আবুল মনসুর আহমদ ছিলেন একাধারে সাহিত্যিক, সাংবাদিক এবং রাজনীতিবিদ । তিনি যুক্ত ছিলেন খেলাফত, অসহযোগ ও স্বরাজ আন্দোলনের সাথে । তিনি ব্যঙ্গধারার সাহিত্য রচনা করেন ।
তিনি ছিলেন যুক্তফ্রন্টের নির্বাচনী কর্মসূচী ২১ দফার অন্যতম প্রণেতা ।
- তিনি কোথায় জন্মগ্রহণ করেন – ময়মংনসিংহ জেলার ধনিখোলা গ্রামে ।
- কখন জন্মগ্রহন করেন – ১৮৯৮ সালে ।
- ১৯৪৫ সালের যুক্তফ্রন্টের মন্ত্রীসভার স্বাস্থ্যমন্ত্রী ছিলেন – আবুল মনসুর আহমদ ।
- রাম্যরচনার জন্য খ্যাত লেখক হলেন – আবুল মনসুর আহমদ ।
- আবুল মনসুর আহমদ-’আয়না’ গল্পগ্রন্থের লেখক ।
- ’আয়না’ গল্পগ্রন্থে প্রকাশ পেয়েছে – ধর্মান্ধ ও ধর্মব্যসায়ীর প্রকৃত রূপ ।
- ’আয়না’ গল্পগ্রন্থের ভূমিকা লেখেন – কাজী নজরুল ইসলাম ।
- ১৯৫৩ সালে -’আয়না’ গল্পগ্রন্থটি প্রকাশিত হয় ।
- ’আবেহায়াত’ কোন জাতীয় রচনা – উপন্যাস ।
- ’আবেহায়াত’ উপন্যাসে প্রকাশ পেয়েছে – বিজ্ঞানমনষ্কতার সাথে আধ্যাত্মিকতার আপোস ।
- ’আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’ গ্রন্থটির রচয়িতা কে – আবুল মনসুর আহমদ ।
- ’আবেহায়াত’ গ্রন্থের রচয়িতা – আবুল মনসুর আহমদ ।
- ’সত্য মিথ্যা’ কোন ধরনের রচনা – উপন্যাস ।
- ’সত্য মিথ্যা’ ভাবানুবাদ উপন্যাসের লেখক কে – আবুল মনসুর আহমদ।
- ’ফুড কনফারেন্স’ কি ধরনের রচনা – গল্পগ্রন্থ ।
- ’ফুড কনফারেন্স’ গ্রন্থের রচয়িতা – আবুল মনসুর আহমদ ।
- ১৯৪৪ সালে-’ফুড কনফারেন্স’ গল্পগ্রন্থটি প্রকাশিত হয় ।
আবুল মনসুর আহমদ এর জীবনী
- ’শেরে বাংলা থেকে বঙ্গবন্ধু’ গ্রন্থটির রচয়িতা – আবুল মনসুর আহমদ ।
- ’আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’ রাজনীতি বিষয়ক গ্রন্থটি প্রকাশিত হয় – ১৯৬৯ সালে ।
- ’আত্মকথা’ কি ধরনের রচনা – স্মৃতি কথা ।
- তাঁর রচিত ’আত্মকথা’ নামক স্মৃতি কাথা প্রকাশিত হয় – ১৯৭৮ সালে ।
- ’জীবনক্ষুধা’ কি ধরনের রচনা – উপন্যাস ।
- তাঁর লেখা ’জীবনক্ষুধা’ উপন্যাসটি প্রকাশিত হয় – ১৯৫৫ সালে।
- ’আবেহায়াত’ উপন্যাসটি প্রকাশিত হয় – ১৯৬৮ সালে ।
- ’ছোটদের কাসাসুল আম্বিয়া’ (১৯৪৯) কি জাতীয় রচনা – শিশুসাহিত্য ।
আবুল মনসুর আহমদ এর জীবনী
- ’আসমানী পর্দা’ (১৯৬৪) কোন জাতীয় রচনা – উপন্যাস ।
- তাঁর লেখা ‘শেরে বাংলা থেকে বঙ্গবন্ধু’ রাজনীতি বিষয়ক গ্রন্থটি প্রকাশিত হয় – ১৯৭২ সালে।
- ’তাঁর রচিত ‘গালিভরের সফরনামা’ কোন ধরনের রচনা – শিশুসাহিত্য ।
- ’গালিভরের সফরনামা’ শিশুসাহিত্যটি প্রকাশিত হয় – ১৯৫৯ সালে ।
- তিনি বাংলা একাডেমি পুরষ্কার লাভ করেন – ১৯৬০ সালে ।
- ১৯৫৬ সালে আতাউর রহমান খানের নেত্বত্বে পরিচালিত পূর্ববঙ্গ সরকারের শিক্ষামন্ত্রী ছিলেন – আবুল মনসুর আহমদ ।
- তিনি মৃত্যুবরণ করেন – ১৮ মার্চ ১৯৭৯ সালে ।