আয়নাঘর-পর্ব-(৮)-হুমায়ূন আহমেদ

আয়নাঘর

লিলিয়ানের মা চিৎকার করে কাঁদতে লাগলেনলিলিয়ান জানালার পাশে দাঁড়ালবরফ পড়তে শুরু করেছে বছরের প্রথম বরফইচ্ছে করছে বরফের ভেতর ছুটে যেতেসারা গায়ে বরফ মাখতেলিলিয়ান খানিকক্ষণ বরফ পড়া দেখলএক দৃষ্টিতে তাকিয়ে থাকার জন্যেই বােধহয় তার চোখ জ্বালা করছে

আয়নাঘর

সে বাথরুমে ঢুকে চোখে পানি দিয়ে কিছুক্ষণ কাঁদলফিসফিস করে বলল, মা রাগকরাে নাআমি কি করছি আমি নিজেও জানি নাএর ফল শুভ হবে, কি শুভ হবে না তাও জানি নাশুধু একটা জিনিস জানি আমৃত্যু আমাকে অচেনা-অজানা এই ছেলেটির সঙ্গে থাকতে হবেএর থেকে আমার মুক্তি নেইকিংবা কে জানে আমার মুক্তি হয়ত বন্ধনের ভেতরই ঘটবে। 

দরজায় কলিং বেল বাজছেলিলিয়ান দরজা খুলে দিলতাহের মুগ্ধ গলায় বলল, বাইরে বরফ পড়ছে দেখেছ

হাগায়ে বরফ মাখবে?হ্যা মাখব। 

বাহ চমৎকার ! আমাদের দেশে বরফ নেই, তবে বৃষ্টি আছেবৎসরের প্রথম বৃষ্টি হলে আমরা বৃষ্টিতে ভিজি, এতে গায়ের ঘামাচি নষ্ট হয়বরফে কিছু নষ্ট হয় কি না কে জানে। 

তােমাদের দেশের বৃষ্টি কি তুষারপাতের চেয়েও সুন্দর ?” 

আয়নাঘর-পর্ব-(৮)-হুমায়ূন আহমেদ

লক্ষ গুণ সুন্দরআমাদের দেশের প্রথম বৃষ্টিতে কি হয় জান এক ধরনের মাছ আছে নাম হল কৈ মাছএরা এত আনন্দিত হয় যে দলবেঁধে পানি ছেড়ে শুকনায় উঠে আসে। 

কেন আমার সঙ্গে ঠাট্টা করছ ?” 

মােটেই ঠাট্টা করছি নাতােমাকে আমি দেশে নিয়ে গিয়ে নিজের চোখে দেখাবতখন তুমি ...‘ 

তাহের কথা শেষ করল না, থেমে গেলবিব্রত চোখে লিলিয়ানের দিকে তাকাললিলিয়ানও তাকিয়ে আছেলিলিয়ানের চোখে চাপা দ্যুতি। 

ওদের বিয়ে হতে দশ দিন লাগলবিয়ের লাইসেন্স বের করা এদেশে অনেক যন্ত্রণাঅনেক টেস্টফেস্ট করতে হয়ডাক্তাররা আগে নিশ্চিত হয়ে নেন এই দম্পতির সন্তান বংশগত কোন রােগের স্বীকার হবে নাতারপরই সার্টিফিকেট দেনসেই সার্টিফিকেট দেখিয়ে লাইসেন্সের জন্যে দরখাস্ত করতে হয়| বিয়ের পরপর লিলিয়ান ডাঃ আরমানের সঙ্গে দেখা করতে গেলডঃ ভারমান চশমার ফাঁক দিয়ে খানিকক্ষণ তাকিয়ে থেকে বললেন, মিস থেকে মিসেস হয়েছে

কি করে বুঝলেন? আমার কপালে তাে লেখা নেই মিসেস। 

অবশ্যই লেখা আছেসেই লেখা সবাই পড়তে পারে নাআমি পারিতুমি কি ছেলেটিকেই বিয়ে করেছ ?” 

দুঃস্বপ্ন এখন নিশ্চয়ই দেখছ নাজ্বিনা দেখছি নাশুনে খুব খুশি হলামমনস্তত্ত্ববিদ্যা একটি বড় বিদ্যা তা কি বুঝতে পারছ?পারছি। 

আয়নাঘর-পর্ব-(৮)-হুমায়ূন আহমেদ

ভবিষ্যতে যদি কোন সমস্যা হয় তাহলে আমার কাছে আসবেতবে আমার মনে হয় ভবিষ্যতে কোন সমস্যা হবে নাযদি হয় তুমি নিজে তার সমাধান করতে পারবেপারবে না?” 

হ্যা পারব। 

তােমার হাসিখুশি মুখ দেখে ভাল লাগছেসত্যিকার হাসিমুখ অনেক দিন দেখি নাচারদিকে ভেজাল হাসি দেখি। 

হাসির ভেজালও আপনি ধরতে পারেন

অবশ্যই পারিআমার নিজের মুখে যে হাসিটি আমি ঝুলিয়ে রাখি তা হলভেজাল হাসিএকশভাগ ভেজাল! তুমি তােমার জীবনে ভেজাল হাসিকে আসতে , দিও নামনে কষ্ট পেলে কাঁদবেমনের কষ্ট চাপা দেয়ার জন্যে হাসির ভান করার প্রয়ােজন নেই। 

আমি আপনার উপদেশ মনে রাখব ডঃ ভারমান। 

ডঃ ভারমানের উপদেশের জন্যেই হয়ত দেশ থেকে মার চিঠি পেয়ে লিলিয়ান সারাদিন কাঁদলচিঠিটি তিনি মেয়ের বিয়ের সংবাদ পাওয়ার পর লিখেছিলেনসংক্ষিপ্ত চিঠিযদিও লিলিয়ানের মার হাতে লেখা তবু লিলিয়ান জানে এই চিঠি তার বাবা লিখে দিয়েছেনমা শুধু দেখে দেখে কপি করেছেনকপি করতে গিয়েও মার বানান ভুল হয়েছেবাবা সেই সব বানান শুদ্ধ করেছেন

আয়নাঘর-পর্ব-(৮)-হুমায়ূন আহমেদ

লিলিয়ান

তােমার বিবাহের সংবাদ পাইয়াছিআনন্দে উল্লসিত হই নাইতুমি নিশ্চয়ই তা আশাও কর নাতুমি খুব ভাল জান তুমি আমাদের সবার অতি আদরের ধন ছিলেতােমাকে নিয়া আমাদের স্বপ্নের অন্ত ছিল নাতুমি সব স্বপ্নের অবসান ঘটাইয়াছআমি তােমাকে দোষ দেই নাঈশ্বরের হুকুম ছাড়া কিছুই হয় নাএই ক্ষেত্রেও তাঁর ইচ্ছারই প্রতিফলন হইয়াছেআমি তােমার এবং তােমার স্বামীর সুখী সুন্দর জীবন কামনা করিযে সুখের জন্যে তুমি আমাদের পরিবারের সকলের সুখ তুচ্ছ করিয়াছ, ঈশ্বর যেন সেই সুখ তােমাকে দেন ইহাই আমাদের সকলের কামনা

এখন তােমাকে কিছু কথা বলিব মন দিয়া শােনতােমার বাবা পরিবারের সদস্য হিসাবে তােমাকে গ্রহণ করিবার ব্যাপারে অনিচ্ছা প্রকাশ করিয়াছেনআমাদের সকলেরই সেইমত অভিমতসর্বসম্মত সিদ্ধান্ত অনুসারে তােমাকে বর্জন করা হইয়াছেইহাতে মনে কষ্ট পাইও নাতুমি সকলকে ত্যাগ করিয়া একজনকে পাইতে চাহিয়াছঈশ্বর তােমার প্রার্থনা পূর্ণ করিয়াছেন। 

এক্ষণে বাড়িতে তােমার নাম আর উচ্চারিত হইবে নাতােমার ব্যবহারী জিনিস, তােমার ফটোগ্রাফ সমস্তই নষ্ট করিয়া দেওয়া হইয়াছেতুমি আমাদের সহিত কোন রকম যােগাযােগ রাখিবার চেষ্টা করিবে নাযােগাযােগ করিবার চেষ্টার অর্থই হইবে আমাদিগকে কষ্ট দেওয়া এবং নিজে কষ্ট পাওয়া। 

আয়নাঘর-পর্ব-(৮)-হুমায়ূন আহমেদ

ঈশ্বর তােমার মঙ্গল করুনঈশ্বরের নিকট তােমার প্রসঙ্গে ইহাই আমাদের শেষ প্রার্থনা। 

তােমার হতভাগিনী মা। 

পুনশ্চমা তােমার দুঃস্বপ্ন দেখা কি বন্ধ হয়েছে

লিলিয়ানের ধারণা চিঠির শেষের পুনশ্চ অংশটি মালেখামা বাবাকে না জানিয়ে এই বাক্যটি লিখেছেনকেন মায়েরা এত ভাল হয় ? কেন হয় ? সে নিজে কি কোন একদিন এমন একজন মা হবে

লিলিয়ান কাঁদতে কাঁদতে ভাবল আমার প্রথম সন্তানটি যেন মেয়ে হয়মেয়ে হলেই আমি মার নামে তার নাম রাখতে পারব। 

ভিন দেশের ভিন ধর্মের একটি ছেলেকে বিয়ে করে ফেলার মত কাজ সাধারণত প্রচণ্ড ঝেকের মাথায় করা হয়, এবং ঝোক দীর্ঘস্থায়ী হয় নাবিয়ের এক মাসের মধ্যেই মনে হতে থাকে, কাজটা ঠিক হয় নিখুব ভুল হয়ে গেছেএদের বেলায় এটা ঘটল নাবিয়ের এক বছর পর এক গভীর রাতে লিলিয়ানের মনে হল, আমি নিশ্চয়ই আমার শৈশবে কিংবা আমার যৌবনে বড় ধরনের কোন পুণ্যকর্ম করেছি

 

Read more

আয়নাঘর-পর্ব-(৯)-হুমায়ূন আহমেদ

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *