সম্পাদিত ‘স্পন্দন’ কাগজে।
  • ’উত্তরাধিকার’ কোন জাতীয় রচনা – কাব্যগ্রন্থ।
  • ’উত্তরাধিকার’ কাব্যগ্রন্থটি রচনা করেন – শহীদ কাদরী

শহীদ কাদরী এর জীবনী ও সাহিত্যকর্ম

  • ’উত্তরাধিকার’ কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় – ১৯৬৭ সালে।
  • তাঁর প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ – ‘উত্তরাধিকার’।
  • তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘উত্তরাধিকার’ রচনা করেন –পঁচিশ বছর বয়সে।
  • কাব্যগ্রন্থ – ’তোমাকে অভিবাদন প্রিয়তমা’ কোন জাতীয় রচনা ।
  • ’তোমাকে অভিবাদন প্রিয়তমা’ কাব্যগ্রন্থটির রচনা – শহীদ কাদরী।
  • ’তোমাকে অভিবাদন প্রিয়তমা’ কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় – ১৯৭৪ সালে।
  • তিনি বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদে লেখেন – ‘হস্তারকের প্রতি’ নামক কবিতা।
  • তাঁর ‘হস্তারকের প্রতি’ কবিতাটি লেখেন – ১৯৭৫ সালে।
  • ’কোথাও কোনো ক্রন্দন নেই’ কোন জাতীয় রচনা – কাব্যগ্রন্থ।
  • তাঁর রচিত ‘কোথাও কোনো ক্রন্দন নেই’ কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় – ১৯৭৮ সালে।
  • ’আমার চুম্বনগুলো পৌঁছে দাও’ কোন জাতীয় রচনা – কাব্যগ্রন্থ।
  • ’আমার চুম্বনগুলো পৌঁছে দাও’ কাব্যগ্রন্থের রচয়িতা – শহীদ কাদরী।
  • ২০০৯ সালে – ’আমার চুম্বনগুলো পৌঁছে দাও’ কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়।
  • তাঁর সংকলনের মধ্যে রয়েছে – ‘শদীদ কাদরীর কবিতা’ এবং ’তোমার জন্যে’ প্রভৃতি।
  • তিনি ‘একুশে পদক’ লাভ করেন – ২০১১ সালে।
  • তিনি ’বাংলা একাডেমি পুরস্কার’ লাভ করেন – ১৯৭৩ সালে।
  • বিশিষ্ট এই লেখক মৃত্যুবরণ করেন – ২৮ আগস্ট, ২০১৬ সালে (বয়স-৭৪)।

 

Read More

দীনবন্ধু মিত্র এর জীবনী ও সাহিত্যকর্ম

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *