মৃন্ময়ী-পর্ব-(২৩)-হুমায়ূন আহমেদ

মৃন্ময়ী

এখন তােমার মনের অবস্থা কী ? খুব ভালাে, না খুব খারাপ? সেটা আপনাকে বলব না সহজভাবে কিছুক্ষণ কথা বলাে প্লিজআমি সহজভাবেই কথা বলছিতােমার সঙ্গে কিছুক্ষণ গল্প করতে ইচ্ছা করছেগল্প করুনকোন বিষয় নিয়ে তােমার গল্প করতে ভালাে লাগে ? সে বিষয়টা বলােযেকোনাে বিষয় নিয়ে গল্প করতে পারেন ? পৃথিবীর সব বিষয় আপনি জানেন

গল্প চালিয়ে যাবার জন্যে গভীর জ্ঞান লাগে নাযারা ভাসা ভাসা জানে তারাই সুন্দর গল্প করতে পারেজ্ঞানীরা ঝিম ধরে বসে থাকেন, তারা গল্প করতে পারেন নাআমি জ্ঞানী নানিজের বিষয় কিছুটা জানিএর বাইরে প্রায় কিছুই জানি নাজানি না বলেই ভালাে গল্প করতে পারিআমার কথা শুনে মনে হচ্ছে না আমি ভালাে গল্প করি । 

যা মনে হচ্ছেতুমি কি আমার বিষয়ে কিছু জানতে চাও? ……তাে! জানতে চাইলে বলতে পারিআমার বাবা মা, ভাই বােন তারা কোথায় থাকেতারা পড়াশােনা কোথায় করেছেজানতে চাও না ? ………………………না। 

আমার নিজের থেকেই তােমাকে কিছু বলতে ইচ্ছা করছেআমার এমন কিছু বিষয় আছে যা শুনলে তুমি চমকে উঠবে। ………………………….মানুষকে আপনি খুব চমকাতে পছন্দ করেন তাই না? ………..তা করিতবে আমার নিজের সম্পর্কে জেনে তুমি যে চমকটা খাবে সেটা রিয়েলবাকিগুলি ফেব্রিকেটেড চমককষ্ট করে তৈরি করাচমকে দেব ? …………………………….দিন। 

মৃন্ময়ী-পর্ব-(২৩)-হুমায়ূন আহমেদ

আমি রং নিয়ে তােমার সঙ্গে কথা বলেছিলাম মনে আছে তাে? আমি যখন স্থাপত্য বিষয়ের আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট তখন রঙের ব্যাপারটা মাথার মধ্যে ঢুকেআমাদের একজন টিচার ছিলেন, নাম জন রে জুনিয়র, উনিই ঢুকিয়ে দেন। ক্লাসে বক্তৃতা দিতে গিয়ে বলেন, সাতটা রঙের বাইরেও যে আরাে অসংখ্য রং আছে তা বুঝতে পারার কিছু পদ্ধতি আছে

ড্রাগ নেয়া হলাে তার একটিকিছু কিছু ড্রাগ আছে যা রক্তে মিশলে মস্তিষ্ক উত্তেজিত হয়, যে সব রং পৃথিবীতে নেই সেইসব রং দেখা যায়তিনি কিছু কিছু ড্রাগের নামও বললেন তার একটি হচ্ছে LSD. তুমি LSDএর নাম শুনেছ ? ………………হা শুনেছিস্যারের কথা কতটুকু সত্যি তা পরীক্ষা করতে গিয়ে আমি LSD নিলামরং দেখতে পেলেন। 

হ্যা পেলামসে এক অসাধারণ অভিজ্ঞতাআমার ভুবন রঙে রঙময় হয়ে গেলরঙের কোনাে শেড় নাPure colour. আমি বর্ণনা করতে পারব না, বা একেও দেখাতে পারব না কারণ এই রঙগুলি পৃথিবীতে নেইমৃন্ময়ী তুমি কি আমার কথা মন দিয়ে শুনছ ? ………………………………………হ্যা শুনছি। 

মৃন্ময়ী-পর্ব-(২৩)-হুমায়ূন আহমেদ

অভিজ্ঞতাটা আমার জন্যে এতই অসাধারণ ছিল যে আমার নিজের ভুবন এলােমেলাে হয়ে গেলএকের পর এক LSD TRIP নিতে থাকলামএক সময় পুরােপুরি অসুস্থ হয়ে পড়লামআমাকে হাসপাতালে ভর্তি করতে হলােদীর্ঘ দিন চিকিৎসা করে সুস্থ হতে হলাে। 

এখন আপনি সুস্থ? না এখনাে ঠিক সুস্থ নাহঠাৎ হঠাৎ মাথার ভেতর রঙগুলি উঠে আসেআমার চারপাশের পৃথিবী Unreal হয়ে যায়আমি প্রবল ঘােরের মধ্যে চলে যাইউদাহরণ দিয়ে বলিমনে করাে আমি কৃষ্ণচূড়া গাছের দিকে তাকিয়ে আছিলাল ফুলপেছনে ঘন নীল আকাশহঠাৎ ফুলের লাল রঙটা কয়েকটা ভাগে ভাগ হয়ে গেলআকাশের নীল রঙও বদলে গেল

রঙগুলিতে প্রাণ প্রতিষ্ঠা হলােওরা হয়ে গেল জীবন্তওরা নিঃশ্বাস নিচ্ছে, নিঃশ্বাস ফেলছে, ছটফট করছেকখনাে কাদছে, কখনাে রং হাসছেবুঝতে পারছ কী বলছি ? …………………………………………মনে হয় পারছি। 

এই ব্যাপারগুলি ঘটে যখন খুব পছন্দের কেউ আশেপাশে থাকেSentimental friend type কেউআমি যখন ফুচকা খাচ্ছিলাম তুমি ছেলেটার সঙ্গে গল্প করতে গেলেআমি তাকালাম কৃষ্ণচূড়া ফুলের দিকে, তখন ব্যাপারটা ঘটলসবকিছু এলােমেলাে হয়ে গেল। 

মৃন্ময়ী-পর্ব-(২৩)-হুমায়ূন আহমেদ

আপনি কি এখনাে LSD নেন ? ……….এখন আর নেয়ার দরকার পড়ে নাআপনার কাছে কি LSD আছে ? …….হ্যা আছেকেন, তুমি কি একটা LSD ট্রিপ নিয়ে দেখতে চাওরং ব্যাপারটা আসলে কী? ………আমি বললাম, ঠিক বুঝতে পারছি না। 

অভিজ্ঞতার জন্যে একবার নিয়ে দেখতে পারােতবে না নেয়াই ভালােরঙের আসল রূপ দেখে ফেললে সাধারণ পৃথিবীর রং আর ভালাে লাগবে নাপৃথিবীটাকে খুবই সাধারণ খুবই পানশে মনে হবেপ্রায়ই মনে হবেদূর ছাই এই পৃথিবীতে থেকে কী হবে? যারা LSD নেয় তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা এই কারণেই খুব বেশিঅনেকক্ষণ তােমার সঙ্গে কথা বললাম, ঘুমাও। 

এই বলেই স্যার খট করে টেলিফোন নামিয়ে রাখলেনতার প্রায় সঙ্গে সঙ্গেই মা ঘরে ঢুকলেনমার হাতে চায়ের বিরাট মগরাতে ঘুমুতে যাবার আগে তিনি প্রায় এক বালতি গ্রিন টি খানতার ডায়েটিশিয়ান বান্ধবী তাকে বলেছেন ঘুমুতে যাবার আগে প্রচুর গ্রিন টি খেতেগ্রিন টিতে আছে এন্টি অক্সিডেন্টএবং ন্যাচারাল ভিটামিন । 

মৃন্ময়ী-পর্ব-(২৩)-হুমায়ূন আহমেদ

মা হাসিমুখে খাটে বসতে বসতে বললেন, তাের কি শুভর সঙ্গে দেখা হয়েছে? ………..আমি কোনাে জবাব দিলাম না। ………………মা বললেন, আমার দেখা হয়েছেআমি কথা বলেছিআমাকে দেখে ঝাপ দিয়ে এসে কদমবুসি করে ফেললআমি বললাম, কেমন আছ ? সে অন্যদিকে তাকিয়ে বলল, ভালােএরপর বেশ কিছু সময় ছিলামঅনেক কথা বলেছিসে জবাব দিয়েছে, একবারও আমার দিকে তাকায় নি। 

এইসব আমাকে শুনাচ্ছি কেন ? …………………মজার ঘটনা এই জন্যে শুনাচ্ছিতারপর আমি বললাম, পড়াশােনা কী করেছ? সে বলল বিএ পরীক্ষা দিয়েছি, পাস করতে পারব নাআমি বললাম, এই প্রথমবার দিলে? সে বলল, জ্বি না, আগেও দুইবার দিয়েছি। 

 

 

 

Read more

মৃন্ময়ী-পর্ব-(২৪)-হুমায়ূন আহমেদ

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *