Turaco

(মনিকা শকুন্তলা)
ওর নাম Turaco
শুধু তার সৌন্দর্য চেয়ে চেয়ে দেখো
চোখ দুটো কে বলো রঙতুলিতে এঁকে দিলো?
যেনো হরিণীর ন্যায় নিখুঁত আঁকানো!!
আরো দেখো মাথায় রয়েছে মোহনচূড়া
তাতে আবার রয়েছে মুক্তোর ছড়া।
সবুজাভ নীলাভ আর রক্তিম ছোঁয়া
নানা রঙে রঙিন তার পুচ্ছ আর কায়া।
ঠোঁট দুটো দেখেছো?
নয় অতি দীর্ঘ তবু উছলে পড়ছে অপূর্ব সৌন্দর্য।
মিষ্টি লালগোলাপি আভায় রাঙানো
এ রঙের কি নাম দেবো ভাবছি এখনো!!
মাঝে মাঝে ময়ূর ভেবে ভুল হতে পারে,
ওর কিন্তু ময়ূরের রঙ আছে পালকেতে
তবু নেই ময়ূরের মতো পেখম
টুরাকো ভিন্ন পাখি বিভিন্ন তার গঠন।
নানা বর্ণের প্রজাতির টুরাকো রয়েছে
কোনটা রেখে কোনটা বলি কবিতার মাঝে।
দেখছি আর ভাবছি মনে মনে
সত্যিই কি এমন পাখি রয়েছে ধরাতে?
দেখে মনে হয় যেনো আবাস স্বর্গেতে
ক্ষণিকের তরে তারা নেমেছে পৃথিবীতে।
(মনিকা শকুন্তলা)