রশীদ করীম বাংলার বিরল মানববাদী লেখকদের একজন, যিনি পাঠকের ওপর কোনো নির্দিষ্ট আদর্শ চাপিয়ে দেওয়ার চেষ্ট করেন নি বরং মানুষের পাপী ও সৎ সত্তা, প্রেমী ও ভোগী অবয়ব সবকিছুই সাদাসিধেভাবে জাজ্বল্য করেছেন ।
একজন শিল্পী মানুষকে কীভাবে দেখছেন তা গুরুত্বপূর্ণ । রশীদ করীমের সমগ্রতবিাদী দৃষ্টিভঙ্গি লেখক হিসেবে তাঁর উচ্চায়তন অধিষ্ঠান ঘটিয়েছে । স্ত্রী-পুরুষের সম্পর্কের মধ্যে যে জটিলতা, যে রহস্য, যে সূক্ষ্মতা সেদিকেই তাঁর মনোযোগ ছিল বেশি । এই বিষয়টিকেই তিনি তাঁর সব উপন্যাসে সবচেয়ে আকর্ষণীয় বিষয় করেছেন । এটা তাঁর বিশেষ এলাকা । এ বিষয়ে তাঁর এক বিশেষ ও প্রখর অন্তর্দৃষ্টি ছিল । তাঁর উপন্যাসে সামাজিক প্রেক্ষাপট ছাড়িয়ে ব্যক্তিই প্রধান হয়ে ওঠে, মানুষই তাঁর প্রিয় অধীত বিষয় । বিশেষ করে নারী চরিত্র চিত্রণে তিনি গভীর অন্তর্দৃষ্টির পরিচয় দেন ।
- বিশিষ্ট এই লেখকের জন্ম – ১৯২৫ সালের ১৪ আগস্ট কলকাতায় ।
- তাঁর প্রথম গল্পের নাম – ‘আয়েশা’ ।
- ’আয়েশা’ গল্পটি প্রকাশিত হয় – ১৯৪২ সালে ’সওগাত’ পত্রিকায় ।
- ’উত্তম পুরুষ’ কোন জাতীয় রচনা – উপন্যাস ।
- ’উত্তম পুরুষ’ উপন্যাসরে রচয়িতা – রশীদ করীম ।
- ’১৯৬১ সালে -উত্তম পুরুষ’ উপন্যাসটি প্রকাশিত হয় ।
- ’মায়ের কাছে যাচ্ছি’ কোন জাতীয় রচনা – উপন্যাস ।
- তাঁর রচিত ’মায়ের কাছে যাচ্ছি’ উপন্যাসটি প্রকাশিত হয় – ১৯৮৯ সালে ।
- তাঁর প্রথম উপন্যাসের নাম – ’উত্তম পুরুষ’ ।
- ’প্রসন্ন পাষান’ কোন জাতীয় রচনা – উপন্যাস ।
- তাঁর রচিত ‘প্রসন্ন পাষান’ উপন্যাসটি প্রকাশিত হয় – ১৯৬৩ সালে ।
- ’আমার যত গ্লানি’ কোন জাতীয় রচনা – উপন্যাস ।
- ’আমার যত গ্লানি’ উপন্যাসটির রচয়িতা – রশীদ করীম ।
রশীদ করীম এর জীবনী ও সাহিত্যকর্ম
- ’আমার যত গ্লানি’ উপন্যাসটি প্রকাশিত হয় – ১৯৭৩ সালে ।
- তাঁর রচিত ’প্রেম একটি লাল গোলাপ’(১৯৭৮) কোন ধরনের রচনা – উপন্যাস ।
- ’সাধারণ লোকের কাহিনী’(১৯৮২) কোন জাতীয় রচনা – উপন্যাস ।
- তাঁর রচিত ‘একালের রূপকথা’(১৯৮২) একটি – উপন্যাস ।
- ’প্রথম প্রেম’ কোন জাতীয় রচনা – গল্পগ্রন্থ ।
- ’প্রথম প্রেম’ গল্পগ্রন্থটির রচয়িতা – রশীদ করীম ।
- তাঁর রচিত ‘অতীত হয় নূতন পুনরায়’ কোন জাতীয় রচনা – প্রবন্ধগ্রন্থ ।
- ’আর এক দৃষ্টিকোণ’ একটি – প্রবন্ধগ্রন্থ
- ’আর এক দৃষ্টিকোণ’ প্রবন্ধগ্রন্থটির রচয়িতা – রশীদ করীম ।
- তাঁর রচিত ‘মনের গহনে তোমার মুরতিখানি’ কোন জাতীয় রচনা – প্রবন্ধগ্রন্থ ।
- তিনি ‘আদমজী পুরস্কার’ লাভ করেন – ১৯৬৯ সালে ।
- তিনি বাংলা একাডেমি ’সাহিত্য পুরস্কার’ লাভ করেন – ১৯৭২ সালে ।
- বাংলাদেশ সরকার তাকে ‘একুশে পদক’ প্রদান করে – ১৯৮৪ সালে ।
- তাঁর অন্যান্য পুরস্কার সমূহ হলো – ‘লেখিকা সংঘ পুরস্কার’ (১৯৯১), ‘জনকণ্ঠ পুরস্কার’ (২০০১) সালে ।
- বিশিষ্ট এই লেখক মৃত্যুবরণ করেন – ২৬ নভেম্বর ২০১১ সালে (বয়স ৮৬) ।