হাসান আজিজুল হক এর জীবনী ও সাহিত্যকর্ম 

হাসান আজিজুল হক এর জীবনী

 হাসান আজিজুল হক ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার যবগ্রামে এক সম্ভ্রান্ত এবং একান্নবর্তী পরিবারে জন্মগ্রহণ করেন । জীবনের অধিকাংশ সময় তিনি রাজশাহীত কাটিয়েছেন । তিনি বাংলা ভাষার অন্যতম প্রধান কথাসাহিত্যক হিসেবে পরিগণিত । ষাটের দশকে আবির্ভূত এই কথাসাহিত্যিক তাঁর সুঠাম গদ্য এবং মর্মস্পর্শী বর্ণনাভঙ্গি জন্য প্রসিদ্ধ । জীবনসংগ্রামে লিপ্ত মানুষের কথকতা তাঁর গল্প-উপন্যাসের প্রধানতম অনুষঙ্গ ।হাসান আজিজুল হক এর জীবনী

  • হাসান আজিজুল হক জন্মগ্রহণ করেন – ২ ফেব্রুয়ারি, ১৯৩৯ সালে ।
  • ’আত্মজা ও একটি করবী গাছ’ কোন জাতীয় রচনা – গল্পগ্রন্থ ।
  • ’আত্মজা ও একটি করবী গাছ’ গল্পের লেখক – হাসান আজিজুল হক ।
  • তাঁর রচিত ’আমরা অপেক্ষা করছি’(১৯৮৮) একটি – গল্পগ্রন্থ ।
  • ’আত্মজা ও একটি করবী গাছ’ গল্পগ্রন্থে গল্প রয়েছে – ৮ টি যা ১৯৬৭ সালে প্রকাশিত হয় ।
  • ’নামহীন গোত্রহীন’(১৯৭৫) কোন ধরনের রচনা – গল্পগ্রন্থ ।
  • ’নামহীন গোত্রহীন’ গ্রন্থের লেখক – হাসান আজিজুল হক ।
  • তাঁর রচিত ‘রাঢ়বঙ্গের গল্প’(১৯৯১) কোন জাতীয় রচনা – গল্পগ্রন্থ ।
  • ’রোদে যাবো’(১৯৯৫) গল্পগ্রন্থের লেখক – হাসান আজিজুল হক ।
  • ’সাবিত্রী উপাখ্যান’(২০১৩) কোন জাতীয় রচনা – উপন্যাস ।

হাসান আজিজুল হক এর জীবনী

  • ’আগুন পাখি’ কোন ধরনের রচনা – উপন্যাস ।
  • ’আগুন পাখি’ উপন্যাসের রচয়িতা – হাসান আজিজুল হক ।
  • তাঁর রচিত ’সক্রেটিস’(১৯৮৬) কোন জাতীয় রচনা – প্রবন্ধগ্রন্থ ।
  • ’আগুন পাখি’ উপন্যাসটি প্রকাশিত হয় – ২০০৬ সালে ।
  • ’পাতালে হাসপাতালে’ কোন জাতীয় রচনা – গল্পগ্রন্থ ।
  • পাতালে হাসপাতালে’ গল্পগ্রন্থের লেখক – হাসান হাজিজুল হক ।
  • তাঁর রচিত ’একাত্তর করতলে ছিন্নমাথা’(২০০৫) কোন জাতীয় রচনা – প্রবন্ধ গ্রন্থ ।
  • ’শামুক’ কোন ধরনের লেখা – উপন্যাস ।
  • তাঁর রচিত ‘শামুক’ উপন্যাসটি প্রকাশিত হয় – ২০১৫ সালে ।
  • ’বৃত্তায়ন’(১৯৯১) কোন জাতীয় রচনা – উপন্যাস ।
  • তাঁর রচিত ’শিউলি’(২০০৬) কোন ধরনের লেখা – উপন্যাস।
  • ’চন্দর কোথায়’ কোন জাতীয় রচনা – নাটক ।
  • তাঁর রচিত ‘লালঘোড়া আমি’(১৯৮৬) একটি – শিশুসাহিত্য ।
  • ’লন্ডনের ডায়েরি’(২০১৩) কোন জাতীয় রচনা – স্মৃতিকথা/আত্মজীবনীমূলক ।

হাসান আজিজুল হক এর জীবনী

  • ’লন্ডনের ডায়েরি’ গ্রন্থের লেখক – হাসান আজিজুল হক ।
  • তাঁর রচিত ’ফুটবল থেকে সাবধান(১৯৯৮)’ কোন জাতীয় রচনা – শিশুসাহিত্য ।
  • ’রোদে যাবো’(১৯৯৫) কোন ধরনের রচনা – গল্পগ্রন্থ ।
  • তাঁর রচিত ‘ফিরে, ফিরে আসি’ কোন জাতীয় রচনা – স্মৃতিকথা ।
  • ’অতলের আধি’(১৯৯৮) একটি – প্রবন্ধগ্রন্থ ।
  • ’তাঁর রচিত ‘মা মেয়ের সংসার’(১৯৯৭) কোন জাতীয় রচনা – গল্পগ্রন্থ ।
  • তিনি একুশে পদক লাভ করেন – ১৯৯৯ সালে ।
  • তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন – ১৯৭০ সালে ।
  • হাসান আজিজুল হকের অন্যান্য পুরস্কার ও সম্মাননার মধ্যে রয়েছে – ২০১২ সালে আসাম বিশ্ববিদ্যালয় থেকে এবং ২০১৮ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডি-লিট ডিগ্রি পান । ফিলিপস সাহিত্য পুরস্কার(১৯৮৮), আলাওল সাহিত্য পুরস্কার(১৯৮৩), সাহিত্য রত্ন পুরস্কার(২০১৮), সাহিত্যে স্বাধীনতা পুরস্কার(২০১৯) ইত্যাদি পুরস্কার লাভ করেন ।

 

 

Read More :

মোহাম্মদ বরকতুল্লাহ এর জীবনী ও সাহিত্যকর্ম 

আবু জাফর শামসুদ্দীন এর জীবনী 

সুধীন্দ্রনাথ দত্ত এর জীবনী 

অমিয় চক্রবর্তী এর জীবনী ও সাহিত্যকর্ম

অন্নদাশঙ্কর রায় এর জীবনী ও সাহিত্যকর্ম 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *