জেনেনিন প্লে ষ্টোর থেকে যেসব অ্যাপ মুছে ফেলা হয়েছে 

গুগল প্লে ষ্টোর থেকে বেশ কিছু অ্যাপ্লিকেশন মুছে দিয়েছে  বিশেষজ্ঞের দাবি এই অ্যাপ্লিকেশন গুলো খুব ক্ষতিকারক ।

গুগল স্পেসস

গুগল স্পেসস ২০১৬ বাজারে এসেছিল ।এটা ছিল গুগলের গ্রুপ মেসেজিং অ্যাপ কিন্তু এটা তেমন কার্যকারি হয়নি ।প্লে ষ্টোর

হ্যাকারদের পক্ষে তথ্য চুরি করা সহজ ছিল বলে এই অ্যাপ সরিয়ে নেয়া হয়েছে বলে মনে করা হচ্ছে ।

গুগল ইনবক্স

২০১৪ সালে বাজারে এসেছিল গুগল ইনবক্স অ্যা । গুগল জানিয়েছিল পরিক্ষামূলক এই অ্যাপটি আনা হয়েছে ২০১৯ সালে মার্চ মাসে এই বন্ধ করে দিয়েছে গুগল ।

মুভস 

২০১৪ সালে বাজারে আসে ফিটনেস অ্যাপ ফেসবুক মুভস এই অ্যাপটি  তুলে নেয়া হয়েছে ।

শর্টেনার ইউআরএল

 ২০০৯ সালে গুগল এনেছিল শর্টেনার ইউআরএল তারপর একে তুলে দেয়া হয় । বিকল্প হিসেবে ফায়ারবেস ডায়ানামিক লিঙ্কস, বিটলি বা আউলি বিকল্প হিসাবে ব্যবহারের কথা জানায় গুগল । এই অ্যাপ কি বিপজ্জনক ছিল, এই নিয়ে প্রশ্ন উঠেছে  ।

গুগল  ট্যাঙ্গো

স্মার্টফোনের ক্যামেরা উন্নত করার জন্য এসেছিল এই পরিষেবা। কিন্তু ২০১৯ সালের মার্চ থেকে এই পরিষেবা বন্ধ করা হয়।

 ফেসবুক হ্যালো 

অ্যান্ডয়েট ব্যবহারকারীদের জন্য ২০১৫ সালে এসেছিল এই অ্যাপটি । কিন্তু ফেসবুকের সঙ্গে ফোনের কন্ট্যাক্ট ইনফো সংযোগের কারণেই খুব সম্ভবত হ্যাকিংয়ের আশঙ্কায় এটি বন্ধ করে দেওয়া হয় ।

ফেসবুক এম 

২০১৫ সালে বাজারে এসেছিল ফেসবুক এম পারসোনাল অ্যাসিন্টেট । এই অ্যাপটি ব্যবহারকারী সংখ্যা ও ছিল অনেক ।

এই অ্যাপটি দিয়ে ইভিন্ট ক্রিয়েট করা বা আর্থিক লেনদেন ব্যবহার করা যেত ।

গুগল প্লাস 

গত বছর অক্টোবর মাসে গুগল প্লাস বন্ধ করে দেওয়া হয় ।

গুগল ব্লব ইমোজি 

গুগল ওয়ার্ল্ড ইমোজি ডে-তে পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে । 

ইয়াহু মেসেঞ্জার 

ফেসবুক, স্ন্যাপচ্যাট, ইনস্টাগ্রামের সঙ্গে পাল্লা দিতে না পেরে ইয়াহু মেসেঞ্জার তুলে নিতে বাধ্য হয় ।

 

Read More

ফেসবুক নতুন  Privacy Control সুবিধা যুক্ত করেছে ।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *