আমিই মিসির আলি-পর্ব-(১৫)-হুমায়ূন আহমেদ

আমিই মিসির আলি

অশ্বিনী বাবুর মাথা খারাপের মতাে হয়ে গেলতিনি সেই রাতেই দেবী মূর্তি মেঘনা নদীর মাঝখানে ফেলে দিয়ে এলেন। 

উনার কি একটাই মেয়ে ছিল

ওনার চার মেয়ে ছিলদুমাসের মাথায় দ্বিতীয় মেয়েটিরও একই অবস্থা হলােমন্দিরের ভেতর তাকে পাওয়া গেল মাথা একদিকে ধড় আরেক দিকেঅশ্বিনী বাবু বাড়ি ঘর বিক্রি করে বাকি দুই মেয়ে আর স্ত্রীকে নিয়ে প্রথমে গেলেন ডিব্রুগরে সেখান থেকে শিলিগুড়িতেশিলিগুড়িতে তার তৃতীয় মেয়েটির একই অবস্থা হলাে। তখন তাঁর স্ত্রী সীতাদেবী মামলা করলেন স্বামীর বিরুদ্ধেসীতাদেবী বললেন, হত্যার ঘটনাগুলি তার স্বামী ঘটাচ্ছেনদোষ দিচ্ছেন মা কালীর। ছােট মেয়েটাও বাবার বিরুদ্ধে সাক্ষ্য দিল। 

মামলার রায় কী হয়েছিল

ওনার ফাসি হয়েছিলতুমি এতসব জানলে কী করে

এই মামলা নিয়ে অনেক লেখালেখি হয়েছেআমাদের দূরবীনওয়ালা সেইসব লেখা সবই যােগাড় করেছিলআপনি চাইলেই আপনাকে খুঁজে বের করে দেবেআপনি কি চান

আমিই মিসির আলি-পর্ব-(১৫)-হুমায়ূন আহমেদ

আমি চাই নালিলি বলল, আমাকে দেখে কি বুঝতে পারছেন যে আমার মনটা খুব খারাপ

না বুঝতে পারছি না। 

আমার মনটা খুবই খারাপ কারণ পুঁই পাতা পাওয়া যায় নিবড় বড় পুঁই পাতা দিয়ে পেঁচিয়ে পাতুরি করতে হয়কলাপাতা দিয়েও হয়তবে ভালাে হয় না| মিসির আলি হেসে ফেলে বললেন, মন খারাপের কারণটা তাে মনে হয় খুবই গুরুতর। 

আপনার কাছে গুরুতর মনে না হতে পারে আমার কাছে গুরুতরযেমন তারা দেখে, আমি করি রান্নাকোনাে রাতে যদি আকাশ মেঘে ঢেকে যায় ওর প্রচণ্ড মেজাজ খারাপ হয় ঠিক সে রকম আমি যখন রান্নার জিনিসপত্র পাই না, আমার মেজাজ খারাপ হয়এটা কি দোষের

আমিই মিসির আলি-পর্ব-(১৫)-হুমায়ূন আহমেদ

দোষের নাএত সুন্দর বাগান তুমি এখানে বেড়াতে আস না ? লিলি বলল, কখনাে না নেংটা দেবীর আশে পাশে আমি থাকব ? পাগল হয়েছেন ? তাছাড়া গাছপালা আমার ভালােও লাগে নাচাচাজি শুনুন আমি চলে যাচ্ছিখবরদার আপনি কিন্তু মন্দিরের ভেতর ঢুকবেন না। 

আচ্ছা ঢুকব নাতােমার স্বামীর ঘুম ভেঙেছে? হুঁ ভেঙেছেতার নাশতা খাওয়া শেষ

সে নাশতা খাবে নাদুপুরে ভাত খেয়ে আবার ঘুমিয়ে পড়বেঘুম না এলে ঘুমের অষুধ খেয়ে ঘুমাবে। 

কেন ? রাত জাগবেআজ সে আপনাকে নিয়ে তারা দেখবেআজ কি অমাবস্যা ? আগামীকাল অমাবস্যা। 

মিসির আলি বললেন, দিন ধরেই যেমন মেঘলা মেঘলা যাচ্ছেঅমাবস্যার রাতে যদি আকাশে মেঘ থাকে তাহলে তাে সমস্যা| লিলি নিচু গলায় বলল, আপনার আর কী সমস্যাসমস্যা আমার আকাশে মেঘ দেখলে প্রচণ্ড রেগে যায়হৈ চৈ করেঅমাবস্যা হলাে বৃষ্টির সময়অন্যদিন বৃষ্টি না হলেও অমাবস্যায় বৃষ্টি হবেই । চাঁদের আকর্ষণ বিকর্ষণের কিছু ব্যাপার নিশ্চয়ই আছেআমি জানি নাআপনি নিশ্চয়ই জানেন। 

আমিও জানি না। 

কফির মগটা দিন আমি নিয়ে চলে যাইদুপুরের রান্না হলে খবর দেব চলে আসবেনএখন নিজের মনে ঘুরে বেড়ানশুধু দয়া করে মন্দিরে ঢুকবেন না। 

আমিই মিসির আলি-পর্ব-(১৫)-হুমায়ূন আহমেদ

মিসির আলি নীল মরিচ গাছের নিচে বসলেনকালাে সিমেন্টে বাঁধানাে বেদী, বসার জন্যে সুন্দর বই সঙ্গে নিয়ে এলে বই পড়া যেতদোতলায় উঠে বই আনতে ইচ্ছা করছে নাআচ্ছা গতরাতের ঘটনাটা নিয়ে কি কিছু ভাববেন। 

থাক এখনাে সময় হয় নিমন্দিরের ভেতরটা একবার উঁকি দিয়ে দেখতে ইচ্ছা করছেমেয়েটা যদিও নিষেধ করেছেনিষেধ অগ্রাহ্য করার একটা প্রবণতা হয়তাে মানুষের ডিএনএভেতরই আছেমানুষকে যেটাই নিষেধ করা হয়েছে সেটাই সে করেছেব্যাপারটা শুরু করেছিলেন আদি মানব আদমতাঁকে কোনাে ব্যাপারে নিষেধ করা হয় নি, শুধু বলা হয়েছিলগন্ধম ফলটা খেও না। আদম প্রথম যে কাজটা করলেন সেটা হলাে গন্ধম ফল খাওয়া। 

আমিই মিসির আলি-পর্ব-(১৫)-হুমায়ূন আহমেদ

এডমন্ড হিলারীর মার ছিল উচ্চতা ভীতিতিনি তাঁর পুত্রকে বললেন, তুমি আর যাই কর বাড়ির ছাদে উঠবে না। সেই হিলারী এভারেস্টের চূড়ায় উঠে বসে থাকলেন। 

মিসির আলি মন্দিরের দিকে রওনা হলেনভেতরে ঢােকার দরকার নেইতিনি শুধু উঁকি দিয়ে চলে আসবেনপরিত্যক্ত মন্দিরে সাপ থাকা স্বাভাবিক তবে কাল রাতের ঘটনার পর দিনের সাপ তত ভয়ঙ্কর হবে বলে মনে হয় না। 

মন্দিরে ঢােকার দরজাটা কাঠের দরজায় হুক আছে। তালা লাগানাের ব্যবস্থাও আছেকিন্তু দরজায় তালা নেইমিসির আলি ধাক্কা দিতেই দরজা খুললমেঝে শ্বেত পাথরের, ঝক ঝক করছেমনে হচ্ছে এই মাত্র কেউ এসে সাবান পানি দিয়ে ধুইয়ে দিয়ে গেছেতার চেয়েও বিস্ময়কর ঘটনা হলাে মন্দিরে মূর্তি আছেগৌর কালীর নগ্ন মূর্তি| এখানেই বিস্ময়কর সমাপ্তি না। এর চেয়েও বিস্ময়কর ব্যাপার হলাে মূর্তিটি দেখতে অবিকল লিলির মতোযেন কোনাে ভাস্কর এসে লিলিকে দেখে পাথর কেটে কেটে মূর্তি বানিয়েছেকাকতালীয়ভাবে একটা মানুষের চেহারার সঙ্গে পুরনাে মূর্তির চেহারা মিলে যাবে এটা বিশ্বাসযােগ্য নাএটা খুবই অবিশ্বাস্য একটা ঘটনা। 

মিসির আলি মন্দির থেকে বের হলেনচেরী গাছটার নিচে বরকত দাঁড়িয়ে আছেতার হাতে শলার ঝাড় বাগান ঝাট দিয়ে এসেছেতবে সে এই মুহূর্তে বাগান ঝাট দিচ্ছে না, এক দৃষ্টিতে তাকিয়ে আছে মিসির আলির দিকে। সেই দৃষ্টিতে কৌতূহল, বিস্ময় আনন্দ কোনাে কিছুই নেইসে তাকিয়ে আছে মাছের মত ভাবলেশহীন চোখে| মিসির আলি মন্দির থেকে বের হয়ে মন্দিরের পেছনের দিকে হাঁটতে শুরু করলেনবরকত চোখের দৃষ্টিতে এখনাে তাকে অনুসরণ করছেতার দৃষ্টির আড়ালে যাবার জন্যেই মন্দিরের পেছনে চলে যাওয়া দরকার। 

আমিই মিসির আলি-পর্ব-(১৫)-হুমায়ূন আহমেদ

মন্দিরের পেছনটা সম্পূর্ণ অন্যরকমএকটা কুয়া আছে। কুয়ার পাড় পাথর দিয়ে বাঁধানােকুয়ার উপরে তারের জাফরিসেখানে বাগান বিলাস গাছগাছ ভর্তি ফুলঅন্ধকার কুয়া, ফুলের কারণে আলাে হয়ে আছেনদীর কাছের বাড়িতে কখনাে কুয়া থাকে নাএই কুয়াটাই প্রমাণ করে দিচ্ছে একসময় নদী অনেক দূরে ছিল মিসির আলি কুয়ার পাড়ে উঠলেনপানি আছে কিনা দেখতে হবেপাথর নিয়ে ফেলতে হবে। 

মিসির আলি কুয়াতে পাথর ফেলতে পারলেন নাতার আগেই তাকে চমকে উঠতে হল, কারণ আঁটা হাতে বরকত এসে দাঁড়িয়েছেমিসির আলি বললেন, কিছু বলবে ?

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *