অমিয় চক্রবর্তী এর জীবনী ও সাহিত্যকর্ম 

অমিয় চক্রবর্তী এর জীবনী 

তাঁর পুরো নাম অমিয় চন্দ্র চক্রবর্তী । তিনি ছিলেন তিরিশের দশকের একজন শীর্ষস্থানীয় আধুনিক কবি ও পঞ্চপান্ডবদের একজন । তিনি রবীন্দ্রোত্তর যুগের অন্যতম প্রধান আধুনিক কবি যিনি রবীন্দ্রনাথের ব্যক্তিগত সচিব ছিলেন । তিনি রবীন্দ্র প্রভাবিত কাব্য-বলয়ের বাইরে কাব্য রচনা করেন । অমিয় চক্রবর্তী এর জীবনী ও সাহিত্যকর্ম 

  • তিনি কোথায় জন্মগ্রহণ করেন – পশ্চিমবঙ্গের হুগলি জেলার শ্রীরামপুরে ।
  • তিনি কখন জন্মগ্রহণ করেন – ১০ এপ্রিল ১৯০১ সালে ।
  • রবীন্দ্রোত্তর যুগের অন্যতম প্রধান আধুনিক কবি যিনি রবীন্দ্রনাথের ব্যক্তিগত সচিব ছিলেন, তিনি হলেন – অমিয় চক্রবর্তী ।
  • ’খসড়া’ কোন জাতীয় রচনা – কাব্যগ্রন্থ ।
  • তাঁর রচিত ’এক মুঠো’ কোন জাতীয় রচনা – কাব্যগ্রন্থ ।
  • ’মাটির দেয়াল’ কাব্যগ্রন্থের রচয়িতা – অমিয় চক্রবর্তী ।
  • ’মাটির দেয়াল’ কাব্যগ্রন্থটি প্রকশিত হয় – ১৯৪২ সালে ।
  • ’অনিঃশেষ’ কোন জাতীয় রচনা – কাব্যগ্রন্থ
  • ’অনিঃশেষ’ (১৯৭৬) কাব্যগ্রন্থটি রচনা করেন – অমিয় চক্রবর্তী ।
  • ’অভিজ্ঞান বসন্ত’ কোন জাতীয় রচনা – কাব্যগ্রন্থ ।
  • ’পারাপার’ কোন ধরনের লেখা – কাব্যগ্রন্থ ।

অমিয় চক্রবর্তী এর জীবনী ও সাহিত্যকর্ম 

  • ’হারানো অর্কিড’ কোন জাতীয় রচনা – কাব্যগ্রন্থ ।
  • ’হারানো অর্কিড’ কাব্যগ্রন্থের রচয়িতা – অমিয় চক্রবর্তী ।
  • তাঁর রচিত ‘ঘরে ফেরার দিন’ কোন জাতীয় রচনা – কাব্যগ্রন্থ ।
  • ’পুষ্পিত ইমেজ’ কোন জাতীয় রচনা – কাব্যগ্রন্থ ।
  • ’বাংলাদেশ’ কবিতাটির রচয়িতা – অমিয় চক্রবর্তী ।
  • তিনি ইউনেস্কো পুরষ্কার লাভ করেন – ১৯৬০ সালে ।
  • ভারত সরকার কর্তৃক ‘পদ্মভূষণ’ উপাধি লাভ করেন – ১৯৭০ সালে ।
  • তিনি মৃত্যুবরণ করেন – ১৯৬৮ সালে ।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *