মৃন্ময়ী-পর্ব-(১২)-হুমায়ূন আহমেদ

মৃন্ময়ী

এখন একটু কঠিন কথা বলিসুন্দরের সঙ্গে সব সময় দুঃখবােধ মেশানাে থাকেমহান সৌন্দর্যের সঙ্গে বেদনাবােধ মেশানাে থাকতেই হবেএডগার এলেন পাের এই কয়েকটা লাইন ব্যাপারটা সুন্দর করে ব্যাখ্যা করেখাতা খােল, এই কয়েকটা লাইন খাতায় লিখে নাওতাঁর মতে সৌন্দর্য হচ্ছে

A feeling of sadness and longing …………..That is not akin to pain, And resembles sorrow only ………….As the mișt resembles the rain. তােমাদের প্রজেক্টগুলাে জমা নিয়ে আমি এখন তােমাদের ছুটি দিয়ে দেবতােমাদের একটা হােম এসাইনমেন্ট আছেসৌন্দর্য কী? এই নিয়ে এক পৃষ্ঠার একটা লেখা লিখবে। কোন মনীষী সৌন্দর্য সম্পর্কে কী বলেছেন এইসব কচকচানি নাতুমি কী ভাবছ সেটা লিখবেঠিক আছে

জ্বি ঠিক আছে। ………এখন আমি তােমাদের কাছে একটা পরীক্ষা দেবএক এক করে তােমাদের সতেরাে জনের নমিই আমি বলবআমি যখন বলেছিলাম তােমাদের সবার নাম আমি জানি তখন তােমরা সেটা বিশ্বাস করাে নিপ্রথমেই যদি আমার কথার ওপর বিশ্বাস না থাকে পরে আরাে থাকবে নাটিচার হিসেবে আমি যা বিশ্বাস করাতে চাইব তা বিশ্বাস করাতে পারব না। 

মৃন্ময়ী-পর্ব-(১২)-হুমায়ূন আহমেদ

ফরিদা বলল, স্যার আপনার পরীক্ষা দিতে হবে না। আপনি ফেল করবেন, তখন আমাদের সবার খারাপ লাগবে| আমরা সবাই হেসে উঠলামআমাদের নাম্বার বলতে শুরু করলেনকোনাে ভুল হলাে নাসবাইকে খানিকটা চমকে দিয়ে আমার দিকে তাকিয়ে বললেন, মৃন্ময়ী রােল ফিফটিন ক্লাসের শেষে তুমি আমার সঙ্গে দেখা করবেতােমার সঙ্গে আমার কিছু কথা আছে। 

আমি হঠাৎ একটা ধাক্কার মতাে খেলামতবে সঙ্গে সঙ্গে মাথা কাত করে সম্মতি জানালামএই দ্রলােকের আলাদা করে আমার সঙ্গে দেখা করতে চাওয়ার কারণটা স্পষ্ট নাতিনি কী বলতে চান সে সম্পর্কে সামান্যতম ধারণা থাকলেও নিজেকে কিছুটা প্রস্তুত রাখা যেতআকাশ জোড়া মেঘ থাকলে ছাতা হাতে পথে নামতে হয়। সুন্দরবনে মধুর খোঁজে বাওয়ালীরা যখন ঢােকে তাদের সঙ্গে একজন থাকে গাদা বন্দুক নিয়েপ্রস্তুতি থাকেইশুধু আমার কোনাে প্রস্তুতি থাকবে না। 

আমি লক্ষ করলাম ক্লাসের ছাত্রছাত্রীরা মুখে চাপা হাসি নিয়ে আমার দিকে তাকাচ্ছেক্লাস শেষ হবার সঙ্গে সঙ্গে আসগার আমার ডেস্কের কাছে এসে বলল, আমাদের নতুন স্যারের জন্যে একটা নাম পাওয়া গেছেতোমার এপ্রােভেল পাওয়া গেলেই নামটা চালু করা যায়। ……..আমি অবাক হয়ে বললাম, আমার এপ্রােবেলের প্রশ্ন আসছে কেন

মৃন্ময়ী-পর্ব-(১২)-হুমায়ূন আহমেদ

তােমাকে উনি এপ্রােভ করেছেন বলেই তােমার এপ্রােভেলের প্রশ্ন আসছেউনি নিজের নাম তাে Cowsir লেখেন, ঐটাই বাংলা করে গরু স্যারউনার আপত্তি করার কিছু থাকল নাকি এপ্রােভ করছ তাে

আমি কিছু বললাম না, তবে মােটামুটি নিশ্চিত হয়ে গেলাম কাওসার নামের এই ভদ্রলােক অতি দ্রুত গরু স্যারহিসেবে পরিচিত হবেনএমন একটা নামের ভার বহন করার মতাে শক্তি দ্রলােকের কি আছে? থাকার কথা নাবেশির ভাগ মানুষের মনের জোর তেমন থাকে না। ভদ্রলােকের অবস্থা ছেড়ে দে ছাত্র সমাজ কেঁদে বাঁচিহবার কথা। 

স্যার আসব ? ……ভদ্রলােক তার ঘরে কম্পিউটারের কানেকশন জাতীয় কী করছিলএখন চোখে চশমাতিনি আমার দিকে তাকিয়ে বললেন, কে ? ভাবটা রকম যেন আমাকে চিনতেই পারছেন নাআমি বললাম, স্যার আমি মৃন্ময়ী। 

কিছু বলবে? …..আপনি বলেছিলেন ক্লাসের শেষে যেন আপনার সঙ্গে দেখা করিআমি দেখা করতে এসেছি। ………আচ্ছা আচ্ছা সরি ভুলে গিয়েছিলামএসােচেয়ারটায় বােস। ..আমি চেয়ারে বসলামআমার মেজাজ খারাপ লাগছেদ্রলােক বেশ ভালাে করেই জানেন তিনি আমাকে আসতে বলেছেনতারপরেও ভান করলেনতাঁর মনে নেইএই ভানটা করার কোনাে প্রয়ােজন ছিল না। 

মৃন্ময়ী তােমার কি বাড়িতে ফেরার খুব তাড়া আছে ? তাড়া থাকলে আজ চলে যাওঅন্য আরেকদিন কথা বলবআমি পাের্ট লাইনের কানেকশনটা দিতে পারছি নাকানেকশন না দিতে পারা পর্যন্ত অন্য কোনাে দিকে মন দিতে পারছি না। 

মৃন্ময়ী-পর্ব-(১২)-হুমায়ূন আহমেদ

আপনি কানেকশন দিন আমি অপেক্ষা করছিকী জন্যে ডেকেছেন এটা না জানা পর্যন্ত আমার নিজের মধ্যেও এক ধরনের অস্বস্তি কাজ করবে। …..অস্বস্তি কাজ করবে কেন? আজ আপনার সঙ্গে আমাদের প্রথম ক্লাস হলােক্লাসের মাঝখানে বেশ 

আয়ােজন করেই আপনি আমাকে বললেন, আমি যেন আপনার সঙ্গে দেখা করিঅস্বস্তির কারণটা এইখানেই। …তােমাদের এখানে কি এই নিয়ম যে কোনাে শিক্ষক তার ছাত্রকে দেখা করতে বলতে পারবে না

অবশ্যই বলতে পারবে। তবে তার জন্যে কারণ থাকতে হবে। ……গল্প করার জন্যে আমি কাউকে ডাকতে পারি না ? ছাত্রছাত্রীদের সঙ্গে কি একটা সহজ সম্পর্ক তৈরি করা যায় না? সব সময় দূরত্ব থাকতে হবে ? আমি নিয়ম ভাঙতে চাই। 

নিয়ম ভাঙতে হলে শক্তি লাগেসেই শক্তি কি আপনার আছে ? …………আমার ধারণা আছেথাকলে তাে ভালােইক্লাসে আমার বক্তৃতা তােমার কেমন লাগল ? …….ভালােতবে আপনার প্রধান চেষ্টা ছিল আপনি যে অন্যদের চেয়ে আলাদা এটা প্রমাণ করা

দের মতাে না? আমি অন্যদের চেয়ে আলাদা ? …….আমি শান্ত গলায় বললাম, আমাদের ক্লাসে সতেরাে জন স্টুডেন্টএই সতেরাে জনের ভেতর থেকে আপনি আমাকে সিঙ্গেল আউট করে প্রশ্নগুলাে করছেন কেন

মৃন্ময়ী-পর্ব-(১২)-হুমায়ূন আহমেদ

কারণ তােমাকে আমার পছন্দ হয়েছেপ্রথম দেখাতেই পছন্দের একটা কথা সমাজে প্রচলিতব্যাপারটাই ঘটেছেতােমাকে আলাদা একটি মেয়ে বলে আমার মনে হয়েছেআমি হয়তাে অন্য আর দশজনের মতােই কিন্তু তুমি আমার ধারণা হয়েছে তােমার সঙ্গে কিছুক্ষণ কথা বললে আমার ভালাে লাগবেএইজন্যেই তােমাকে খবর দিয়েছিআমি যদি সমাজের আর দশজনের মতাে হতাম আমি আমার পছন্দের ব্যাপারটা লুকিয়ে রাখতাম। অল্প অল্প করে তােমার সঙ্গে পরিচয় হতাে

একদিন হয়তাে ডিজাইনের একটা বই তােমাকে পড়তে দিলামবই ফেরত দেবার সময় এক কাপ কফি খাওয়ালামটেলিফোন নাম্বারটা দিয়ে দিলাম যাতে ক্লাসের কোনাে বিষয় বুঝতে সমস্যা হলে টেলিফোন করতে পারােতারপর একদিন তোমার টেলিফোন নাম্বার নিলামনানান ধাপ পার হয়ে আসাআমি সবগুলি ধাপ এক সঙ্গে পার হতে চাইতুমি আমার কথায় হার্ট হচ্ছ না তাে

 

Read more

মৃন্ময়ী-পর্ব-(১৩)-হুমায়ূন আহমেদ

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *