ফররুখ আহমদ এর জীবনী ও সাহিত্য কর্ম 

ফররুখ আহমদ যশোরের মাঝআইল গ্রামে জন্মগ্রহণ করেন । তাঁকে ‘মুসলিম পুনর্জাগরণের কবি’ বলা হয় । ইসলামী আদর্শের উজ্জ্বল প্রতীক কবি ফররুখ আহমদ । তিনি মুসলিম রেঁনেসার নামে পরিচিত । ফররুখ আহমদ এর জীবনী

তিনি তাঁর কবিতায় আরবি-ফারসি শব্দের প্রয়োগে নৈপুণ্য দেখান ।

  • ফররুখ আহমদ জন্মগ্রহণ করেন – ১৯১৮ সালের ১০ জুন ।
  • তিনি কোথায় জন্মগ্রহণ করেন – মাঝাআইল গ্রাম, যশোর ।
  • ফররুখ আহমদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম – ‘সাতসাগরের মাঝি’ ।
  • ’সাতসাগরের মাঝি’ কাব্য গ্রন্থটির কবি – ফররুখ আহমদ ।
  • ’সিরাজাম মুনীরা’ কাব্যের রচয়িতার নাম – ফররুখ আহমদ ।
  • ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কাব্যের উপজীব্য – ‘সাত সাগরের মাঝি’ ।
  • কোনটি কাব্যগ্রন্থ – ‘সাত সাগরের মাঝি’ ।
  • মুসলিম রেঁনেসার কবি – ফররুখ আহমদ ।
  • ’পাঞ্জেরী’ কবিতাটি কোন ছন্দে রচিত – মাত্রাবৃত্ত ।
  • ’সাতসাগরের মাঝি’ কার লেখা প্রথম কাব্যগ্রন্থ – ফররুখ আহমদ ।
  • ’সিরাজাম মুনিরা’ কোন ভাষায় রচিত গ্রন্থ – 
  • ’কারবালার প্রান্তরে’ গ্রন্থের রচয়িতা – ফররুখ আহমদ ।
  • ’পাঞ্জেরী’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের – ‘সাত সাগরের মাঝি’ ।

ফররুখ আহমদ এর জীবনী ও সাহিত্য কর্ম

  • তাঁর রচিত ’হাতেমতায়ী’ গ্রন্থের জন্য তিনি কি পুরস্কার লাভ করেন – আদমজী পুরস্কার ।
  • ফররুখ আহমদ আদমজী পুরস্কার লাভ করেন – ১৯৬৬ সালে ।
  • তিনি ‘পাখির বাসা’ গ্রন্থের জন্য পুরস্কার লাভ করেন – ইউনেস্কো ।
  • ফররুখ আহমদ ’ইউনেস্কো’ পুরস্কার লাভ করেন – ১৯৬৬ সালে ।
  • তিনি আরও পুরস্কার লাভ করেন – বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক ।
  • তাঁর রচিত শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম – ’সাত সাগরের মাঝি’ ।
  • ফররুখ আহমদ রচিত কাব্যনাট্যের নাম – ’নৌফেল ও হাতেম’ (১৯৬১) ।
  • তাঁর রচিত সনেট সংকলনের নাম – ’মুহুর্তের কবিতা’ (১৯৬৩) ।
  • তাঁর রচিত শিশুতোষ গ্রন্থের নাম – ‘পাখির বাস’ (১৯৬৫) ।
  • ফররুখ আহমদ রচিত কাহিনীকাব্যের নাম – ‘হাতেমতায়ী (১৯৬৬) ।
  • ফররুখ আহমদের ’পাঞ্জেরি’ কবিতাটি কোন ছন্দে রচিত – মাত্রাবৃত্ত ।
  •  ‘পাঞ্জেরি’ কোন ধরনের কবিতা – রূপক কবিতা ।
  • ’পাঞ্জেরি’ শব্দের প্রতীকী অর্থ – জাতির পথ প্রদর্শক ।
  • ’সাত সাগরের মাঝি’ কাব্যগ্রন্থ থেকে পাঠ্য বইয়ে সংকলিত কবিতাটি হলো – ’পাঞ্জেরি’ । 

ফররুখ আহমদ এর জীবনী ও সাহিত্য কর্ম

  • ’পথহারা এই দরিয়া’ কোন কবিতার অংশ – ’পাঞ্জেরি’ ।
  • ’একাকী রাতের স্লান জুলমাত হেরি।’ জুলমাত অর্থ – অন্ধকার ।
  • ’হেরি’ শব্দের অর্থ – দেখি ।
  • ফররুখ আহমদের প্রথম কাব্যগ্রন্থ – ’সাত সাগরের মাঝি’ ।
  • ’পাঞ্জেরি’ কবিতার মূল পর্ব কত মাত্রার – ছয় মাত্রার ।
  • ’পাঞ্জেরি’ কবিতার বিষয়বস্তু – ইসলামি রেনেসাঁস ।
  • ’সাত সাগরের মাঝি’ কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয় – ১৯৪৪ সালে ।
  • ফররুখ আহমদ মৃত্যুবরণ করেন – ১৯ অক্টোবর ১৯৭৪ সালে ।
  • ’মেঘ বৃষ্টি আলোর দেশ’ এর রচয়িতা – ফররুখ আহমদ ।
  • ’হরফের ছড়া’ কার লেখা – ফররুখ আহমদ ।
  • ’ছড়ার আসর’ একটি – শিশুতোষ
  • ’নতুন লেখা’ শিশুতোষটির রচয়িতা – ফররুখ আহমদ ।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *