হুমায়ন আহমেদ এর হিমুর দ্বিতীয় প্রহর খন্ড-১৩

ইয়াসমিন। 

উনি কী সরাসরি আপনার সঙ্গে কথা বলেন না প্ল্যানচেটের মাধ্যমে তাঁকে 

আনতে হয়

হিমুর দ্বিতীয় প্রহর

মানিব্যাগ নিয়ে রাতে আপনি যখন এসেছিলেন তখন আপনার একরকম ছিলএখন অন্য রকম। 

আমি বললাম, তাজমহল দিনের একেক আলোয় একে নহত যায়মানুষ তাে তাজমহলের চেয়েও অনেক উন্নত শিল্পকর্ম মানুষেরবদলানাের কথা। 

আমার ধারণা ছিল আপনি মানুষ নাএখন কী ধারণা আমি মানুষ

আশরাফুজ্জামান সাহেব সরু চোখে তাকিয়ে রইলেনতার চোখেমা. লমান তাসলিমনে হচ্ছে তিন অ| মার ব্যাপারে এখন সংমি না লিট তামিম লললাম, একদিন দিনের বেলী এসে আপনাকে দেখাব লাদেন ভাল আমার ছায়া পড়ে। 

আশরাফুজ্জামান সাহেব নীচু গলায় বললেন, মানুষ না, কিন্তু মানুষের মতাে জীবনের ওঁ দুনিয়া পড়ে। 

তাই নাকি? *জিএরা মানুষদের মধ্যেই বাস করেআচ্ছা‘ 

আমি অনেক কিছু জানি, কিন্তু কাউকে মন খুলে বলতে পারি নাকেউআমার কথা বিশ্বাস করবে নাপাগল ভাববেমীরাকেও আমি তেমন কিছু বলিল 

তিনি নীচু গলায় বললেন, শুরুতে প্ল্যানচেট করে আনতাম। এখন নিজেই আসে যা বলার সরাসরি বলে । 

তাকে চোখে দেখতে পান?সব সময় পাই নাহঠাৎ হঠাৎ দেখা পাইআপনি বােধহয় আমার নেনা কণা বিশ্বাস করছেন নাঅবিশ্বাসের একটা হাসি আপনার ঠোটে।’ আমি আপনার সব কথাই বিশ্বাস করছিআমি তো মিসির আলি না যেসব কথা অবিশ্বাস করবআমি হচ্ছি হিমুহিমুর মূলমন্ত্র হচ্ছে বিশ্বাসে মিলায়বস্তু, তর্কে বহুদূর” 

হিমুর দ্বিতীয় প্রহর খন্ড-১৩

মিসির আলি কে?” 

আছেন একজনতাঁর মূলমন্ত্র হচ্ছে তর্কে মিলায় বস্তু, বিশ্বাসে বহুদূর তার ধারণা জীবনাটা অঙ্কের মাতাএকের সঙ্গে এক যােগ করলে সব সময় দুই হবেকখনাে তিন হবে না।’ 

তিন কী হয়

অবশ্যই হয়আপনার বেলায় তাে হয়ে গেল। আপনি এবং মীরাএক এক দুই হবার কথাআপনার বেলায় হচ্ছে তিন মান্নার মা কোথেকে যেন উপস্থিত হচ্ছেন‘ 

আপনি তো বেশ গুছিয়ে কথা বলেনচা খাবেন?চা কে বানাবে, মীরা তাে বাসায় নেই” 

চা আমিই বানাবঘর সংসারের কাজ সব আমিই করিচা বানানাে, রান্নাসব করতে পারিমােগলাই ডিশও পারি । 

আপনার কোনাে কাজের লােক নেই

আমাকে বলতে চাচ্ছেন? জ্বি না” 

বলতে চাইলে বলতে পাােেনআচ্ছা, আমাকে দেখে কী আপনার মনে হয় আমি অসুস্থ?না, তা মনে হচ্ছে না‘ 

মীরার ধারণা আমি অসুস্থযতই দিন যাচ্ছে ততই তার ধারণা প্রবল হচ্ছেঅথচ আমি জানি আমি খুবই সুস্থস্বাভাবিক মানুষআমার অস্বাভাবিকবলতে এইটুকু যে মীরার মাসঙ্গে আমার দেখা হয়, কথাবার্তা হয়। 

তাই বুঝি

জ্বিমানিব্যাগ হারিয়ে গেলআমি খুবই আপসেট হয়ে বাসায় এসেছিআমি মােটামুটি ভাবে দরিদ্র মানুষ এতগুলি টাকামীরাকে খবরটা দিয়ে নিজের ঘরে দরজা বন্ধ করে বসে আছি তখন মীরার মাসঙ্গে আমার কথা হলসে বলল, তুমি মনখারাপ কোরাে না টাকা আজ রাতেই ফেরত পাবে। আমি মাকে বললাম, সে হেসেই উড়িয়ে দিল। 

হিমুর দ্বিতীয় প্রহর খন্ড-১৩

নেই কেন? মীরার মা পছন্দ করেন না?জ্বি নাআপনি ঠিক ধরেছেন। 

কোলাে কাজের মানুষের সাহায্য ছাড়া মেয়েকে বড় করতে আপনারকোনো সমস্যা হয় নি‘ 

সমস্যা তাে হয়েছেইতবে ইয়াসমিন আমাকে সাহায্য করেছেযেমন ধন মেয়ে রাতে কাঁথা ভিজিয়ে ফেলেছে আমি কিছু বুঝতে পারছি অচেতনইয়াসমিন আমাকে ডেকে তুলে বলবেমেয়ে ভেজা কাল পারছি না, বুনে জা কথায় শুয়ে 

পা দেন নাতাঁরা জানেন অ্যান্টিলজিক হচ্ছে লজিকেরই উলটো লিস

হিমু সাহেব!” থায় বমি করে আপনারা চা নিনচায়ে আপনি চামুচ চিনি খান। 

যে মত চামুচ দেয় তত চামুচই খাইআমার কোনােকিছুতেই লোনাে লাবাধা নিয়ম নেই” 

আমি এক চামচ চিনি দিয়েছিখুব ভাল করেছেনএবং চা অসাধারণ হয়েছেগরম মসল্লা দিয়েছেন 

নাকি?” 

সামান্য দিয়েছিএক দানা এলাচ, এক চিমটি জাফরান এবারের জন্যে 

বাহ ভাল তো‘ 

মীরার একবার খুব অসুখ হলকিছু খেতে পারে না, যা আয় করি ফেলে দেয়শরীরে প্রবল জ্বরডাক্তাররা কড় কড়া অ্যান্টিবায়ােটিক জ্বর সারছে নাতখন ইয়াসমিন এসে বলল, তুমি মেয়েকে অষুধ খাওয়ানো 

*যা এলাে দি করােকাগজিলেবুর সরবত ছাড়া কিছু খাওয়াবে না

আপনি তাকরলে? | প্রথম দিকে করতে চাই নিভরসা পাচ্ছিলাম না কারণ মেয়ের তল এর আলাপ তাকে স্যালাইন দেয়া হচ্ছেএরকম একজন রোগীর অধলল

করে দেয়াটা কঠিন কাজ‘ 

হিমুর দ্বিতীয় প্রহর খন্ড-১৩

অর্থাৎ আপনি আপনার স্ত্রীর কথা পুরােপুরি বিশ্বাস করেন নি| জি করেছি, কিন্তু সাহস হচ্ছিল নামেয়ের অবস্থা আরও যখন খারাপ হলতখন প্রায় মরিয়া হয়েই অষুধপত্র বন্ধ করে লেবুর সরবত খাওয়াতে করলাম দুদিনের মাথায় মেয়ে পুরােপুরি সুস্থ হয়ে গেল ” 

এরকম ভুতডাক্তার ঘরে থাকাটাতাে খুব ভালদয়া করে আমার স্ত্রীকে নিয়ে কোনাে রসিকতা করবেন নাআমি এমিতেইরসিকতা পছন্দ করি নাস্ত্রীকে নিয়ে রসিকতা একেবারেই পছন্দ করি নাচা খাবেন কিনা তা তাে বলেন নি।’ 

চা খাব‘ 

আশরাফুজ্জামান সাহেব চা আনতে গেলেনসন্ধ্যা সাতটার মতাে বাজে পুরাে রাত আমার সামনে পড়ে আছেআশিরাফুজ্জামান সাহেব চা বানাতে থাকুনআর আমি বসে বসে গুছিয়ে ফেলি রাতে কি কি করব। অনেকগুলি কাজ জমে অাছে। 

খুব ভাল করেছেন। 

আমার স্ত্রী চা নিয়ে অনেক পরীক্ষানীরিক্ষা করতকমলালেবুর খোসা শুকিয়ে রেখে দিত মাঝে মাঝে চায়ে সামান্য কমলালেবুর খােসা দিয়ে দিতঅসাধারণ টেস্টকমলালেবুর শুকানাে খােসা আমার কাছে আছে, একদিন আপনাকে খাওয়ান্ত‘ 

জি আচ্ছাএকটা কথা আপনার স্ত্রী কী এই বাড়িতেই থাকেন, মানে ভুত হবার পর আপনার সঙ্গেই আছেন?” 

ইয়াসমিন প্রসঙ্গে ভূত প্রেত এই জাতীয় শন্দ দয়া করে ব্যবহার করবেন 

জি আচ্ছা, করব নাউনি কী এখন আশেপাশেই আছেন?” 

তার উপস্থিতি আপনি বুঝতে পারেন

হিমুর দ্বিতীয় প্রহর খন্ড-১৩

) আঁখি নামের মেয়েটার সঙ্গে যােগাযােগ হয় নিযােগাযােগ করতে হবেটেলিফোন করলেই ও পাশ থেকে পোঁ পোঁ শব্দ হয়বাদল কি টেলিফোন নাম্বার ভুল এনেছে?

 ) মেজো ফুপু জরুরি খবর পাঠিয়েছেনআমার মনে হয় আঁখিসংক্রান্ত বিষয়েই আলাপ করতে চান। 

) এক পীরের সন্ধান পাওয়া গেছেনাম ময়লা বাবাসারা গায়ে ময়লী মেখে বসে থাকেনতার সঙ্গে একটু দেখা করা দরকার

) মিসির আলি সাহেবের ঠিকানা পাওয়া গেছেভদ্রলােকের সঙ্গে কথা বলার ইচ্ছাউনি কথা বলবেন কি না কে জানে! যুক্তিসংগত কারণ উপস্থিত নাকরলে উনি কথা বলবেন বলে মনে হয় নাএই ধরনের মানুষরা যুক্তির বাহারে আমি কি তার সঙ্গে কথা বলতে পারি?‘ 

আপনি কথা বললে সে শুনবেসে আপনার সঙ্গে কথা বলবে কিনা, তাতাে জানি না। সে মীরার সঙ্গেই কথা বলে নামীরা তার নিজের মেয়ে। 

 আমি আপনার স্ত্রীকে কিছু কথা বলতে চাচ্ছিলাম কি ভাবে বললঃ বাতি নিভিয়ে বলতে হবে

বাতি নিভাতে হবে নাযা বলার বলুন, সে শুনবে‘ 

সম্বােধন করব কি বলে? ভাবী ডাক?হিমু সাহেব! আপনি পুরাে ব্যাপারটা খুব হালকা ভাবে নেবার চেষ্টা | করছেনএটা ঠিক নাআমার স্ত্রীকে আপনার যদি কিছু জিজ্ঞেস করার থাকে জিজ্ঞেস করুনআমি তার কাছ থেকে জবাব এনে দিচ্ছে চা শেষ করে নি। চা খেতে খেতে যদি উনার সঙ্গে কথা বলি উনি হয়ত এটাকে বেয়াদবী হিসেবে নেবেন‘ 

হিমুর দ্বিতীয় প্রহর খন্ড-১৩

আবারাে রসিকতা করছেন?‘ 

গণ্ডীর গলায় এখন আমাকে এই উপস্থিত আছেনমি জানি না তাদের 

কমলালেবুর খোসা দিয়ে এক কাপ চা বানিয়ে লি খেয়ে দেখলা 

অন্য সময় এসে খেয়ে যাবআমার খুব কিছু জরুরি কাজ আছে । আমি রাস্তায় নামলাম। 

প্রথমে যাব মেজো ফুপুর কাছেছেলের বিয়েভাঙার শোক তিনি সামলে উঠেছেন কি না কে জানে, মেয়ের বিয়েভাঙ্গার শােক সামলানাে যায় নাছেলের বিয়েভাঙ্গার শােক ক্ষণস্থায়ী হয়এইসব ক্ষেত্রে ছেলের মা একটু বােধ হয় খুশিও হনছেলে আর কিছু দিন রইল তাঁর ভ্রানার নিচেছেলের বিয়ে নিয়ে এত ভাবারও কিছু নেইমেয়েদের বিয়ের বয়স পার হয়ে যায়ছেলেদের বিয়ের বয়স পার হয় না। হয়েছিলাম কি দেখে ভয়। 

আমি চায়ে শেষ চুমুক দিয়ে ঘরের ছাদের দিকে তাকিয়ে গভীর বললাম আমার ভাল নাম হিমালয়ডাকনাম হিমুসবাই এখন আর নামে চেনেআমাকে বলা হয়েছে মীরার মৃতা মা এই বাড়িতে উপস্থিত আমি এর আগে কোন মৃত মানুষের সঙ্গে কথা বলিনিআমি জানি না সঙ্গে কি ভাবে কথা বলতে হয়আমার কথা বার্তায় যদি কোন না প্রকাশ পায়দয়া করে ক্ষমা করে দেবেনআমি আপনার কাছ থেকে ব্যাপার জানতে চাচ্ছিআমি এক রাতে প্রচণ্ড ভয় পেয়েছিলাম কি তে পেয়েছিলাম সেটা কি আপনি বলতে পারবেন?

হিমুর দ্বিতীয় প্রহর খন্ড-১৩

কথা শেষ করে মিনিট পাঁচেক চুপচাপ বসে রইলাম আশরাহ সাহেবও চুপচাপ বসে আছেনতার চোখ বন্ধ মনে হয় তিনি মা পড়েছেনঘুমন্ত মানুষের মত তিনি ধীরে ধীরে শ্বাস ফেলছেনতার  হা ভাঙ্গাবার জন্য আমি শব্দ করে কাশলামতিনি চোখ মেললেন না, তবে চড়ে বসলেনআমি বললাম

উনি কি আমার কথা শুনতে পেয়েছেন?’ 

পেয়েছেউত্তরে কি বললেন? সে এই প্রসঙ্গে কিছু বলতে চায় না‘ 

আমি আজ বিদায় নিচ্ছিমীরাকে বলবেন আমি এসেছিলাম আরেকটু বসুন, মীরা চলে আসবেতার বান্ধবীর জন্মদিনে গিয়েছেবলে

 

Read More

হুমায়ন আহমেদ এর হিমুর দ্বিতীয় প্রহর খন্ড-১৪

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *