দিনেশ চান্দিমালের নেতৃত্বে সিলেটে প্রথমবারো মতো রবিবার (১৮ ফেব্রুয়ারী) বিকাল পাঁচটায় মাঠে নামেছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা। খাদের কিনারায় পড়ে গিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল খেলে শ্রীলঙ্কা। এরপর টুর্নামেন্টের শিরোপাও জয় করে লঙ্কানরা। চ্যাম্পিয়নের তকমা সাথে নিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে জিতে নেয় সফরকারীরা। টি-২০ সিরিজে প্রথম ম্যাচে দাপটের সাথে জিতে তাই মানসিক দিক দিয়ে বেশি উৎফুল্ল শ্রীলঙ্কা।
সফরকারীদের টি-টোয়েন্টিতে ১৫ সদস্যের দলে নতুন মুখ হিসেবে থাকা আসিথা ফার্নান্ডো ও শেহান মাধুসাংকা। গেল ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের বিপক্ষে ফাইনালে হ্যাটট্রিক করেছিল শেহান। তাই প্রথম ম্যাচে একাদশে ছিল শেহান মাধুসাংকা। তেব সৌম্য-মুশফিকের ঝড়ো ব্যাটিংয়ে ৩ ওভারে তিনি খরচ করেন ৩৯ রান। তাই আজ একাদশে খরুচে মধুসাংকাকে বসিয়ে আসিথা ফার্নান্ডোকে খেলানো সম্ভাবনা বেশি।সিলেটে অভিষেকের অপেক্ষায় তাই ক্ষণ গুনছে লঙ্কান তরুণ পেসার।এছাড়া প্রায় অপরিতর্তিত একাদশ নিয়েই মাঠে নামবে শ্রীলঙ্কা।
চলুন জেনে নিই কেমন হতে পারে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার সেরা সম্ভব্য একাদশ।
দিনেশ চান্দিমাল (অধিনায়ক), নিরসান ডিকওয়েলা, দানুশকা গুনাথিলাকা, উপূল থারাঙ্গা, দাসুন শানাকা, কুশল মেন্ডিস, থিসারা পেরেরা, আকিলা ধনঞ্জয়া, উদানা, জীবন মেন্ডিস, শেহান মাধুসাংকা/আসিথা ফার্নান্ডো