শামসুর রাহমান এর জীবনী ও সাহিত্যকর্ম

Shamsur Rahman

শামসুর রাহমান এর জীবনী ও সাহিত্যকর্ম

কবি শামসুর রাহমান ঢাকায় জন্মগ্রহণ করেন । কবির পিতার বাড়ি নরসিংদী জেলার রায়পুরার পাহাড়তলী গ্রামে । বাংলাদেশের সমকালের কবিগনের মধ্য তাঁকে শ্রেষ্ঠ মনে করা হয় । বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে তিনি ‘মজলুম আদিব’ ছদ্মনামে কবিতা লিখতেন ।

শামসুর রাহমান

  • শামসুর রাহমান জন্মগ্রহণ করেন – ২৪ অক্টোবর ১৯২৯ সালে ।
  • শামসুর রাহমান কোথায় জন্মগ্রহণ করেন – মাতুলালয় ঢাকার (পুরনো ঢাকার) মাহুতটুলিতে ।
  • ’একটি ফটোগ্রাফ’ কবিতাটির লেখক – শামসুর রহমান ।
  • ’একটি ফটোগ্রাফ’ কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থের অন্তর্গত – ‘এক ফোঁটা কেমন অনল’ ।
  • ’এক ফোঁটা কেমন অনল’ রচনাটি প্রকাশিত হয় – ১৯৮৬ সালে ।
  • ’একটি ফটোগ্রাফ’ কবিতাটি কোন ছন্দে রচিত – মুক্তক অক্ষরবৃত্ত ছন্দে ।
  • শামসুর রাহমানের ডাক নাম – বাচ্চু ।
  • ’আসাদের শার্ট’ কবিতার লেখক – শামসুর রাহমান ।
  • ’নিরালোকে দিব্যরথ’ রচনাটির লেখক – শামসুর রাহমান ।
  • ’স্বাধীনতা তুমি’ কবিতাটি রচনা করেন – শামসুর রাহমান ।
  • ’বিধ্বস্ত নীলিমা’ গ্রন্থটির রচয়িতা – শামসুর রাহমান ।
  • বাংলাদেশের সাহিত্যে শামসুর রাহমানের পরিচয় – কবি ।
  • ’বন্দী শিবির থেকে’ এর রচয়িতা – শামসুর রাহমান ।
  • মুক্তিযুদ্ধ ভিত্তিক শামসুর রাহমানের কাব্যগ্রন্থটি হলো – ’বন্দী শিবির থেকে’ ।
  • ’তুমি আসবে বলে হে স্বাধীনতা’ কার রচনা – শামসুর রাহমান ।
  • ’স্মৃতি ঝলমল সুনীল মাটির কাছে আমার অনেক ঋণ আছে’- গানটি রচনা করেন – শামসুর রাহমান ।

শামসুর রাহমান এর জীবনী ও সাহিত্যকর্ম

  • ’উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ’ কার লেখা – শামসুর রাহমান ।
  • কবি শামসুর রাহমানের সময়কাল – ১৯২৯ – ২০০৬ ।
  • ’নিরালোকে দিব্যরথ’ কাব্যগ্রন্থটি কার লেখা – শামসুর রাহমান ।
  • ’নিজ বাসভূমে’ কার রচনা – শামসুর রাহমান ।
  • ’বন্দী শিবির থেকে’ এর বন্দী কে – শামসুর রাহমান ।
  • ’রৌদ্র করোটিতে’ কাব্যের রচয়িতা – শামসুর রাহমান ।
  • কবি শামসুর রাহমান কোন জেলায় জন্মগ্রহণ করেন – ঢাকা জেলায় ।
  • ’বাংলাদেশ স্বপ্ন দ্যাখে’ কাব্যগ্রন্থটি কোন কবির রচনা – শামসুর রাহমান ।
  • ’প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে’ কাব্যগ্রন্থটির রচয়িতা – শামসুর রাহমান ।
  • শামসুর রাহমানের প্রথম কাব্যগ্রন্থ – ‘প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে’ ।
  • ’দুঃসময়ের মুখোমুখি কার লেখা – শামসুর রহমান ।
  • ’প্রতিদিন ঘরহীন ঘরে’ কাব্যগ্রন্থটির রচয়িতা – শামসুর রাহমান ।
  • শামসুর রাহমানের কবিতা বইয়ের নাম – ’প্রতিদিন ঘরহীন ঘরে’ ।
  • শামসুর রাহমানের বিখ্যাত গ্রন্থ – ’বিধ্বস্ত নীলিমা’ ।
  • ’এলাটিং বেলাটিং’ একটি – শিশুতোষ ।
  • ’ধান ভানলে কুড়ো দেব’ শিশুতোষ গ্রন্থের প্রণেতা – শামসুর রাহমান ।
  • ’এলাটিং বেলাটিং’ শিশুতোষ গ্রন্থের লেখক – শামসুর রাহমান ।
  • ’কালের ধুলোয় লেখা’ একটি – আত্মজীবনী ।
  • শামসুর রাহমানের আত্মজীবনী – ‘কালের ধুলোয় লেখা’ ।
  • তিনি কি কি পুরস্কার লাভ করেন – ‘আদমজী পুরস্কার’ (১৯৬৩), ’বাংলা একাডেমি পুরস্কার’ (১৯৬৫), ’একুশে পদক’ (১৯৭৭), ’স্বাধীনতা পুরস্কার’ (১৯৯১) । কলকাতা বিশ্ববিদ্যালয় ও যাদবপুর বিশ্ববিদ্যালয় তাঁকে সম্মানসূচক ডি. লিট ‍উপাধিতে ভূষিত করে ।
  • ’নাগরিক কবি’ বলা হয় – শামসুর রাহমানকে ।

শামসুর রাহমান এর জীবনী ও সাহিত্যকর্ম

  • শামসুর রাহমানের আত্মজীবনী প্রকাশিত হয় – ২০০৪ সালে ।
  • ’স্মৃতির শহর’ কার রচনা – শামসুর রাহমান ।
  • অক্টোপাস’ একটি – উপন্যাস ।
  • ’অক্টোপাস’ উপন্যাসটির রচয়িতা – শামসুর রাহমান ।
  • ’এলো সে অবেলায়’ এর রচয়িতা – শামসুর রাহমান ।
  • শামসুর রাহমান রচিত ‘এলো সে অবেলায়’ একটি – উপন্যাস ।
  • ’কবিতা এক ধররেন আশ্রয়’ প্রবন্ধটির রচয়িতা – শামসুর রাহমান ।
  • ’আমৃত্যু তার জীবনানন্দ’ রচনাটির লেখক – শামসুর রাহমান ।
  • ’অদ্ভুদ আঁধার এক’ উপন্যাসের রচয়িতা – শামসুর রাহমান ।
  • ’শূন্যতায় তুমি শোকসভা’ রচনা করেন – শামসুর রাহমান ।
  • ’এক ধরনের অংকার’ এর লেখক – শামসুর রাহমান ।
  • ’বিধ্বস্ত নীলিমা’ কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় – ১৯৬৭ সালে ।
  • ’পশুশ্রম’ একটি – কবিতা ।
  • ’পশুশ্রম’ কবিতাটির রচয়িতা – শামসুর রহমান ।
  • ’নিয়ত মস্তাজ’ শামসুর রাহমান রচিত – উপন্যাস ।
  • ’গোলাপ ফুটে খুকির হাতে’ শামসুর রাহমান রচিত একটি – শিশুতোষ ।
  • ’এ আমার ছোট ছেলে, যে নেই এখন, পাথরের টুকরোর মতন ডুবে গেছে আমাদের গ্রামের পুকুরের বছর-তিনে আগেকার- ডাকা গ্রীষ্মের দুপুরে।’ কোন কবিতার অংশ – ’একটি ফটোগ্রাফ’ ।
  • ’স্বাধীনতা তুমি, রবি ঠাকুরের অজয় কবিতা ।’ পঙক্তিটি কোন কবিতার – ’স্বাধীনতা তুমি’ ।
  • তিনি মৃত্যুবরণ করেন – ১৭ আগস্ট ২০০৬ সালে ।
  • Which of the following is a book by poet Shamsur Rahman? – Bondi Shibir Theke.

 

 

 

 

 

 

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *