কবি সাহিত্যিকদের প্রকৃত নাম ও উপাধি 

কবি সাহিত্যিকদের প্রকৃত নাম ও উপাধি কবি সাহিত্যিকদের প্রকৃত নাম ও উপাধি

 

        প্রকৃত নাম      – উপাধি 

 

  • অহিদুর রেজা – মরমী কবি ।
  • আব্দুল করিম – সাহিত্যবিশারদ ।
  • আব্দুল কাদির – ছান্দসিক কবি ।
  • আলাওল – কবিগুরু, মহাকবি ।
  • ঈশ্বরচন্দ্র গুপ্ত – যুগসন্ধিক্ষণের কবি ।
  • ঈশ্বরচন্দ্র শর্মা – বিদ্যাসাগর, গদ্যের জনক ।
  • কাজী নজরুল ইসলাম – বিদ্রোহী কাবি ।
  • গোবিন্দ দাস – স্বভাব কবি ।
  • গোলাম মোস্তফা – কাব্য সুধাকর ।
  • জসীমউদ্দীন – পল্লীকবি ।
  • জীবনানন্দ দাশ – রূপসী বাংলার কবি, তিমির হননের কবি ।
  • জাহানারা ইমাম – শহীদ জননী ।
  • ড. মুহম্মদ শহীদুল্লাহ – ভাষাবিজ্ঞানী ।
  • নজিবর রহমান – সাহিত্যরত্ন ।
  • নূরন্নেসা খাতুন – সাহিত্য সরস্বতী, বিদ্যাবিনোদিনী ।
  • ফররুখ আহমদ – মুসলিম রেনেসাঁর কবি ।
  • বাহরাম খান – দৌলত উজীর ।
  • বিহারীলাল চক্রবর্তী – ভোরের পাখি ।
  • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় – সাহিত্য সম্রাট ।
  • বিষ্ণু দে – মার্কসবাদী কবি ।
  • বেগম রোকেয়া – মুসলিম নারীজাগরণের অগ্রদূত ।
  • বিদ্যাপতি – মিথিলার/পদাবলীর কবি, কবিকণ্ঠহার ।
  • ভারতচন্দ্র – রায়গুণাকর ।
  • মালাধর বসু – গুণরাজ খান ।
  • মুকুন্দরাম চক্রবর্তী – কবিকঙ্কণ ।
  • মুকুন্দ দাস – চারণ কবি ।
  • মোজাম্মেল হক – শান্তিপুরের কবি ।
  • মধুসূদন দত্ত – মাইকেল ।

কবি সাহিত্যিকদের প্রকৃত নাম ও উপাধি 

  • যতীন্দ্রনাথ বাগচি – দুঃখবাদের কবি ।
  • রামনারায়ণ – তর্করত্ন ।
  • রোকনুজ্জামান খান – দাদা ভাই ।
  • শামসুর রাহমান – নাগরিক কবি ।
  • শেখ ফজলল করিম – সাহিত্যবিশারদ/কাব্যরত্নকর ।
  • শ্রীকর নন্দী – কবিন্দ্র পরমেশ্বর ।
  • সুফিয়া কামাল – শ্রেষ্ঠ মহিলা কবি/জননী সাহসিকা ।
  • সমর সেন – নাগরিক কবি ।
  • সুকান্ত ভট্টাচার্য – কিশোর কবি ।
  • সুধীন্দ্রনাথ দত্ত – ছন্দের যাদুকর ।
  • সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী – স্বপ্নাতুর কবি ।
  • সুভাষ মুখোপাধ্যায় – পদাতিকের কবি ।
  • হেমচন্দ্র চন্দ্যোপাধ্যায় – বাংলার মিল্টন ।

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *