নেইমার-ডি মারিয়া-এডিনসন কাভানির নৈপুণ্যে  জয় পায় পিএসজি।

গত ১৪ই ফেব্রুয়ারী চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম ম্যাচে বার্নাবুতে রিয়াল মাদ্রিদের কাছে বিধ্বস্ত হওয়া পিএসজির জয়ে ফিরতে সময় লাগেনি। নেইমার-ডি মারিয়া-এডিনসন কাভানির নৈপুণ্যে  ঘরের মাটে বড় জয় পায় পিএসজি।শনিবার স্ত্রাসবুরকে ৫-২ ব্যবধানে হারিয়ে লিগে শীর্ষস্থান আরও মজবুত করেছে উনাই এমেরির শীষ্যরা।

এ জয়ে লিগের প্রথম পর্বে গত ডিসেম্বরে স্ত্রাসবুরের মাঠে ২-১ ব্যবধানে হারের প্রতিশোধও নিল নেইমারের পিএসজি। চলতি লিগে যা ছিল পিএসজির প্রথম হার।

নিজেদের মাঠে ম্যাচের ৬ষ্ঠ মিনিটেই পিছিয়ে পড়ে নেইমার-কাভানির পিএসজি। ডান দিক থেকে কেনি লালার ক্রসে দারুণ শটে ডান পোস্ট ঘেঁষে বল জালে পাঠান কোত ডি ভোয়ার মিডফিল্ডার আহোলু।

গোল শোধ করতে বেশি সময় নেয়নি পিএসজি। মাত্র ৪ মিনিট পর ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারের বাড়ানো বল প্রতিপক্ষের এক খেলোয়াড় বিপদমুক্ত করতে গিয়ে ব্যর্থ হলে ডি-বক্সে পেয়ে যান ইউলিয়ান ড্রাক্সলার। বাঁ পায়ের নিচু শটে দূরের পোস্ট ঘেষে বল জালে পাঠান স্ত্রাসবুরকে জার্মান মিডফিল্ডার।

২১তম মিনিটে পিএসজির সেরা তারকা নেইমারের গোলে এগিয়ে যায় প্যারিসের দলটি। চলমান লিগ ওয়ানে এটি ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের ১৯তম গোল।

নেইমার-ডি মারিয়া-এডিনসন কাভানির নৈপুণ্যে

পরের মিনিটে আবারো প্রতিপক্ষের গোল রক্ষককে পরাস্ত করেন আর্জেন্টিনার উইঙ্গার ডি মারিয়া।

ম্যাচের ৩০তম মিনিটে পিএসজির স্ট্রাইকার নেইমারের ক্রসে উরুগুয়ের কাভানির শট দুর্দান্তভাবে ঠেকান গোলরক্ষক ওকিজা।

৬৩তম সহজ সুযো মিস করে ডি মারিয়া। ৬৭তম মিনিটে ব্যবধান কমিয়ে ম্যাচ জমিয়ে তোলে স্ত্রাসবুর। সতীর্থের লম্বা পাস অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নিয়ে নুনো দি কস্তা বাড়ান স্তেফান বাহোকেনকে। জোরালো শটে কাছের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন ফরাসি এই ফরোয়ার্ড।

৭৩তম মিনিটে ডান দিক থেকে বদলি মিডফিল্ডার হাভিয়ের পাস্তোরের ডিফেন্স চেরা পাস থেকে পাওয়া বল নিখুঁত চিপে গোলরক্ষকের মাথার উপর দিয়ে জালে জড়িয়ে দেন কাভানি।

ছয় মিনিট পর নেইমারের বাড়ানো বল গোলরক্ষকের মাথার উপর দিয়ে জালে পাঠিয়ে দারুণ রেকর্ডও গড়েন কাভানি। সুইডেনের জালাতান ইব্রাহিমোভিচকে ছাড়িয়ে পিএসজির মাঠে সর্বোচ্চ ৮৬ গোলের রেকর্ড এখন উরুগুয়ের এই ফরোয়ার্ডের।

চলতি লিগের সর্বোচ্চ গোলদাতা কাভানির এটি ২৩তম গোল।

২৬ ম্যাচে ২২ জয় ও দুই ড্রয়ে ৬৮ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি। সমান ম্যাচ খেলে ১৯ জয়ে ৫৬ পয়েণ্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছ মোনাকো।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *