সুফিয়া কামাল এর জীবনী ও সাহিত্যকর্ম

সুফিয়া কামাল এর জীবনী ও সাহিত্যকর্ম

বেগম সুফিয়া কামাল বরিশাল জেলায় জনন্মগ্রহণ করেন । তাঁর পৈতৃক নিবাস কুমিল্লা । সুফিয়া কামাল ছিলেন রবীন্দ্র কাব্যধারার গীতিকবি ।

সুফিয়া কামাল

  • বেগম সুফিয়া কামাল জন্মগ্রহণ করেন – ২০ জুন ১৯১১ সালে ।
  • ’সাঁঝের মায়া’ কাব্য রচনা করেন – সুফিয়া কামাল ।
  • ’একাত্তরের ডায়েরী’ রচনা করেন – সুফিয়া কামাল ।
  • বেগম সুফিয়া কামালের জন্মস্থান – বরিশাল জেলার শায়েস্তাবাদে ।
  • সুফিয়া কামালের কবিতা – ’তাহারেই পড়ে মনে’ ।
  • বেগম সুফিয়া কামাল কোন ধরনের কবি – গীতিকবি ।
  • কবির ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি প্রকাশিত হয় – ১৯৩৫ সালে ।
  • ’তাহারেই পড়ে মনে’ কবিতাটি কোন ছন্দে লেখা – অক্ষরবৃত্ত ছন্দে ।
  • ’তাহারেই পড়ে মনে, ভুলিতে পারিনা কোন মতে’ -কবির কাকে মনে পড়ে – কবির স্বামীকে ।
  • তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ ‘উদাত্ত পৃথিবী’ প্রকাশিত হয় – ১৯৪৬ সালে ।
  • বেগম সুফিয়া কামালের উপাধি ছিল – শ্রেষ্ঠ মহিলা কবি
  • ’জননী সাহসিকা’ কার উপাধি – বেগম সুফিয়া কামাল ।
  • বেগম সুফিয়া কামালের কাব্যগ্রন্থ ‘সাঁঝের মায়া’ প্রকাশিত হয় – ১৯৩৮ সালে ।
  • ’সোভিয়াতের দিনগুলি’ একটি – ভ্রমণকাহিনী ।
  • ’সোভিয়াতের দিনগুলি’ ভ্রমণকাহিনীর লেখক – বেগম ‍সুফিয়া কামাল ।
  • ’একালে আমাদের কাল’ একটি – আত্মজীবনী ।
  • ’একালে আমাদের কাল’ আত্মজীবনীর রচয়িতা – বেগম ‍সুফিয়া কামাল ।
  • ’একাত্তরের ডায়রী’ এর লেখক – বেগম সুফিয়া কামাল ।
  • বেগম সুফিয়া কামাল এর ’একাত্তরের ডায়রী’ প্রকাশিত হয় – ১৯৮৯ সালে ।
  • ’মায়া কাজল’ কাব্যগ্রন্থের রচয়িতা – বেগম সুফিয় কামাল ।

সুফিয়া কামাল এর জীবনী ও সাহিত্যকর্ম

  • ’কেয়ার কাঁটা’ একটি – গল্প ।
  • ’কেয়ার কাঁটা’ গল্পটি প্রকাশিত হয় – ১৯৩৭ সালে ।
  • ’ইতল বিতল’ একঠি – শিশুতোষ ।
  • বিখ্যাত শিশুতোষ ‘ইতল বিতল’ এর লেখক – বেগম সুফিয়া কামাল ।
  • ’কেয়ার কাঁটা’ গল্পটি রচনা করেন – বেগম সুফিয়া কামাল ।
  • ’নওল কিশোরের দরবারে’ একটি – শিশুতোষ ।
  • ’নওল কিশোরের দরবারে’ শিশুতোষের লেখক – সুফিয়া কামাল ।
  • ’অভিযাত্রিক’ কাব্যগ্রন্থের রচয়িতা – বেগম সুফিয়া কামাল ।
  • ’অভিযাত্রিক’ কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় – ১৯৬৯ সালে ।
  • বেগম সুফিয়া কামাল বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন – ১৯৬২ সালে ।
  • ’প্রশান্তি ও প্রার্থনা’ একটি – কাব্যগ্রন্থ ।
  • ’প্রশান্তি ও প্রার্থনা’ কাব্যগ্রন্থটির লেখক – বেগম সুফিয়া কামাল ।
  • ’মৃত্তিকার ঘ্রাণ’ একটি – কাব্যগ্রন্থ ।
  • বেগম সুফিয়া কামাল রচিত ‘মৃত্তিকার ঘ্রাণ’ কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় – ১৯৭০ সালে ।
  • সুফিয়া কামাল লেনিন পুরস্কার, রাশিয়া লাভ করেন – ১৯৭০ সালে ।
  • তিনি একুশে পদক লাভ করেন – ১৯৭৬ সালে ।
  • ’মোর যাদুদের সমাধি পরে’ কাব্যগ্রন্থটির রচয়িতা – বেগম সুফিয়া কামাল ।
  • ’মোর যাদুদের সমাধি পরে’ কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় – ১৯৭২ সালে ।
  • বেগম সুফিয়া কামাল রচিত ‘মন ও জীবন’ একটি – কাব্যগ্রন্থ ।
  • ’মন ও জীবন’ কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় – ১৯৭৫ সালে ।
  • তিনি ‘বেগম রোকেয়া’ পদক পান – ১৯৯৬ সালে ।
  • বেগম সুফিয়া কামাল কবে মৃত্যুবরণ করেন – ১৯৯৯ সালে ।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *