সাধারণ জ্ঞান এর গুরুত্বপূর্ণ তথ্যাদি
- বিজ্ঞান বিষয়ক কিছু তথ্য
মানুষের হৃৎপিন্ডে প্রকোষ্ঠ থাকে – ৪ টি ।
- সবচেয়ে হালকা ধাতু হচ্ছে – লিথিয়াম ।
- সাধারণ তাপমাত্রায় বায়ুচাপে পানি ফোটে – ১০০০ সেন্টিগ্রেড তাপমাত্রায় ।
- মানব মস্তিস্কে শব্দের স্থায়িত্বকাল – ০.১ সেকেন্ড ।
- যে অবস্থায় তেজস্ক্রিয় পর্দাথ থেকে আলফা, বিট ও গামা রশ্মি নির্গত হয় – কোনো রকম প্রভাব ছাড়া স্বতঃস্ফূর্তভাবে ।
- সূর্যাস্তের সময় আমরা সূর্যকে লাল দেখি কারণ – লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি ।
- পাটের জিন বিন্যাস আবিষ্কার করেন – ডঃ মকসুদুল আলম ।
- সাধারণত বৈদ্যুতিক বাল্বের ভেতর থাকে – নাইট্রোজেন ।
- ব্যাঙের হৃৎপিন্ডে কয়টি প্রকোষ্ঠ আছে – ৩ টি ।
- তিমি এক ধরনের – স্তন্যপায়ী প্রাণি ।
- রক্ত জমাট বাধায় কোন কণিকা অংশ নেয় – অনুচক্রিকা ।
- ত্বকের সাহায্যে শ্বাসকার্য সম্পন্ন করে – কেঁচু ।
- উদ্ভিদ কোষ থেকে বাষ্পাকারে পানি বের হয়ে যাওয়ার প্রক্রিয়াকে বলে – প্রস্বেদন ।
- পাতা পীতবর্ণ ধারণ করে কিসের অভাবে – নাইট্রোজেন ।
- আর্কিড কী ধরণের উদ্ভিদ – পরাশ্রয়ী ।
- মানবদেহে মোট কশেরুকার সংখ্যা – ৩৩ টি ।
সাধারণ জ্ঞান – বিজ্ঞান বিষয়ক এর গুরুত্বপূর্ণ কিছু তথ্য
- দেহ গঠনে কোন উপাদান সবচেয়ে বেশি প্রয়োজন – আমিষ ।
- কচুশাক বিশেষভাবে মূল্যবান যে উপদানের জন্য – লৌহ ।
- ডায়াবেটিসের চিকিৎসায় কোন ঔষধ ব্যবহৃত হয় – ইনসুলিন ।
- বহুরুপী মৌল কোনটি – কার্বন ।
- তাপ সঞ্চালনের দ্রুততম প্রক্রিয়া কোনটি – বিকিরণ ।
- প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হয় – মিথেন ।
- E=mc2 সূত্রের আবিষ্কারক – আইনষ্টাইন ।
- ক্ষমাতার একক – ওয়াট ।
- ল্যাপটপ হলো – ছোট কম্পিউটার ।
সাধারণ জ্ঞান – বিজ্ঞান বিষয়ক এর গুরুত্বপূর্ণ কিছু তথ্য
- একটি সরল দোলককে পৃথিবীর কেন্দ্রে নিলে তার দোলনকাল হবে – শূন্য ।
- কোন গ্যাসটি বায়ুমন্ডলে গ্রিনহাউস প্রভাবের জন্য দায়ী – কার্বন ডাই-অক্সইড ।
- কোয়ান্টাম থিওরি প্রদান করেন – ম্যাক্স ।
- ডিজিটাল টেলি ফোনের বৈশিষ্ট্যর মধ্যে কোনটি প্রধান – ডিজিটাল সিগনালে বার্তা প্রেরণ ।
- উচ্চতা নির্ণয়ের যন্ত্রের নাম – আলটিমিটার ।
- পানির ফোটা পানির কোন বিশেষ গুনের জন্য গোলাকৃতি হয় – পৃষ্ট টান ।
- রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো – প্রিজমের কাজ করে ।
- যে ধর্মের জন্য দুটি পদার্থ একই জায়গা দখল করতে পারে না তাকে বলে – সংনম্যতা ।
- রঙিন কাপড় ভিজালে উজ্জ্বল দেখায় কেন – রঙিন কাপড়ের ফাঁকে পানির কণাগুলো আলো বিকিরণ করে তাই ।
- প্রকৃতিতে প্রাপ্ত ভারী মৌল – ইউরেনিয়াম ।
- সোনার জিনিসে মরিচা ধরে না কেন – সোনার উপাদান জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে না ।
- এনোমিটার হলো – সময় মাপার যন্ত্র ।
- আলেয়া বা ভূত আসলে – এক ধরণের মিথেন গ্যাস ।
- চাঁদে কোন বস্তুর ওজন পৃথিবীর ওজন থেকে কতগুণ কম – ৬ গুণ কম ।
- তরণের ভর কেন্দ্র বা অভিকর্ষ কেন্দ্র কিসের ওপর নির্ভরশীল – আঁধারের ওপর ।
সাধারণ জ্ঞান – বিজ্ঞান বিষয়ক এর গুরুত্বপূর্ণ কিছু তথ্য
- সমুদ্র পৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ – ৭৬ সে.মি. ।
- পূর্ণ দৃঢ় বস্তুর উদহরণ হলো – কাঁচ ।
- কাঁচ তৈরীর প্রধান উপাদান হলো – বালি ।
- রেললাইনের মাঝে ফাক রাখা হয় – রেললাইনের দৈর্ঘ্য প্রসারণের কারণে ।
- বংশগতির সূত্র আবিষ্কার করেন – গ্রেগর জোহান মেন্ডেল ।
- পেট্রল ইঞ্চিন আবিষ্কার করেন – নিকোলাস অটো ।
- টেলিফোন আবিষ্কার করেন – আলেকজান্ডার গ্রাহামবেল ।
- মাইক্রোফোন আবিষ্কার করেন – আলেকজান্ডর গ্রাহামবেল ।
- ফোনোগ্রাফ আবিষ্কার করেন – টমাস আলভা আডিসন ।
- বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন – টমাস আলভা আডিসন ।
- ক্যাসেরা আবিষ্কার করেন –জর্জ ইস্টম্যান ।
- বলপেন্ট আবিষ্কার করেন – জন জেলাউড ।
- চলচিত্র যন্ত্র আবিষ্কার করেন – টমাস আলভা এডিসন ।
- শব্দ দূষণের গ্রহযোগ্য মাত্রা – ৪৫ ডেসিবল ।
- শ্বাসনালি দেখার জন্য কোন যন্ত্র ব্যবহৃত হয় – ব্রকোস্কোপ ।
- পানির নিচে শব্দ রেকর্ড করার যন্ত্রের নাম – হাইড্রোফোন ।
- দুধের বিশুদ্ধতা নির্ণায়ক যন্ত্রের নাম – ল্যাক্টোমিটার ।
- ময়লার দুর্গন্ধ ছড়িয়ে পড়ে কোন প্রক্রিয়ায় – ব্যাপন প্রক্রিয়ায় ।
- সংকর ধাতু পিতলের উপাদান কী কী – তামা ও দস্তা ।
সাধারণ জ্ঞান – বিজ্ঞান বিষয়ক এর গুরুত্বপূর্ণ কিছু তথ্য
- সাধারণ মোটর গাড়ির ইঞ্জিনে কয়টি পিস্টন থাকে – ৪ টি ।
- রিকেটেস হয় কোন ভিটামিনের অভাবে – ভিটামিন ডি ।
- বাংলাদেশে প্রথম গ্যাস উত্তলন শুরু হয় – ১৯৫৭ সালে ।
- কঠিন অবস্থায় কার্বন ডাই-অক্সাইডকে কি বলা হয় – ‘ড্রাই আইস’ ।
- আকাশ নীল দেখায় কেন – নীল আলোর বিক্ষেপন অপেক্ষা কৃত বেশি বলে ।
- কৃমি নিয়ে বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাকে বলে – হেলমিনথোলজি ।
- স্বর্ণের খাদ বের করতে কোন এসিড ব্যবহার হয় – নাইট্রিক এসিড ।
- পিট কয়লার বৈশিষ্ট্য কী – ভেজা ও নরম ।
- টুথপেস্টের প্রধান উপাদান কী কী – সাবান ও পাউডার ।
- কম্পাঙ্কের এককের নাম – হার্জ ।
- ল্যাব্রাডর স্রোতের পানির বর্ণ রুপ – সবুজ বর্ণের ।
- ’বংশগতির সূত্র’ আবিস্কার করেন – গ্রেগর জোহান মেন্ডেল ।