কাজী নজরুল ইসলাম এর জীবনী ও সাহিত্যকর্ম
বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব ।কাজী নজরুল ইসলাম ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন । তিনি ছিলেন কাজী ফকির আহমেদ ও জাহেদা খাতুনের (কাজী ফকির আহমদের দ্বিতীয় স্ত্রী) ষষ্ঠ সন্তান । নজরুলের পিতা ছিলেন মসজিদের ইমাম এবং মাজারের খাদেম । নজরুলের পিতা ১৯০৮ সালে মৃত্যুবরণ করেন । ভাইবোন – তিন ভাই ও দুই বোন । তাঁর ডাক নাম ছিল ‘দুখু মিয়া’ । বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি ‘বিদ্রোহী কবি’ এবং আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ নামে খ্যাত । তাঁর ব্যতিক্রমধর্মী কবিতার জন্যই ‘ত্রিশোত্তর আধুনিক কবিতার সৃষ্টি সহজতর হয়েছিল । নজরুলের ইতিহাস-চেতনায় ছিল সমকালীন এবং দূর ও নিকট অতীতের ইতিহাস, সমভাবে স্বদেশ ও আন্তর্জাতিক বিশ্ব । নজরুল ছিলেন বাংলা গজল গানের স্রষ্টা
- কাজী নজরুল ইসলাম কোথায় জন্মগ্রহণ করেন – চুরুলিয়া গ্রাম, আসানসোল (বর্ধমান, পশ্চিমবঙ্গ) ।
- তিনি কবে জন্মগ্রহণ করেন – ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দ, ২৫ মে ১৮৯৯ সালে (সূত্র- উচ্চ মাধ্যমিক বাংলা সংকলন এবং বাংলাপিডিয়া, ২য় খন্ড), ২৪ মে ১৮৯৯ (সূত্র- চরিতাভিধান, বাংলা একাডেমি) ।
- তাঁর পিতা ও মাতার নাম – কাজী ফকির আহমদ ও জাহেদা খাতুন ।
- নজরুল বাংলাদেশের কোন সঙ্গীত রচনা করেন – রণসঙ্গীত ।
- রণসঙ্গীত হিসেবে মূল কবিতাটির কয়টি চরণ গৃহীত হয়েছে – ২১ চরণ ।
- রণসঙ্গীতটি কি শিরোনামে কোন পত্রিকায়, কাবে সর্বপ্রথম প্রকাশিত হয় – ‘নতুনের গান’ শিরোনমে ঢাকার ‘শিখা’ পত্রিকায় ১৯২৮ সালে (১৩৩৫ বঙ্গাব্দ) ।
- নজরুলের কোন গ্রন্থে এই সঙ্গীতটি অন্তর্ভুক্ত আছে – ‘সন্ধ্যা’ কাব্যগ্রন্থে ।
- ’বিদ্রোহী’ কবিতা প্রথম কোথায় প্রকাশিত হয় – সাপ্তাহিক ‘বিজলী’র ২২ পৌষ (১৩২৮) সংখ্যায় ।
- নজরুল কোন দৈনিক পত্রিকার যুগ্ম সম্পাদক ছিলেন – সান্ধ্য দৈনিক ‘নবযুগ’ (১৯২০)-এর ।
- এ পত্রিকার সাথে আর কোন দু’জন রাজনৈতিক নেতা যুক্ত ছিলেন – কমরেড মুজাফফর আহমদ ও শেরে বাংলা এ কে ফজলুল হক ।
কাজী নজরুল ইসলাম এর জীবনী
- তাঁর সম্পাদনায় প্রকাশিত অর্ধসাপ্তাহিক পত্রিকার নাম – ‘ধূমকেতু’ (১৯২২) ।
- ’ধূমকেতু’ পত্রিকায় রবীন্দ্রনাথের কোন বাণী ছাপা হয় – ‘আয় চলে আয়, রে ধূমকেতু আঁধারে বাঁধ অগ্নিসেতু–’ ।
- কোন কবিতা প্রকাশিত হলে তিনি গ্রেফতার হন – ‘আনন্দময়ীর আগমনে’ (২৩ ডিসেম্বর ১৯২২ কুমিল্লা থেকে) ।
- রবীন্দ্রনাথ তাঁর কোন গীতিনাট্য নজরুলকে উৎসর্গ করেন – ‘বসন্ত’ ।
- নজরুল সম্পাদিত ‘লাঙ্গল’ পত্রিকা কবে প্রকাশিত হয় – ১৯৫২ সালে ।
- ’ব্যথার দান’ ( প্রকাশ- ফেব্রুয়ারি ১৯২২)-নজরুলের প্রথম প্রকাশিত গ্রন্থের নাম ।
- নজরুলের প্রথম প্রকাশিত রচনার নাম – ’বাউণ্ডেলের আত্মকাহিনী’ (প্রকাশ- জ্যৈষ্ঠ ১৩২৬, সওগাত) ।
- নজরুলের প্রথম প্রকাশিত কবিতার নাম – ’মুক্তি’ (প্রকাশ- শ্রবণ ১৩২৬, বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকায়) ।
- ’অগ্নি বীণা’ (সেপ্টেম্বর ১৯২২)-নজরুলের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম ।
- ‘বাঁধন-হারা’ (১৯২৭) -নজরুলের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম ।
- নজরুলের প্রকাশিত প্রথম প্রবন্ধের নাম – ’তুর্ক মহিলার ঘোমটা খোলা’ (প্রকাশ কার্তিক ১৩২৬) ।
- নজরুলের প্রথম প্রবন্ধগ্রন্থ – ’যুগবাণী’ (অক্টোবর ১৯২২) ।
কাজী নজরুল ইসলাম এর জীবনী
- নজরুলের প্রথম প্রকাশিত নাটকের নাম – ‘ঝিলিমিলি’ (১৩৩০, নওরোজ) ।
- নজরুলের নিষিদ্ধ গ্রন্থগুলো হলো – ’রুদ্র-মঙ্গল’ (বাজেয়াপ্ত : ১৯২৬), ‘বিষের বাঁশি’ (বাজেয়াপ্ত : ১৯২৪, প্রত্যাহার : ১৯৪৫), ‘ভাঙার গান’ (বাজেয়াপ্ত : ১৯২৪, প্রত্যাহার : ১৯৪৮), ‘প্রলয় শিখা’ (বাজেয়াপ্ত : ১৯৩০, প্রত্যাহার : ১৯৪৮), ‘চন্দ্রবিন্দু’ (বাজেয়াপ্ত : ১৯৩১, প্রত্যাহার : ১৯৪৫), ‘যুগবাণী’ (বাজেয়াপ্ত : ১৯২২, প্রত্যাহার : ১৯৪৭), ।
- জেলে বসে লেখা জবানবন্দির নাম – ‘রাজবন্দির জবানবন্দী’ । রচনার তারিখ ৭/১/১৯২৩ ।
- ’অগ্নি-বীণা’ উৎসর্গ করেন – বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষকে ।
- অগ্নি-বীণার প্রথম কবিতা – ’প্রলয়োল্লাস’ ।
- নজরুলের পত্রোপন্যাসের পযায়ভুক্ত – ‘বাঁধন-হারা’ ।
- বঙ্গবন্ধু সরকার কর্তৃক রাষ্ট্রীয় অতিথি হিসেবে নজরুলকে কলকাতা থেকে ঢাকায় আনয়ন করা হয় – ১৯৭২ সালের ২৪ মে । এরপর থেকে নজরুল ইসলাম বাংলাদেশেই ছিলেন ।
- নজরুল ইসলামের বিখ্যাত কাব্যগ্রন্থগুলো – ‘অগ্নি-বীণা’ (১৯২২), ‘বিষের বাঁশি’ (১৯২৪), ‘ভাঙার গান’ (১৯২৪), ’সাম্যবাদী’ (১৯২৫), ‘সর্বহারা’ (১৯২৬), ’ফণি-মনসা’ (১৯২৭), ‘জিঞ্জিরা’ (১৯২৮), ‘সন্ধ্যা’ (১৯২৯), ‘প্রলয় শিখা’ (১৯৩০) ইত্যাদি ।
- নজরুলের জীবনীকাব্যগুলো – ‘চিত্তনামা’ (১৯২৫) ও ‘মরু-ভাস্কর’ (১৯৫৭) ।
- কাজী নজরুল ইসলামের উপন্যাসগুলোর নাম – ‘বাঁধন-হারা’ (১৯২৭), ‘মৃত্যুক্ষুধা’ (১৯৩০), ’কুহেলিকা’ (১৯৩১) ।
- তাকে কলকাতা বিশ্ববিদ্যালয় ও ভারত সরকার কর্তৃক পদক দেয়া হয় – যথাক্রমে জগত্তারিণী স্বর্ণপদক (১৯৪৫) ও ‘পদ্মভূষণ’ (১৯৬০) পদক দেয়া হয় ।
- বাংলাদেশ সরকার নজরুলকে ‘একুশে পদক’ প্রদান করেন – ১৯৭৬ সালে ।
- ডি-লিট পদক ‘রবীন্দ্রভারতী’ ও ‘ঢাকা বিশ্ববিদ্যালয়’ থেকে দেয়া হয় – যথাক্রমে ১৯৬৯ ও ১৯৭৪ সালে ।
- বিবিসি’র বাংলা বিভাগ কর্তৃক জরিপকৃত (২০০৪) সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির তালিকায় নজরুল স্থান – তৃতীয় ।
কাজী নজরুল ইসলাম এর জীবনী
- নজরুল ইসলাম মারা যান – ২৯ আগস্ট ১৯৭৬, ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ, ঢাকা ।
- ’মৃত্যুক্ষুধা’ উপন্যাসের রচয়িতা – কাজী নজরুল ইসলাম ।
- ’ছায়ানট’ কাব্যগ্রন্থের রচয়িতা – কাজী নজরুল ইসলাম ।
- ’মধুমালা’ নাটকের রচয়িতা – কাজী নজরুল ইসলাম ।
- ’রাজবন্দীর জবানবন্দী’ প্রবন্ধের রচয়িতা – কাজী নজরুল ইসলাম ।
- কাজী নজরুল ইসলাম তাঁর কবিতায় ‘কালাপাহাড়’ কে স্মরণ করেছেরন – প্রচলিত ধর্ম ও সংস্কার-বিদ্বেষী ছিলেন বলে ।
- কাজী নজরুল ইসলামের রচনা – ’বালুচর’ ।
- ‘কুহেলিকা’-কাজী নজরুল ইসলামের উপন্যাস ।
- কোন কবিতা রচনার কারণে নজরুল ইসলামের কারাদন্ড হয়েছিল – ‘আনন্দময়ীর আগমনে’ ।
- ’দারিদ্র্য’ কবিতাটি নজরুল ইসলামের কাব্যের অন্তর্ভুক্ত – ‘সিন্ধুহিন্দোল’ ।
- কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের ‘অগ্নিবীণা’ কাব্য নিষিদ্ধ হয় – ‘রক্তাম্বরধারিনী মা’ ।
- ’ফণিমনসা’ কাব্যের রচয়িতা – কাজী নজরুল ইসলাম ।
- ’সঞ্চিতা’ কোন কবির কাব্য সংকলন – কাজী নজরুল ইসলাম ।
- ’সৈনিক কবি’ – কাজী নজরুল ইসলাম ।
- কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা – ’বাউণ্ডেলের আত্মকাহিনী’ ।
- ’বিষের বাঁশি’ গ্রন্থটি কার রচনা – কাজী নজরুল ইসলাম ।
- নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ – ’ব্যথার দান’ ।
- ’বিদ্রোহী’ কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত – ‘অগ্নিবীণা’ ।
- কবি কাজী নজরুল ইসলাম ‘সঞ্চিতা’ কাব্যটি উৎসর্গ করেছিলেন – রবীন্দ্রনাথ ঠাকুর ।
- বিদ্রোহী কবি বলা হয় – কাজী নজরুর ইসলামকে ।
- ”যাবে উৎপীড়িতে ক্রদন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়ক কৃপাণ ভীম রণে-ভূমে রণিবে না ।” দুটি লাইন কাজী নজরুল ইসলামের কোন কবিতার – ’বিদ্রোহী’ ।
- কাজী নজরুল ইসলাম ‘অগ্নিবীণা’ কাব্য উৎসর্গ করেন – বারীন্দ্রকুমার ঘোষকে ।
- ’পদ্মাগোখরা’ গল্পটির রচয়িতা – কাজী নজরুল ইসলাম ।
- ”তোমার ছেলে উঠলেমাগো রাত পোহাবে তবে” – ’খোকার সাধ’ ।
- ”আজ সৃষ্টি সুখের উল্লাসে” কবিতাটি কোন কাব্যের – ’দোলনচাঁপা’ ।
- হযরত মুহাম্মাদ (সাঃ) এর জীবনী গ্রন্থ – ‘মরুভাস্কর’।
- ’রুদ্রমঙ্গল’ এর রচয়িতা – কাজী নজরুল ইসলাম ।
- কাজী নজরুল ইসলামের জন্ম স্থান – বর্ধমান ।
- কাজী নজরুল ইসলামের প্রথম নিষিদ্ধকৃত গ্রন্থ – ‘বিষের বাঁশি’ ।
- ’নারী’ কবিতাটি নজরুলের কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত – ’সাম্যবাদী’ ।
- লেটো গানের দলে যোগ দিয়েছিলেন – কাজী নজরুল ইসলাম ।
কাজী নজরুল ইসলাম এর জীবনী
- কবি কাজী নজরুল ইসলামকে ভারতের জাতীয় পদক প্রদান করা হয় – পদ্মভূষণ ।
- ’অগ্নিবীণা’ কাব্যের কবিতা সংখ্যা – ১২ ।
- কোন সাহিত্যিক ‘ব্যাঙাচি’ ছদ্মনামে লিখতেন – কাজী নজরুল ইসলাম ।
- কোন কবির স্মৃতিবিজড়িত ত্রিশাল থানাটি – কাজী নজরুল ইসলাম ।
- ’শিউলী-মলা’ গল্পের লেখক – কাজী নজরুল ইসলাম ।
- কাজী নজরুল ইসলামের প্রেমের কাব্য – ’দোলনচাঁপা’ ।
- কাজী নজরুল ইসলাম প্রথম ঢাকায় আসেন – ১৯২৬ সালে ।
- ’বাঁধনহারা’ উপন্যাসের রচয়িতা – কাজী নজরুল ইসলাম ।
- কাজী নজরুল ইসলামের জীবনকাল – ১৮৯৯-১৯৭৬ খ্রিঃ ।
- কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ – ১১ জ্যৈষ্ঠ ।
- ১৯৭৪ সালে-কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হয় ।
- ’পূজারিণী’ কবিতাটির লেখক – কাজী নজরুল ইসলাম ।
- ’পুবের হাওয়া’ কাব্যের রচয়িতা – কাজী নজরুল ইসলাম ।
- বাংলাদেরশর রণসংগীতের রচয়িতা – কাজী নজরুল ইসলাম ।
- ’রুদ্রমঙ্গল’ কার লেখা – কাজী নজরুল ইসলাম ।
- ’চক্রবাক’ গ্রন্থটির রচয়িতা – কাজী নজরুল ইসলাম ।
- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম বাংলা কোন সালে – ১৩০৬ ।
- কাজী নজরুল ইসলামের কবর অবস্থিত – ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে ।
- বাংলাদেশের কোন স্থানটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মৃতির সাথে জড়িত –দরিরামপুর ।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাহী মসজিদ প্রাঙ্গনে যে কবি চিরনিদ্রায় শায়িত তার নাম – কাজী নজরুল ইসলাম ।
- কাজী নজরুল ইসলামকে কোন সালে ভারত থেকে স্থায়ীভাবে বাংলাদেশে আনা হয় – ১৯৭২ সালে ।
- ঢাকা বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলামকে ডক্টরেট ডিগ্রি প্রদান করেন – ১৯৭৪ সালে ।
- কাজী নজরুল ইসলামকে নিয়ে কোন দেশে চলচ্চিত্র নির্মাণ করা হয় – কানাডা ।
- ’ব্যথার দান’ বইয়ের লেখক – কাজী নজরুল ইসলাম ।
- কাজী নজরুল ইসলাম রচিত ’ব্যথার দান’ কোন শ্রেণীর রচনা – গল্প ।
- ’চোখের ছাতক’ কার রচনা – কাজী নজরুল ইসলাম ।
- কাজী নজরুল ইসলামের ‘অগ্নিবীণা’ কাব্যটি প্রকাশিত হয় – ১৯২২ সালে ।
- The poem ‘Bidrohi’ was written by – Kazi Nazrul Islam.
কাজী নজরুল ইসলাম এর জীবনী
- কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতাটি কোন সালে প্রকাশিত হয় – ১৯২২ সালে ।
- নজরুলের ’বিদ্রোহী’ কবিতা প্রথম প্রকাশিত হয় – সাপ্তাহিক বিজলীতে ।
- ’সর্বহারা’ কাব্যের লেখক – কাজী নজরুল ইসলাম ।
- বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকায় ১৩২৬ বঙ্গাব্দে কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতার নাম – ‘মুক্তি’ ।
- ’অগ্নিবীণা’ -কাজী নজরুলের ‘মহরম’ কবিতাটি কোন কাব্যের অন্তর্গত ।
- কাজী নজরুল ইসলামের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ কবিতাটি কোন কাব্যের অন্তর্গত – ‘সর্বহারা’ ।
- কাজী নজরুল ইসলামের ‘সাম্যবাদী’ কবিতা প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় – লাঙ্গল ।
- ’ঝিঙেফুল’ কবিতার কবি হচ্ছেন – কাজী নজরুল ইসলাম ।
- ’বাতায়ন পাশে গুবাক তরুর সারি’ কবিতাটি রচনা করেন – কাজী নজরুল ইসলাম ।
- ’খেয়া পারের তরণী’ কবিতার কবি – কাজী নজরুল ইসলাম ।
- ঢাকার নবাব পরিবারে এক মহিলার অঙ্কিত ছবি দেখে কাজী নজরুল ইসলাম কোন কবিতাটি রচনা করেছিলেন – ’খেয়াপারের তরণী’ ।
- কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস – ‘বাঁধনহার’ ।
- ’কুহেলিকা’ উপন্যাসের রচয়িতা – কাজী নজরুল ইসলাম ।
- কাজী নজরুল ইসলামের ‘মৃত্যুক্ষুধা’ উপন্যাসের পটভূমিতে অঙ্কিত হয়েছে – ময়মনসিংহের ত্রিশাল গ্রামের সাধারণ মানুষের জীবন ।
- ’দুর্দিনের যাত্রী’ গ্রন্থের রচয়িতা – কাজী নজরুল ইসলাম ।
- জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গানের বই – বুলবুলি ।
- ’চোখের ছাতক’ কার রচনা – কাজী নজরুল ইসলাম ।
click more